নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিয়ে করার আগে মানুষ কত কিছুই না বাছ বিচার করে..... আগের যুগে তো হেঁটে দেখাতে হতো , গান গাইতে হতো আবার ধর্মীয় পুস্তক পাঠ করতে পারে কিনা সেটাও যাচাই করা হতো তবে বর্তমানে যেসব দেখছি তাহলো,
পাত্র বা পাত্রী কি করে , কোথায় পড়াশোনা করেছিল বা করছে , আয় কতো , হোম টাউন কই , ঢাকায় বা শহরে থাকে কিনা , সম্পত্তি কত !!!! আরো হাবিজাবি !
কিন্তু আসল যে জিনিসটা চেক করা দরকার সেটাই চেক করে না অনেকেই !!!
সেটা হলো ব্লাড ও হেলথ চেক !!! এছাড়া ইন্টার ব্লাড রিলেশন বিয়ে ।
ব্লাড বা রক্ত পরীক্ষা করে বিয়ে করা ফরজ । রক্ত পরীক্ষা করলে নিশ্চিত হওয়া যায় কোন রোগ যেমন এইডস আছে কিনা কিংবা ব্লাড গ্রূপ এর হিসেব নিকেশ যেটা অনেক মেজর একটা ইস্যু। সেইম ব্লাড গ্রূপের রেসাস নেগেটিভ(Rh-) পাত্রী আর রেসাস পজিটিভ(Rh+) পাত্রের বিয়ে হলে সন্তান জন্মের সময় জটিলতার শিকার হতে পারেন। এছাড়া রক্ত পরীক্ষার মাধ্যমে কোন STD(Sexually Transmitted Disease) জনিত প্রবেলম আছে কিনা সেটাও জানা যায়। তাই ব্লাড টেস্ট অতি গুরুত্বপূর্ণ।
হেলথ চেক জরুরি কেননা, হেলথ চেক করে ফার্টিলিটি জানা যায় এছাড়া কোন ধরণের শারীরিক সমস্যা থাকলে সেটাও জানা যায় । বৈবাহিক জীবনের জন্য এ ব্যাপারগুলো গুরুত্বপূর্ণ অনেক।
আরেকটি ইস্যু হলো ইন্টারব্লাড রিলেশনশিপ বা সোজা বাংলায় কাজিন ম্যারেজ আরো স্পেসিফিকলি বললে প্রথম সন্তানদের ভিতর বিয়ে। মানে হলো পাত্র ও পাত্রী উভয়েই তাদের নিজ নিজ পিতামাতার প্রথম সন্তান। এক্ষেত্রে যে প্রবলেমটা হয় সেটা হলো, প্রথম সন্তানের ভিতর বাবা মায়ের অনেক বৈশিষ্ট্যের জিন প্রকট থাকে । যেমন ধরা যাক ডায়াবেটিস কিংবা শ্রবণ প্রতিবন্ধীতা।
যেমন উদাহরণ দিয়ে যদি বলি , দাদার ছিলো ডায়াবেটিস । তার পুত্র ও কন্যার উভয়ের ভিতর ডায়াবেটিস এর জিন ট্রান্সফার হলো এবং পুত্রেরটা হলো প্রকট আর মেয়েরটা প্রচ্ছন্ন । এখন তাদের সন্তান অর্থাৎ ফুফাত-মামাত ভাইবোনদের(উভয়েই প্রথম সন্তান হলে)যদি বিয়ে হয় তবে বাবা মায়ের থেকে পাত্র বা পাত্রীর একজনের দেহে ডায়াবেটিস এর প্রকট জিন ট্রান্সফার হওয়ার সমূহ সম্ভাবনা থাকে এবং তাই যদি হয় তবে সন্তান জন্মদানের সময় বা পরে ওইসব জেনেটিক্যাল ডিসঅর্ডারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুব বেশি । যদিও মাত্র শতকরা ৮% এর মত ক্ষেত্রে এই ঘটনা ঘটতে পারে।
ঠিক এই কারণে , চীনে ফার্স্ট কাজিনদের ভিতর বিয়ে নিষিদ্ধ ।
মার্কিন যুক্তরাষ্ট্রের ৫০ টি রাজ্যের ভিতর ২৫ টি রাজ্যে ফার্স্ট কাজিনদের ভিতর বিয়ে নিষিদ্ধ ।
আর হিন্দু ধর্মে তো কাজিন ম্যারিজ পুরোটাই নিষিদ্ধ ।
অতএব , বিয়ে করার আগে অদ্ভুত সব জিনিস নিয়ে মাথা না ঘামিয়ে আসল জিনিসগুলো নিয়ে ভাবুন ।
বিশেষ ঘোষণা , আমি চিকিৎসক নই । আপনারা বিষয়গুলো ক্লারিফাই করতে চিকিৎসক এর শরণাপন্ন হতে পারেন। ইন্টারনেটও ঘেঁটে কিছুটা ক্লিয়ার হতে পারেন।
১৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩২
রসায়ন বলেছেন: ঠিক বলেছেন । একই সাথে এটি বিপজ্জনক ও ।
২| ১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৪
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ঘুরে আসুনঃ তাসলিমা ম্যারেজ মিডিয়া।
১৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩২
রসায়ন বলেছেন: ঘুরে আসলাম.......
