নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাগতম আমার জগতে।

MD IMRAN HOSSEN.

truthsayalltime

MD IMRAN HOSSEN. › বিস্তারিত পোস্টঃ

আমার জীবনে ঘটে যাওয়া সত্যি ঘটনা

১৩ ই জুন, ২০১৫ দুপুর ২:৪২

পাশের গ্রামে ব্যাডমিন্টন
খেলতে গেছি,আমি আর আমার বন্ধু
রোমনফিরবার পথে মোবাইলে খেয়াল
করলাম রাত প্রায় ৩ টা বাজেঅন্ধকার
রাত,মনে হয় আজ চাঁদ মামা উঠেনিদুই
বন্ধু গল্প করতে করতে যাচ্ছি,কিসের গল্প
একমাত্র যোয়ান ছেলেরা বুঝবে,গল্পের
টপিক মেয়েরাযাই হোক এত সব
আজেবাজে চিন্তা আর মন্ত্ববের
মাঝে হঠাৎ পেছনে একটা আওয়াজ
শুনলামঘুরে দেখি আট,দশ হাত
পেছনে কালো কুকুরের মত
কি একটা দাড়িয়ে আছেকোথায়
জানি পড়েছিলাম,যে রাতে জ্বীনরা নাকি এক
কালারের কুকুরের বেশ,অথবা সাদা তুলোর
বেশ ধরে,মানুষ দেখলে
কথাটা মনে পরে গেলএকে তো অন্ধকার
রাত,তা ও আবার নদীর পাড়ের
রাস্তা,নির্জন মানুষ বিহীনমনে,মনে ভয়
পেয়ে গেলাম
ভয়ে,ভয়ে পেছনে তাকালাম,ভাল করে লক্ষ
করে দেখি কুকুরটা আসলেই সম্পুর্ণ
কালোপ্রচন্ড ভয় পেলাম
কানে কানে রোমনকে বললাম,মামা পেছনে এই
টা জ্বীন,টীন নি বেটারোমন ও
দেখি আগেই আমার মত ভয় পেয়ে গেছে
আমারে বলতেছে মামা এইটা ভুত হইব
আমি বললাম সালা ভুত বলে কিছু নাই
এইটা মানুষ সৃষ্ট শব্দ,তবে কোরআন
মজিদে জ্বীনের উল্যেখ আছে অনেক
জায়গায়জ্বীন নামে একটা সুরা ও আছে
মনের মাঝে হাজার ও জ্বীনের
চিন্তা নিয়ে সামনে হাটতেছি আস্তে,আস্তে
আর আগের সব খারাপ মন্ত্ববের
কারনে আল্লাহ কাছে মাফ
চাইতেছি,তাওবা করতেছি আর এই রখম
করব নাপেছনে তাকানোর সাহস
নেই,যতটুকু পারি দোয়া দুরুদ পড়ছি
আমারা হাটছি তো কুত্তা ও
হাটছে,আমরা থেমে গেলে,কুত্তাটা ও
থেমে যাচ্ছেমাঝে মাঝে ভাবছি দৌড় দেব
নাকিআবার ভয় ও করছে যদি আক্রমণ
করে বসেরোমনের বাড়ি থেকে আমার
বাড়ি কিছু টা সামনে,আর ও প্রায় ৫
মিনিট হেটে যেতে হবেরোমন তার বাড়ির
সামনে এসে বলল,মামা যেতে পারবি,ভয়
পাওয়ার কিছুই না,এইটা আসলেই
কুত্তা,আমাদের
পাহারা দিয়া নিয়া আসতেছে,এই নে লাইটার
শুনেছি জ্বীন নাকি আগুন দেখলে ভয় পায়
আমি আর কি করব আল্লাহর নাম
নিয়া হাটা ধরলামআমাদের বাড়ি যাওয়ার
রাস্তায় পড়ে ছোট্ট একটা খাল,বর্ষায়
পানি যাতায়েতের
জন্যে রাস্তা কেটে মোড়ী লাগানো হয়েছে
যাতে রাস্তার এক পাশ থেকে অন্য
পাশে পানি যাতায়াত করতে পারেযখন ওই
যায়গায় আসলাম,হঠাৎ শুনলাম পানির
আওয়াজ,যেমন হর্রররররররররর,,,,,,
করে পানি যাচ্ছে মোড়ী দিয়ে
বন্যা হলে বাধ ভাংলে পানি যেমন যায়
ঠিক ওই রখমভয়ে দাড়িয়ে পরলামআমার
বুকে টক,টক আওয়াজ শুরু হয়ে গেছে
বরফের মত জমে গেছে হাত,পাহাটার
জন্যে পা উঠাতে পারছিনাএখন ত
শুকনো মৌসুম পানি কোথা থেকে আসল
এই সময়তো এই খালে পানি থাকার
কথা নাভয়ে ভয়ে পেছনে তাকালাম
দেখি কুত্তাটা আর নাইপকেট
থেকে লাইটা বের করলামআগুন জালাব
দেখি আগুন ও জ্বলে নামনে পড়ে গেল
জ্বীন ত নিজেই আগুনের তৈরীআগুন
আবার তার কি করবেজানিনা কিভাবে যেন
পা ছোটলঝেড়ে দৌড় দিলাম এক
দৌড়ে বাড়িতে
সকালে নিজেকে আবিস্কার করলাম
বিছানায় প্রচন্ড জ্বরধিরে,ধিরে জ্বর
ভাল হয়ে গেল
আজ থেকে প্রায় ৪ বছর আগের ঘটনা
আমি আজ পর্যন্ত বোঝতে পারিনি ওই
পানির আওয়াজ কিভাবে হয়েছিল
আল্লাহ মালুমতবে একটা জিনিস
উপলব্দি করতে পেরেছি আল্লাহ রাব্বুল
আলামিন,উনার বান্দা যত বড় গোনাহের
কাজই করুক না কেন
তাওবা করলে উনি মাফ করে দেন উনার
প্রতিশ্রুতি মোতাবেকশুধু মাত্র শিরিক
গোনাহ ব্যাতিতআল্লাহর
কাছে তাওবা করতে লজ্জা নেইআমদের
প্রিয় নবী করিম (সাঃ) দৈনিক একশত বার
তাওবা করতেনকিন্তু উনি ছিলেন পবিত্র
ও মহানআমার তাওবার কারনে হয়ত
আল্লাহ আমাকে ওই কঠিন বিপদের মুখ
থেকে বাচিয়ে এনেছেন

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.