নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই যাদুর ঢাকার শহরে মাঝে মাঝেখুব একাকিত্ব গ্রাস করে আমায়।।একঘেয়ে পৃথিবীর প্রান্তরে বেদনার নীল জলে নিজেকে ডুবিয়ে-ভাবি, কোনদিন আমিও কি #মহেশ গল্পের #গফুর হবো।

মো:হাবিবুর রহমান(হাবিব)

আমি আছি ব্যাক বেঞ্চার, আর কিছু ভাবনা আছে নিঃসঙ্গ। কিছু কথা আছে কাউকে বলতে না পারার- সেগুলো বলতেই আমার কিবোর্ড চাপাচাপি.।...।

মো:হাবিবুর রহমান(হাবিব) › বিস্তারিত পোস্টঃ

তোমরা ভুলে গেছ, মল্লিকা’দির নাম

২৪ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:০১

“তোমরা ভুলেই গেছ মল্লিকা’দির নাম..

জনপ্রিয় একটি বাংলাগানের চরণ, যেখানে বুঝানো হয়েছে খুব আলোচিত বিষয়ও সময়ের কারণে আমরা ভুলে যাই। যা কিছু হারিয়ে যায় তা কি কখনই আর ফিরিয়ে আনা যায়??

আমরাও তো হারিয়ে ফেলেছি কতশত মল্লিকা দের! তাদের ক’জনের নামই বা আমাদের মনে আছে? তনু, মিতা, ফেলানি আর দুএকজন ছাড়া। তাদের নামও মনে রাখার নেপথ্যে মিডিয়াদের বাড়াবাড়ি! অন্যায় কিছু বললাম? হয়তো অথবা না, একটি মেয়ে ধর্ষন হলে সংবাদকে আর্কষণীয় করতে কিছু মিডিয়া যেখাবে উঠেপরে লাগে! যারা মারা যায় তারা বেঁচে যায় নিজের মতন, আর যারা ভাগ্যের কারণে বেঁচে যায়, বাঁচবার শেষ উপায়টুকুও আর থাকে না। অথচ ধর্ষনকারী, অপরাধীর দিব্যি ঘুড়ে বেঁড়ায়। আর কিছু সস্তা নিউজ পোর্টলের অবদানে মল্লিকা দের নামটা আরও কিছুদিন আমাদের মনে থাকে কিন্তু বিচার টা ঠিক পায় ই না। ফাইলের নিচে চাপা পরে ধুলো জমতে থাকে ওসব মল্লিকাদের খুণের উপর। যতদিন যে দেশে অপরাধের উপযুক্ত শাস্তি নিশ্চিত করা যাবে না, সেদেশে সে অপরাধ বেড়েই যাবে। বাংলাদেশেও কি তাই হচ্ছে না!

ঢাকার মতো একটা শহরে পাবলিক বাসে মেয়েরা নিরাপদ না, মেয়েরা কতটুকু নিরাপদ তাতের কর্মক্ষেত্রে? আজকের বাংলাদেশে পাঁচ বছর, আট বছর, এগারো বছরের মেয়েদের ধর্ষণের খবরে পত্রিকার পাতা ভরে যায়। ন্যায় বিচারের রায় শুনে কখনও ধর্ষিতার পরিবারের হৃদয় ভরে কি?!

মল্লিকাদের নামের তালিকা আর কত বড় হলে, এদেশের বিচার ব্যবস্থার বিবেক জেগে উঠবে! আর কত মল্লিকাদের নাম উচ্চরণের সময় তার আত্নীয় স্বজনদের গলায় কাছে কিছু একটা কাঁটার মতন আটকে যাবে? যাকে আমরা কষ্ট, যন্ত্রণা বা দীর্ঘশ্বাস বলি!?