৩| ১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:০১
কাওসার চৌধুরী বলেছেন:
গুরুত্বপূর্ণ পোস্ট। ভাল লাগলো।
১৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩২
রসায়ন বলেছেন: ধন্যবাদ ।
৪| ১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৩১
চাঁদগাজী বলেছেন:
বিয়ের আগে কমপক্ষে চাকুরী ধরার দরকার, কিংবা ব্যবসা করে আয় করার দরকার।
১৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩৪
রসায়ন বলেছেন: হুম , টাকা পয়সা ছাড়া বিয়ে করলে সংসার চালানো অসম্ভব তবে ঘর জামাই হলে ভিন্ন কথা !
৫| ১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:১৩
জুনায়েদ বি রাহমান বলেছেন: সচেতনতামূলক পোস্ট। ধন্যবাদ।
১৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩৪
রসায়ন বলেছেন: সচেতন হলেই স্বার্থকতা আমার ।
৬| ১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৩:৪৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: খুবই জরুরী। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এসব নিয়ে কথা উঠাতে গেলেই সন্দেহ শুরু হয়। যদি সবার মধ্যে সচেতনতা আসে তাহলে একদিন এগুলো সাধারণ ব্যপার হবে...
১৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩৫
রসায়ন বলেছেন: সেটাই। আমাদের এগিয়ে আসতে হবে মানুষকে এসব নিয়ে অবহিত করার জন্য ।
৭| ১৯ শে এপ্রিল, ২০১৮ ভোর ৫:৫৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সবার আগে দরকার কর্মসংস্থান। বাকিটা খুব একটি কঠিন ব্যাপার নহে।
১৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩৬
রসায়ন বলেছেন: কাজ তো দরকার বটেই তবে এইসব জিনিসও পরীক্ষা করা দরকার ।
৮| ১৯ শে এপ্রিল, ২০১৮ ভোর ৬:৫৩
তারেক_মাহমুদ বলেছেন: আমি চোখের সামনে কাজিন ম্যারেজের শিকার একটি ফ্যামিলিকে দেখছি যাদের চারটি বাচ্চার মধ্যে ২টি প্রতিবন্ধী। তাই কাজিন ম্যারেজ থেকে বিরত থাকা উচিৎ।
১৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩৭
রসায়ন বলেছেন: আমার আপন ফুফাত ভাই এর শিকার। কাজিন বিয়ে করেছিল । তার প্রথম বাচ্চা ডেড দ্বিতীয়টা প্রতিবন্ধী হয়ে জন্ম নিয়ে দুই বছর পর মারা যায় । এখন ডাক্তার আর তাদের বাচ্চা নিতেই নিষেধ করে কারণ এতে মায়ের প্রাণ হারানোর শঙ্কা ।
৯| ১৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ৭:৪৬
সৈয়দ তাজুল বলেছেন: বিষয়টা গুরুত্বপূর্ণ বটে। তবে এটা ইন্টার ক্লাসের আগেই জানা হয়ে থাকে; অনেকের আবার নাও বটে।
১৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩৮
রসায়ন বলেছেন: জেনে নেয়াটাই বুদ্ধিমানের কাজ।
১০| ১৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:৫৫
ক্স বলেছেন: কাজিনরা বিয়ের কথা ভাবে কি করে? আমার কাজিনরা যদিও পর্দা করে, কিন্তু তাদের কাউকে নিজের বোনের চেয়ে কম কিছু ভাবতে ইচ্ছে করেনা। নিজের বোনের জন্য যা করি, তাদের জন্য তার চেয়ে কম কিছু করিনা।
১৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩৯
রসায়ন বলেছেন: হুম সেটাই । হিন্দু ধর্মে এই প্র্যাকটিস আছে । কাজিনকে ওরা ভাইবোন ভাবে । বিয়ে করা অবৈধ ।
