নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাল আছি ভাল থেকো- আকাশের ঠিকানায় চিঠি লিখ। [email protected]
একটা বয়সে, ভালবাসা প্রকাশের জন্য তরুণ-তরুণী ছটপট করে। যুগে যুগে দেশে দেশে তরুন/তরুনীদের এ ভালবাসা ছড়িয়ে পড়ে বাথরুমের দেয়াল থেকে গাছের বাকলে, ক্লাসরুমের বেঞ্চ থেকে টাকার নোটে, লাইব্রেরির টেবিল থেকে বইয়ের পাতায়। প্রতিদিন অফিস যাওয়া-আসার পথে এডিলেইড বোটানিক্যাল গার্ডেন এর সরু পথ ধরে হাটি। ভালবাসার ক্লাসিক্যাল প্রকাশ গার্ডেনের বাঁশ বাগানে দেখে বিস্বিত হই না। এদিকে টরেন্টস নদীর উপর UniAdelaide-এর ব্রিজটার একপাশে ভালবাসায় প্রতীক হয়ে ঝুলছে হাজারো তালা। মানুষ হয়ে জন্মানোর কি এক অদ্ভুত অনুভুতি! অথচ এই কচি হৃদয়গুলি কেউ জানে না, এরকম হাজারো ভালবাসার অনুভূতি সময়ের স্রোতে ভেসে যায় অজানা গন্তব্যে। হারিয়ে যায় জীবনের প্রিয় মানুষ গুলি। হৃদয়ে ঝড় তোলা এ ভালবাসা ছড়িয়ে পড়েছিল গাছের ছালে, চিটিতে, বইয়ের পাতায়, টাকার নোটে, বাথরুমের দেয়ালে ও তালা চাবিতে। হারিয়ে যাওয়া ভালবাসার সুতীব্র বহিপ্রকাশ তো মিথ্যে নয়। শৈশবের সেই এক ঝলকের ভুবন ভোলানো হাসি দেখে যে অনুভুতি হয়েছিল তাও মিথ্যে নয়। যৌবনের থরথর হৃদয়ে ভালবাসার প্রথম প্রকাশ যে কাঁপা কাঁপা ঠোঁট ফুড়ে স্বশব্দে বেরিয়ে এসেছিল, তাও তো মিথ্যে নয়। মানুষে মানুষে অনুভূতির মায়াজালে, কি এক তীব্রতা। পেলে মনে হয় কি এক ভরাট অনুভূতি, না পেলেই যেন অসীম শুন্যতা।
Expression of love on bamboo trees in Adelaide Botanical Gardens in South Australia
Expression of love on locks at the University of Adelaide bridge on the River Torrents
Love writing on the wall of toilet
Expression of love on 10 Taka note
৩০ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১:১৮
মোঃ জুলকার নাঈন বলেছেন: ধন্যবাদ শায়মা। এক সময়, আপনার লেখা রেগুলার পড়তাম। ভাল থাকবেন।
২| ২৭ শে এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৭:৪০
মিরোরডডল বলেছেন:
Adelaide গিয়েছিলাম, পরিচ্ছন্ন সাজানো সুন্দর একটা শহর।
"City of Churches"।
২০২১ শে বিশ্বের 3য় সবচেয়ে বাসযোগ্য শহর হয়েছে।
আচ্ছা আমি কি ঠিক দেখছি?
টাকার মাঝে ওটা কি লেখা আছে, সুমিকে না পেলে আমি কি খাবো?
পোষ্ট লেখক কি কখনও এরকম কিছু কোথাও লিখেছিলো?
০১ লা মে, ২০২৪ সকাল ৭:২৮
মোঃ জুলকার নাঈন বলেছেন: মিরোরডডল- ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। জি Adelaide খুব চমৎকার একটি ছোট শহর, রংপুরের পর আমার দ্বীতিয় প্রিয় শহর এটি।
প্রিয় মানুষকে নতুন ২ টাকা বা ৫ টাকার নোট গিফ্ট করার অভ্যাস ছিল। সেখানে এরকম কিছু হয়ত লেখা ছিল। সবই হরমোনাল।
৩| ২৭ শে এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৭:৫১
কামাল১৮ বলেছেন: সৈয়দ শামসুল হকের একটি উপন্যাসের নাম আসে লঞ্চের টয়লেটের এমন অকটি লেখা থেকে।’খেলারাম খেলে যা।’
০১ লা মে, ২০২৪ সকাল ৭:২৯
মোঃ জুলকার নাঈন বলেছেন: ধন্যবাদ কামাল১৮ আপনার আপনার মন্তব্যের জন্য। ভাল থাকবেন।
৪| ২৭ শে এপ্রিল, ২০২৪ রাত ৯:৪৬
মোহাম্মদ তারিকুল ইসলাম বলেছেন: @মিরোরডডল আপাঃ ওখানে লেখা 'সুমিকে না পেলে আমি বিষ খাবো'। কেউ 'বিষ' শব্দটা কালি দিয়ে ঢেকে দেয়ার চেষ্টা করেছিলেন।
৫| ২৭ শে এপ্রিল, ২০২৪ রাত ১০:১১
মিরোরডডল বলেছেন:
@মোহাম্মদ তারিকুল ইসলাম বলেছেন:
থ্যাংক ইউ সো মাচ, now it makes sense.
আহারে কি জটিল প্রেম!!
৬| ২৭ শে এপ্রিল, ২০২৪ রাত ১০:২০
মিরোরডডল বলেছেন:
@তারিকুল
১৩ বছর ১১ মাস এতো দীর্ঘ সময় ব্লগে কিন্তু কোন পোষ্ট নেই কেনো?
মন্তব্যও মাত্র ৮ টা।
চেষ্টা করবে একটিভ থাকতে, তাহলে পোষ্ট না দিলেও মন্তব্যে প্রতিমন্তব্যে একে অপরকে জানার সুযোগ হয়।
৭| ২৮ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১:৫৩
মোহাম্মদ তারিকুল ইসলাম বলেছেন: @ মিরোরডল আপাঃ inshaAllah. চেষ্টা করব। পেশাগত ব্যস্ততার জন্য লেখার সময় হয়ে ওঠে না; তবে deep learning নিয়ে
ব্লগে লেখার ইচ্ছা আছে একসময়।
©somewhere in net ltd.
১| ২৭ শে এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৬:৪৫
শায়মা বলেছেন: আহারে কি কষ্ট লাগছে দেখে।