নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই যাদুর ঢাকার শহরে মাঝে মাঝেখুব একাকিত্ব গ্রাস করে আমায়।।একঘেয়ে পৃথিবীর প্রান্তরে বেদনার নীল জলে নিজেকে ডুবিয়ে-ভাবি, কোনদিন আমিও কি #মহেশ গল্পের #গফুর হবো।

মো:হাবিবুর রহমান(হাবিব)

আমি আছি ব্যাক বেঞ্চার, আর কিছু ভাবনা আছে নিঃসঙ্গ। কিছু কথা আছে কাউকে বলতে না পারার- সেগুলো বলতেই আমার কিবোর্ড চাপাচাপি.।...।

মো:হাবিবুর রহমান(হাবিব) › বিস্তারিত পোস্টঃ

**জীবনে সফলতার জন্য বিশেষ করে ৫ টি গুন অবশ্যই অর্জন করতে হবে।**

২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৭

আমারা প্রত্যেকে কামনা করি জীবনে সফল হবো।কিন্তু সফলতার জন্য প্রয়োজন নিরলস শ্রম আর প্রচেস্ট্।এছাড়াও জীবনে সফলতার জন্য বিশেষ করে ৫ টি গুন অর্জন করতে হবেই। এমন ৫ গুন নিয়ে আমার ১ম ব্লগ লিখছি.....

১)কৌতুহল-কৌতুহল সম্পর্কে বলতে গেলে বলতে হয় যে,কোন এক ব্যাক্তি আপনার প্রতি খুব অত্যচার মূলক আচারণ করে । এখন আপনি যদি তার কিছু দুর্বল জায়গা পান তাহলে তাকে জব্দ করা আপনার জন্য সহজ হয়ে যাবে তাই নয় কি। ঠিক তেমনি ভাবে কৌতুহলের বলে আপনি বিভিন্ন কাজের কিছু দূর্বল পয়েন্ট পেতে পারেন যার বলৈ সেই কাজে সফল হবেন অনেক বেশি দক্ষতার সাথে। তাই প্রত্যেকের দায়িত্ব যে আপনার কাজের প্রতি আরও বেশি কৌতুহলী হন যা আপনার সফলতায় অনেক বেশি সহায়ক হবে।

২)আত্নবিশ্বাস-আত্নবিশ্বাস এমন থাকতে হবে যে কোন কাজে সফল হবেন বলে আপনার ১০০% বিশ্বাস থাকতে হবে। যে কোন কঠিন কাজ কেও না পারুক অন্তত আমি পারবই। কঠিন কাজে সফলতার মূল মন্ত্র হলো আত্নবিশ্বাস। তাই অত্নবিশ্বাসী হতেই হবে যদি উঠতে চান সফলতার শীর্ষ স্থানে।

৩)সময়ানুবর্তিতা- সময় চলে গেলে তা কোন ভাবেই আর পেছনে টানা যায় না। তাই প্রত্যেক সচেতন ব্যাক্তির দায়িত্ব সময়ের কাজ সময়ে করা ।জীবনে সময় অতি মূল্যবান যা মূল্য বলার অপেক্ষ রাখে না। সময় সম্পর্কে হাজার মনীষির লাখ প্রবাদ/মন্তব্য রয়েছে।

৪)প্রবল ইচ্ছা শক্তি-অনেক কিছুই করা সম্ভব যদি আপনার থাকে প্রবল ইচ্ছা শক্তি। এমনও হাজারো দৃস্টান্ত পাবেন মহৎ ব্যাক্তিদের জীবন থেকে। যে তারা ইচ্ছা শক্তির বলে কোথয় চলে গেছেন ,তবে আমরা কেন পারবো না।

৫)নিরলস শ্রম-““শ্রম কিনাঙ্ক কঠিন যাদের নির্দয় মুঠি তলে তস্ত্র ধরনী নাজরানা দেয় ডালি ভরে ফুলে””- ***কাজী নজরুল ইসলাম।

সত্যি তাই যারা পরিশ্রম করে তারা সফল হবেই।কারন “ভাগ্য চেস্টার সাথে ঘনিস্ট সম্পর্ক রাখে। তাই বি কেয়ার ফুল ...মো:হাবিবুর রহমান।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৭

শায়মা বলেছেন: ৪ আর ৫ নং গুন কই গেলো ভাইয়া?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.