১১| ১৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪০
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কাজিনদের বিয়ে নিষিদ্ধ করা দরকার।
১৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৩০
রসায়ন বলেছেন: করলে ভালো হয় । অন্ততঃ ফার্স্ট কাজিন তো বটেই।
১২| ১৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫৪
রাজীব নুর বলেছেন: বিয়ের আগে মেডিকেল জরুরী না।
ছেলেটা ভালো কিনা/ মেয়েটা ভালো কিনা। তারা নেশা করে কিনা? উড়নচন্ডী টাইপ কিনা, সাংসারিক কিনা, রুচিশীল কিনা এইসব বিষয়ে নজর দেওয়া দরকার।
১৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৩১
রসায়ন বলেছেন: দুটোই ইম্পরট্যান্ট
১৩| ১৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:২৪
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আমাদের দেশে বিয়ের আগে এসব মেডিক্যাল চেকআপের ব্যাপারটা খুব কঠিন।
১৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৩১
রসায়ন বলেছেন: আমাদেরই এটার প্রচলন করতে হবে ।
১৪| ১৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৪৪
সোহাগ তানভীর সাকিব বলেছেন: গুরুত্বপূর্ণ পরামর্শ।
১৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৩১
রসায়ন বলেছেন: ধন্যবাদ
১৫| ১৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৫৬
টারজান০০০০৭ বলেছেন: বিয়ের আগে চেকলিস্ট বানাইয়া মিলাইতে চাহিলে বিয়ে নিজেই পলাইয়া পশ্চিমা দেশে চলিয়া যাইবে !
ফার্স্ট কাজিন বিবাহ যদি এতই ক্ষতিকর হইত তাহা হইলে আল্লাহ নিজেই উহা নিষিদ্ধ করিতেন, মাহরামের লিস্টে উহা অন্তর্ভুক্ত করিতেন। আল্লাহতায়ালা যেহেতু নিষিদ্ধ করেন নাই , উহা ক্ষতিকর হইতেই পারে না।
যাহারা ফার্স্ট কাজিন বিবাহের ক্ষতির কথা উল্লেখ করিতেছেন, তাহাদের উদ্দেশ্যে বলা যায়, ১৪০০ বছর ধরিয়া মুসলমানদের মধ্যে ইহা চলিয়া আসিতেছে। ইহাতে উল্লেখযোগ্য সমস্যা হইয়াছে বলিয়া জানা যায় না ! আর ব্যাতিক্রম কখনো উদাহরণ হইতে পারে না। বরং আমি এমন উদাহরণ দিতে পারি, খোদ উপমহাদেশেই এমন কিছু পরিবার আছে যাহাদের বিবাহ ফার্স্ট কাজিনদের বাহিরে হয়ই না। তাহাদের বুদ্ধিমত্তা, জ্ঞান, প্রজ্ঞা, শরাফত প্রবাদতুল্য ! সুতরাং ফার্স্ট কাজিনদের বিবাহ করিলে সন্তান প্রতিবন্ধী হইতে পারে ইহা বিশ্বাসযোগ্য নহে।
১৯ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬
রসায়ন বলেছেন: কাজিন ম্যারিজের কারণে আরব ও পাকিস্তানের কি কন্ডিশন সেটা ইন্টারনেটে একটু খোঁজ নিন আগে। আর বললামই তো রিস্ক হলো ৮% এর মতো । আর পশ্চিমারা, জাপানিরা তো আল্লাহ ও ইসলাম ঘোষিত হারাম খাবার খায় সারাদিন , তাদের গড় আয়ু মুসলিমদের থেকেও বেশি কেন ? হুদাই পেঁচিয়ে লাভ নেই ভাই। ধর্ম ধর্মের জায়গায় থাকুক আর বিজ্ঞান বিজ্ঞানের জায়গায় ।
©somewhere in net ltd.
১| ১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৪২
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: কাজিন ম্যারেজ টা বিরক্তিকর যথেষ্ট।