আমারও একটি ছোট বোন আছে। হয়তো বা আপনারও আছে। প্রতিদিন হাজারো এলোমেলো দুচিন্তা মনটাকে বিষিয়ে তুলে। স্বাধিনতার সাতচল্লিশ বছর পরেও যখন এদেশে অন্যতম শক্তিশালি; সাহসী একজন নারী প্রধানমন্ত্রি! তখনও যদি এদেশে নারীরা নিরাপদ থাকতে না পারে, তাহলে আর কবে তারা নিরাপদ হবে?? বলতে পারেন!
নিজের বাড়িতে, কর্মক্ষেত্রে, বাসে কিংবা উন্মুক্ত রাস্তায়?? কবে নিরাপদ হবে আমার আদরের বোনটি, আপনার কলিজার টুকরো মেয়েটা?
যদি আমি, আপনি তাদের জন্য নিরাপত্তার বলয় গড়ে তুলতে না পারি...

আমরা আর কোন মল্লিকা দি কে‘ হারাতে চাই না..


মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:২১

মৌরি হক দোলা বলেছেন: সকলের শুভবুদ্ধির উদয় হবে যেদিন, যেদিন সবার বিবেক জাগ্রত হবে সেদিনই মনে হয় এদেশের মাটিতে মেয়েরা নিশ্চিন্তে চলাফেরা করতে পারবে।

খুব গুরুত্বপূর্ণ একটি পোস্ট। এই পোস্ট বাস্তবে পরিণত হোক। সবাই গড়ে তুলি নিরাপত্তা বলয়!!!

২৪ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৪০

মো:হাবিবুর রহমান(হাবিব) বলেছেন: ধন্যবাদ জানবেন দাদা। আপনার উপলব্ধিটাও খুব সুন্দর।
নিরাপত্তার বলয় শুরু হোক আমাকে দিয়েই.

২| ২৪ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:২৪

পলাশবাবা বলেছেন: ভাই আপনে মনে হচ্ছে ভুল করেছেন।
গানের লাইন টা হবে .।.।.।।

তোমরা ভুলে গেছ 'মল্লিকা দি' র নাম।

'মল্লিকাদের' না

B-)

২৪ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৪২

মো:হাবিবুর রহমান(হাবিব) বলেছেন: জ্বি ধন্যবাদ জানবেন দাদা। গানের কথাতে মল্লিকা দি ই আছে। আমার ই একটু বেঠিক হইছিলো।

৩| ২৪ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:২৭

শাহানাজ সুলতানা অধরা বলেছেন: ভালো লাগা ভালোবাসা এক নয় তেমনি প্রেম ভালোবাসাও ভিন্ন হয়। মরণ কালে কাঁদে অনেকে সবাই হয় না আপন,কেউ বুঝেনা কে হারাল সেই সে প্রিয়জন।

২৪ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৪৩

মো:হাবিবুর রহমান(হাবিব) বলেছেন: হুমম. সুন্দর প্রকাশ করেছেন।

মরণ কালে কাঁদে অনেকে সবাই হয় না আপন,কেউ বুঝেনা কে হারাল সেই সে প্রিয়জন।

৪| ২৪ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৩৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: বিচারহীনতার সংস্কৃতি খুব ভয়াবহ। খুবই-------

২৪ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৪৬

মো:হাবিবুর রহমান(হাবিব) বলেছেন: বিচার হীনতা একনও সংস্কৃতিতে রূপ পেয়েছে কি না জানি না ,তবে চাইলেই বিচার ব্যবস্থার অমূল পরিবর্তন সম্ভব।

৫| ২৪ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৪৬

এস এম এ যাহিদ ফুয়াদ বলেছেন: লেখাটা সময়োপযোগী এবং সুন্দর!
বাই দা ওয়ে শব্দটা 'মল্লিকাদের' নয়- 'মল্লিকাদির' মানে মল্লিকাদিদির।

