নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই যাদুর ঢাকার শহরে মাঝে মাঝেখুব একাকিত্ব গ্রাস করে আমায়।।একঘেয়ে পৃথিবীর প্রান্তরে বেদনার নীল জলে নিজেকে ডুবিয়ে-ভাবি, কোনদিন আমিও কি #মহেশ গল্পের #গফুর হবো।

মো:হাবিবুর রহমান(হাবিব)

আমি আছি ব্যাক বেঞ্চার, আর কিছু ভাবনা আছে নিঃসঙ্গ। কিছু কথা আছে কাউকে বলতে না পারার- সেগুলো বলতেই আমার কিবোর্ড চাপাচাপি.।...।

মো:হাবিবুর রহমান(হাবিব) › বিস্তারিত পোস্টঃ

বড্ড অভিমান হচ্ছে আজ কাল..

০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:২১



অভিমান।
শব্দটাই একটা অভিমানের ঘাঁটি।এটা জীবনের একটা পরিচ্ছেদ। জীবন মানে একটা বিশাল গ্রন্থ। কতগুলো অধ্যায় শৈশবের, কতগুলো বাল্যকালের, কিছু আছে যৌবনের আর কিছু অধ্যায় শেষ বয়সের। প্রতিটি অধ্যায়ে অসংখ্য পরিচ্ছেদ। সুখ, দুঃখ, অভিমান, অভিনয়, কান্না, হাসি, পাওয়া আর না পাওয়া ভরা থাকে পরিচ্ছেদগুলো।
শৈশবের কিংবা বাল্যকালের অধ্যায় শেষ করেছি- জীবনের পাঠ থেকে। যৌবনের অধ্যায়ের পরিচ্ছেদ গুলো সামনে ভাসছে।
জীবনের গ্রন্থ থেকে মনে হচ্ছে এখন অভিমানের পাঠটাই পড়ছি। কারণে অকারণে কাছের মানুষদের উপর অভিমান হয়। চেষ্টা করি, অভিমান ভাঙতে ব্যর্থ হই। ভেতরে মনটা খুব কাঁদে কিন্তু উপরে শক্ত হয়ে থাকি। কেন থাকি বুঝিনা,তবে থাকি ।
আমি মানুষকে বুঝতে ব্যর্থ হই, মানুষকে বুঝাতে ব্যর্থ হই। মজা করে কোন কথা বললে সেটা সিরিয়াস বনে যায় আর সিরিয়াস বললে লাপাত্তা। এজন্যই অভিমান হয় বেশি। গুরুত্বপূর্ণ অনেক ক্ষেত্রে মতপ্রকাশের স্বাধিনতা হারিয়েছি, সে জন্য কষ্ট হয়। আর হয় প্রচন্ড ক্ষোভ আর অভিমান। এই ক্ষোভ আর অভিমানকে লুকিয়ে রাখতেই অভিমান করে বাঁচতে হয়। আমাকে, অাপনাকে- সবাইকে।
#হাবিব_রহমান

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.