![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন্মমৃত পদগুলো অহক্ষন স্পেকটার মত শুষসে নিরেট পাথুরে চিত্তের লোহিত উদক
মেঘ বালিকা চলছে,
বাতাসটা ও টলছে,
তোয়ধর ঘুরে ঘুরে
টিকটক খেলছে,
শুকতারা গলছে,
আকাশটা বলছে,
বৃষ্টির ছাট কই,
বর্ষার হাট কই,
বজ্রের গর্জন,
কান ফাটা তর্জন
রঙধনু উল্টা,
কদমের ফুলটা,
পর তুমি মেঘোনীল,
উদাসীর ঝিলমিল,
বোসো এই কাছে যে,
হৃদয়ের মাঝে যে,
রক্তের নীল বান,
আনন্দের অভিমান,
প্রেম হবে সোল্লাসে,
বর্ষার নীপ বাসে,
গাছেদের সখি কই,
পাখিদের প্রেম কই,
তারা সব আলতায়,
নখ রাঙে সলতায়,
প্রিয়ার সতিন সব,
করে ওঠে কলরব,
চুম চাই নির্ঘুম,
রতি কামে নিঃঝুম,
প্রিয়া রাঁধে বিষ বান,
নিষ্কাম নীল সান,
আদরের ডামাডোল,
শৃঙ্গারে মৃদু বোল,
নীলঘন পিয়াসা,
কামদের তিয়াসা,
দুর ভূমে মল্লার,
গীত তুন বর্ষার,
আকাশের তাল বোল,
বাতাসের সুর তোল,
বজ্রের নিনাদে
লয় তার বিষাদে
এস্রাজ মেঘেতে
তান পরী বেসেতে
ভেসে যায় নীলাচল
নিকেতনে প্রভানল
বাতাসেতে উর্মি
লহরির ঘুর্নী
কান্তা অয়ী ললনা
বাটী পানে চলনা।
©somewhere in net ltd.