২৪ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৫৩

মো:হাবিবুর রহমান(হাবিব) বলেছেন: জ্বি, দাদা ধন্যবাদ জানবেন। আর শব্দটা লিখায় আমারই একটু ভুল হয়েছিলো, ঠিক করে দিয়েছি।

৬| ২৪ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১৭

মোস্তফা সোহেল বলেছেন: এ দেশে কোন ঘটনাই বেশিদিন আলোচিত থাকে না।

২৪ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫৬

মো:হাবিবুর রহমান(হাবিব) বলেছেন: হুমমম. এই কথাটা দাদা ঠিক বলেছেন, যখন নিত্য নতুন আলোচিত বিষয়ের প্রসব হয়, তখন এমনটাই হবার কথা

৭| ২৪ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৪৪

আকিব হাসান জাভেদ বলেছেন: সাহস হারিয়ে ফেলেছি আমরা না হয় মুরগি চুরির বিচার আমরা নিজের হাতে নিয়ে মুরগি চুরকে মেরে ফেলতে পারি । কিন্তুু ধর্ষক বীরের বেসে ঘুড়ছে আমাদের আশে পাশ আমরা কিছুই করছি না । বীর্যবান সু পুরুষরা সব সময় মাথা উচু করেই থাকলো। কে দেখবে এদের এরা তো শাসকদের সু সন্তান।

২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৩৬

মো:হাবিবুর রহমান(হাবিব) বলেছেন: শুধু চুনোপুুটি জন্য এদেশের বিচার পাওয়া যায়, রাঘব বোয়ালদের এদেশের বিচারের জালে আটকানো সম্ভবনা কমই দেখা যায়, নানান ফাক ফোকরে তারা ঠিকই স্বাধিন সমুদ্রে ঠিক দিব্যি জল লাগায়.. এই জন্য সাধারণের ভুমিকা টা ঠিকমত প্লে হয় না.

৮| ২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩৫

রাজীব নুর বলেছেন: আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা ভালো না। এবং আইন দুর্বল।
মানুষজনের মন মানসিকতা অতি নিম্ম।

২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৩৯

মো:হাবিবুর রহমান(হাবিব) বলেছেন: হুম নূর দাদা। শিক্ষা ব্যবস্থা, বিচার ব্যবস্থা ভালো না থাকলে মানুষজনের মানসিকতা অতি নিম্ন হওয়া অমূলক না। কিন্তু এই সব সমস্যার মূল সমস্যা হচ্ছে সত্তিকারের দেশপ্রেমের অভাব। আজ কে সত্যি তার দেশের জন্য কাজ করে, সবাই তো নিজের জন্য করে (সবাই বলতে ম্যাজরিটি

৯| ২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:২০

কাওসার চৌধুরী বলেছেন:


পুরুষরাই সারা পৃথিবীতে সব সমস্যার মূল। এই পুরুষ দন্ডটিকে বাগে আনতে না পারলে বিশ্বশান্তি কখনো আসবে না। এই দন্ডটাই সব নষ্টের গোড়া।

২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৪৩

মো:হাবিবুর রহমান(হাবিব) বলেছেন: হে হে হে। দাদা কেন কি ভেবে এরম টা মনে করলেন বুঝলাম নাহ! যাই হোক আমি পুরুষদের অথবা পুরুষ দন্ডটিকে সব দায় দেওয়ার পক্ষে নাহ। দৃষ্টান্ত মূলক বিচারের অভাব, অিাইনের প্রযোগ না থাকা, আর ক্ষমতার অযাচিত ব্যবহারই এই সিমস্যাগুলোর কারণ.

১০| ২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:১৮

প্রবাসী দেশী বলেছেন: যে দিন গেছে সে দিন কি আর ফিরে পাওয়া যায়.....সে এখন ঘোমটা পড়া ..

২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৪৫

মো:হাবিবুর রহমান(হাবিব) বলেছেন: হুম দাদা। তবে তারা কিন্তু বেশিদিন আর ঘুমটা পরা থাকবে নাহ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.