![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন্মমৃত পদগুলো অহক্ষন স্পেকটার মত শুষসে নিরেট পাথুরে চিত্তের লোহিত উদক
কেন যে তাকালাম আজ ওর দিক,উফ
আমি জানতামই তো অমন হবে,রোজ হয়
কেন যে একদম অধর পর্যন্ত চলে গেল দৃষ্টি
ঈশ আর একটু আগে সামলে নিলেই হতো
চোখের ঠিক নিচে যায়না দৃষ্টি কখনো,
আর উপরে চুলগুলো যখন কপাল পেরোয়
চশমায় চাপে তখনই জ্ঞান লুপ্ত হয়,সকল সময়
আজ যে কি হল, সব ওই কবিতার দোষ,
ওকে কত বলি এত ঘেঁষে বসিস নে,আমিতো
দেখতেই পাবো না তবে,কে শোনে কার কথা,
উনি আছেন ওনার ছন্দ নিয়ে আর আমার যে প্রাণ
উজাড় সে খেয়াল কি কারো থাকে, তার পর আজ
আকাশে খুব তোয় ধর,বজ্রের ও খুব নিনাদ, ঠিক
মেঘোনীল বেশই আজ পরতে হল তার.একবার মন
চাইলো বলেই ফেলি তোমার নামের বানান টা ভুল
দীর্ঘিকার হবে,হ্রসইকার নয়,চলো ঠিক করে নিয়ে
একটু ঘুরে আসি নীপবনে থেকে দুজনে,চুড়ীগুলো বেশ
আজ মেঘও আছে আকাশে,তোমারও পরনের বেস
যায় মিলে আর আমারও প্রাণ আজ বড়ো থরোথরো
কিন্তু কে জানে ঘটবে এই বিপত্তি,জ্ঞান ফিরতেই দেখি
সব মেঘ নিরুদ্দেশ,কে জানে কোন বাতাসের হাত ধরে কই গেলো
পাশে কবিতাটা খুব খিলখিল, বলে, কই তোর না কত সাহস,
বলেছিই তো আগে,খোঁপায় আজ কদম থাকবে,
কোথাও যেন মল্লার বেজে চলছে।
এদিকে আমি সেই আগের মতই নিস্পলক,নির্বাক।
©somewhere in net ltd.