নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

DEATH IS BETTER THAN DISGRACE

রসায়ন

রসায়ন › বিস্তারিত পোস্টঃ

আমার প্রেমের গল্প B:-/

০৯ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:১২

পটভূমিটা বলে দিই,
সাইন্স ল্যাবরেটরি ওভার ব্রিজ থেকে নেমেই চোখ পড়লো দূরে যেখানে দেখলাম এক ললনা আমার দিকে তাকিয়ে আছেন অপলক নেত্রে , বাকিটা জানতে চাইলে কবিতাটা পড়তে হবে X(

বাস থেকে নেমেই চোখ চলে গেল দুরপানে,
এক অপ্সরী তাকিয়ে এদিকে তার নীল নয়নে ।
অপলক দৃষ্টি তার , পড়েনা চোখের পাতা,
এবার কিছু হবেই বটে ভেবে দিলাম তার পানে হাটা ।
ঘুরবো শহর , যাবো সাগরে তার হাতটি ধরে,
উড়বো আমি আকাশ পানে , পৃথিবী যাবে নড়ে;
রিকশায় বসে বাদাম চিবিয়ে , শুনবো তার কথা,
তার জন্য ভাঙবো আমি যত রীতি নীতি আর প্রথা।
দ্রুত পায়ে এগিয়ে যাচ্ছি , ভয়ে কাঁপছে পিলে;
মনের আকাশটা ফেলেছি রাঙিয়ে তার চোখের ওই নীলে !
যাচ্ছি যতই সামনে এগিয়ে বুক চেপেছে ভয়,
হাঁটার গতি দিলাম বাড়িয়ে পাছে তাকে হারাতে হয় !
মন জানালায় উঁকি দিচ্ছে মেঘের শহরের কল্পনা,
এ ভালোবাসা তো চির সত্য ,কোন সিনেমার গল্প না ;
যদি কেউ কখনো ঝরায় তার একফোঁটা চোখের জল,
রণসাজে তীব্র আঘাতে করবো তাকে প্রাণহীন নিশ্চল !
ভাবতে ভাবতেই পৌঁছে গেলাম তার অবস্থান পাশে,
একি হায় কালো মেঘ জমাট বেঁধে গেল মনের নীলাকাশে !!!
মানুষ তো নয় সে যে আসলে দোকানে রাখা ডামি ;
একে দেখেই কিনা প্রেমে পড়লাম কি বোকাই না আমি !
ভগ্ন হৃদয়ে , ক্লান্ত দেহে চোখের জলে ভেসে;
ভাবলাম আমি করলামটা কি হঠাৎ তোমায় ভালবেসে ?
ভালোবাসা সেতো দূর মরীচিকা দেবে না কখনো ধরা !
বাড়ির ছেলে বাড়ি ফিরে যাই , এই ভেবে দিলাম উল্টো ঘোরা :``>> ।।


মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:১৬

মোস্তফা সোহেল বলেছেন: এ দেখি মজার প্রেমের গল্প।

০৯ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০৬

রসায়ন বলেছেন: প্রেম আর হলো কই

২| ০৯ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৫০

কামরুননাহার কলি বলেছেন: হাহাহাহহা মজার।
তবে শেষটা কি হলো বুঝলাম না। কোথায হারিয়ে গেলো সে।

০৯ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০৭

রসায়ন বলেছেন: ধইন্যাপাতা । সেতো মানুষই না । পুতুল বা ডামি । দোকানের জামা কাপড় প্রদর্শন করার জন্য যেসব ব্যবহার করা হয় ওসব আর কি ।

৩| ০৯ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:০৩

তারেক ফাহিম বলেছেন: :P =p~ 8-|

০৯ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০৭

রসায়ন বলেছেন: হে হে

৪| ০৯ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৪

আটলান্টিক বলেছেন: হা হা হা হা হা :) :) :)

০৯ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০৮

রসায়ন বলেছেন: হে হে হে হে !

৫| ০৯ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩৯

তারেক_মাহমুদ বলেছেন: ব্যাপার না ভবিষ্যতে হবে

০৯ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১০

রসায়ন বলেছেন: দেখা যাক ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.