নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জনৈক নেতা রসায়ন সাহেব কোন এক কাল্পনিক সভায় জনতার উদ্দেশ্যে ভাষণ প্রদান করিতেছিলেন । আসুন পড়ি উহা
জোরে জোরে,
জনতার নেতা রসায়ন সাহেব চিন্তা করিলেন সবে,
জীবনটা এবার দিয়াই দেই এই মানবতরে ।
আপনারা আমার ভ্রাতা হোন আমি কিসের নেতা,
আমার সংগ্রাম আপনাদের তরে ইহাই সত্যি কথা ।
মনে মনে,
তোমাদের তরে জীবন দেব ভাবলে কিসের তরে ?
ইলেকশনে জিতিয়া লই , তখন পালাইবো আপন ঘরে !
কিসের ভ্রাতা কিসের কি , আমি হলাম নেতা ;
আত্মউন্নয়ন মূল লক্ষ্য , এটাই সত্যি কথা !
জোরে জোরে ,
নির্বাচনে তব জিতিয়া লই , সবাইকে দেবো বানাইয়া ঘর ,
মাদক সন্ত্রাস আর চাঁদাবাজির বিরুদ্ধে চালাইব ধর পাকড় ।
মনে মনে,
নিজের বাড়িটা সবার আগে বানাইবো বহুতল,
সামনে থাকিবে লাগোয়া বাগান আর ফোয়ারার নীল জল;
ক্যাডার বাহিনী পুষিব আমি , হইবো বড় ভাই,
বাড়ি হোক বা রাস্তা সবখানেই আমার ১০% চাই !
জোরে জোরে,
শিক্ষার আলো ছড়াইয়া দেবো , গড়িব বিদ্যালয়;
মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে তব চালাইব মহাপ্রলয়,
নদী আর খাল বিলের উপর বানাইবো ব্রিজ কালভার্ট আর পুল ;
ব্যাগ কাঁধে বাচ্চারা তখন যাইতে পারিবে ইশকুল ।
মনে মনে,
খাইয়া দাইয়া তবে কি মোর কাম কাজ নাহি আর,
বিদ্যালয় গড়িয়া করিব কি নিজ ভবিষ্যত ছারখার !
থাকো মোর জনতা ওই ব্রিজ কালভার্টের আশে ;
জিতার পরও পার হইবা নদী , দিয়া সাঁকোর ওই বাঁশে !
জোরে জোরে,
যুবাদের জন্য কাজ দিবো কেহ থাকিবে না বেকার,
এমন যুগে আমার মত লোক পাইবে কোথা আর !
স্বাস্থ্যসেবা পৌছাইয়া দেবো জনতার দোর গোড়ায়,
ভালোবাসা আমার জনতার প্রতি প্রকাশ করিব ফুল তোড়ায় !
মনে মনে,
দলীয় ছেলেরা কাজ করিবে বাকিরা যাক গোল্লায়;
আমার ক্যাডাররা রাজত্ব করিবে প্রতি পাড়া মহল্লায়;
স্বাস্থ্যসেবার গুষ্টি মারি নিজে ভালো থাকিলেই হয়,
জনতার খেতা পুরি, নিজেকে আমি ভালো রাখিব এই আমার প্রত্যয় ।
অতঃপর,
হঠাৎ করিয়া আকাশের বুকে জমিল মেঘের সাজ;
দৃম করিয়া মঞ্চের উপর পড়িল মেঘের বাজ !
নেতা সাহেব পাইয়াছেন অক্কা একি হইল তবে !
দুর্নীতিবাজরা এভাবেই হারাইয়া যায় খোদারই গজবে !
১৩ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:০৮
রসায়ন বলেছেন: ধন্যবাদ
২| ১২ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:১৩
সাদা মনের মানুষ বলেছেন: এমন ঠাডা পইরা দূর্নীতিবাজ মইরা গেলে তো দেশে আর নেতাই পাওয়া যাইবো না.......... হে হে হে, কোবতে কম খারাপ না
১৩ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:০৯
রসায়ন বলেছেন: হে হে
৩| ১২ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:১৯
আটলান্টিক বলেছেন: হা হা হা মজা পেলাম পড়ে।শিরোনামে "রম্য" যোগ করলে আরো ভাল হতো
১৩ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:০৯
রসায়ন বলেছেন: রম্য দিলেও দেয়া যায় বটে । ধন্যবাদ আপনাকে
৪| ১২ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:২১
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: লেজেন্ডারি কোবতে লিখিয়াছেন ভাই ! ছাত্রনেতা-পাতিনেতা, ভন্ড নেতা সব মরুক খোদার গজবে।
১৩ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:১০
রসায়ন বলেছেন: হুম মরুক ।
৫| ১৩ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:১৫
আমি তনুর ভাই বলেছেন:
১৩ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:১০
রসায়ন বলেছেন: ওয়াও
©somewhere in net ltd.
১| ১২ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:০৮
শাহিন-৯৯ বলেছেন: শেষের পরিণত যত সব বদমায়েশ রাঘোব-বোয়ালদের তবে সত্যি খুব ভাল হত।
আপনার কবিতায় বর্তমান দেশের নেতাদের চরিত্র সুন্দর সবলীলভাবে উপস্থাপিত হয়েছে।