![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা প্রত্যেকেই যেনো ন্যাচারালি এক একটা মানুষ টাকার পাহাড় তৈরির কারিগর হিসেবে জন্ম গ্রহণ করি।মোটামুটি হাটাচলা আর কথা বলতে শেখার পরপরই অদ্ভুত এই কারিগরি শুরু এক ধারাবাহিকতায়।প্রজন্ম থেকে প্রজন্ম এই ছুটে চলা অব্যাহত।এক প্রজন্ম এক্সফায়ার্ড হলে অন্য প্রজন্ম দায় নিয়ে ছুটছে।অলটারনেটিব তৈরি না হওয়া পর্যন্ত ইন্ডিভিজুয়ালি এ থেকে ছুটি মিলছে না।পিতাকে ছুটি দিয়ে আজকে আমি ছুটছি আমাকে ছুটি দিয়ে আমার সন্তান ছুটবে আগামীতে।কখনও কি মনে হয়না কেন এত ছোটাছুটি...?
আমার মনে হয় এর জন্য দায়ী আমরা নিজেরাই।পার্ট অব লাইফ বলে বলে নিজেরাই নিজেদের কে মেশিনম্যান বানিয়ে ফেলছি।আবার আমরা তো সেই "তথাকথিত সমাজের সামাজিক জীব"।যে সমাজ আমাদের কে বিন্দু বিন্দু করে শিখিয়েছে টাকাই সব।সহজেই আমরা শিখে গেছি টাকাই সমাজের আর্টিফিসিয়াল সম্মান আর মর্যাদার চাবিকাঠি।টাকা থাকলে কদর কিনতে পাওয়া যায়।টাকা না থাকলে কুকুরের দাম থাকে সমাজে কিন্তু মানুষের নয় এটা আমরা বুঝতে বাধ্য।মাঝে মাঝে প্রশ্ন জাগে এত নির্মম কেনো এ সমাজ ব্যবস্থা আর কিসেই বা মিলবে মুক্তি জবাব দেবেন তারা যারা জীবন বিশেষজ্ঞ।
©somewhere in net ltd.