![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সন্তান যার মাধ্যমে পৃথিবীর আলোর মুখ দেখেন তিনি হলেন ‘মা’। জন্মের পর যে শব্দটি আমরা সর্বপ্রথম শিখি তা হলো ‘মা’। এই নামটি ছোট হলেও ওজন এত বেশী, মায়া এত বেশী যে সন্তানের মৃত্যুর আগ পর্যন্ত এ মায়া হৃদযে জড়িয়ে থাকে। অনাবিল সুখের আবেশ, অনুভূতি জড়িত থাকে। পুরো জীবন নিজেকে বিলিয়ে দিয়ে সন্তানকে পৃথিবীতে যোগ্য করে যিনি গড়ে তোলার আপ্রাণ চেষ্টা করেন, তিনি হলেন গর্ভধারিনী সে ‘মা’। এই মাকে তাঁদের প্রিয় সন্তানেরা বছরে একটি দিন স্মরণ করেন। সে বিশেষ দিনটি হলো আজ। বিশ্ব ‘মা’ দিবস। প্রাচীন গ্রীসে নাকি সর্বপ্রথম ‘মা’ দিবসের প্রচলন শুরু হয়। ১৯১৪ সালে ততকালীন মার্কিন প্রেসিডেন্ট উন্ড্রো উইলসন দিবসটি রাষ্ট্রীয় ভাবে স্মীকৃতি দেন। এরপর হতে দেশে দেশে দিবসটি পালনের রেওয়াজ হয়। মা সন্তানদের জন্ম দেওয়ার পর হতে লালন পালন হতে অভিভাবক, শিক্ষক, বন্ধু হয়ে থাকার চেষ্টা করেন যতদিন বেঁচে থাকেন। মায়ের ভালবাসার এতো ক্ষমতা উহা বিজ্ঞানের মাপকাঠিতে মাপা সম্ভব নয়। ইসলামে মায়ের মর্যাদা তিন গুণ বেশী পিতা হতে। পবিত্র কোরআন ও হাদিসে মা বাবাকে বিশেষ ভাবে যত্ন নেয়ার কথা বলেছেন। মায়ের সাথে পৃথিবীর কোন কিছুর তুলনা করা যায় না। মনে কষ্ট নিয়ে বলতে হয় এই মা যতদিন পৃথিবীতে বেঁচে থাকেন অনেক সন্তান তাঁদের সঠিক মর্যাদা দেন না, মূল্য বুঝে না। যখন বুঝে তখন আার কিছু করার থাকে না।যাদের মা বাবা পৃথিবীতে আজো বেঁচে আছেন তারা সৌভাগ্যবান। পরিশেষে বলবো বেঁচে থাকুক এবং সুখে থাকুক পৃথিবীর সব মা বাবা ও তাঁদের সন্তানেরা।
০২ রা জুলাই, ২০২০ সকাল ৮:২২
মোঃ ইকবাল ২৭ বলেছেন: এতো তো দিন যাইনি। আগামীতে পোস্ট দিলে বলতে পারবো।
২| ০১ লা জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৩১
চাঁদগাজী বলেছেন:
[email protected] এই ইমেইল'এ একটি ইমেইল করে অনুরোধ করুন আপনাকে ১ম পাতায় আসার ক্ষমতা দিতে।
০২ রা জুলাই, ২০২০ সকাল ৮:২৪
মোঃ ইকবাল ২৭ বলেছেন: জ্বী করবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাল থাকুন।
৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১:০৬
চাঁদগাজী বলেছেন:
লেখা সামনের পাতায় যায়নি?
©somewhere in net ltd.
১|
০১ লা জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:২৫
চাঁদগাজী বলেছেন:
আমি ভুলে গেছি, আপনার লেখা কি সামনের পাতায় যায় না?