নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তফাৎ
শ্রীজাত
সব সাজানো| মিথ্যে কথা।
সব চরিত্র কাল্পনিক।
ওপার থেকে একই দেখায়
যাদবপুর আর শালবনি।
কীসের দাবি, সঠিক কিনা
হতেই পারত অন্যথা।
তার বদলে গা-জোয়ারি।
তর্ক ছেড়ে বন্যতা।
অলিন্দ এক। রং পাল্টায়
বাহিরে আর অন্দরে
ক্ষমতা সেই লোহার চাকু
না-চমকালেই জং ধরে।
সব সাজানো। মিথ্যে কথা।
আমী জানি সত্যিটা।
হাড় ভেঙে যাক অন্ধকারে
নিটোল থাকুক বক্তৃতা।
বানায় কারা নিয়ম কানুন
শানায় কারা আক্রমণ
শরীর যদি ভাঙল তবু
সজাগ হয়েই থাকল মন।
হয় যদি হোক আবার চাবুক
যায় যদি যাক লোক ভেসে
তবুও মুঠো শক্ত হবেই
গর্জে ওঠার অভ্যেসে।
মানুষ থেকেই মানুষ আসে
বিরুদ্ধতার ভিড় বাড়ায়
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
১৯ শে জুলাই, ২০১৮ রাত ৯:৩৫
রসায়ন বলেছেন: নিঃসন্দেহে ।
২| ১৯ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৫৯
ঋতো আহমেদ বলেছেন: এই সময়ের অন্যতম প্রধান কবি শ্রীজাত। এই কবিতাটি অসাধারণ।++
১৯ শে জুলাই, ২০১৮ রাত ৯:৩৫
রসায়ন বলেছেন: একদম ঠিক বলেছেন ।
৩| ১৯ শে জুলাই, ২০১৮ সকাল ১০:১৭
কাইকর বলেছেন: চমৎকার কবিতা ।+++
১৯ শে জুলাই, ২০১৮ রাত ৯:৩৬
রসায়ন বলেছেন: আমিও তাই মনে করি । শুভেচ্ছা নেবেন ।
৪| ১৯ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৪৫
পদাতিক চৌধুরি বলেছেন: শ্রীজাততো ভালো লেখে, সমস্যা হল গত পঞ্চায়েত নির্বাচনে শাসকদলের নির্বাচনী বিজ্ঞাপনে গলা মেলানো প্রসঙ্গে ওনার সরল উত্তর ছিলো, আমি কবি মানুষ, দুটো পয়সার জন্য লিখি। সরকার আমাকে প্রয়োজনবোধ করলে আমি আমার স্বার্থটা বুঝি। কাজেই কবিদের সুন্দর সুন্দর কথাগুলি কেবল কাব্য হয়েই রয়ে যাবে। আমরা এর বেশি আশা করবোনা ।
অনেক শুভকামনা প্রিয় রসায়ন ভাই।
১৯ শে জুলাই, ২০১৮ রাত ৯:৩৭
রসায়ন বলেছেন: আপনার জন্যও শুভকামনা । কবিরা বেঁচে থাক ।
৫| ১৯ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৩৬
সিগন্যাস বলেছেন: বলুন তো ঢাকার পানি আর সিলেটের পানির মধ্যে পার্থক্য কি?
১৯ শে জুলাই, ২০১৮ রাত ৯:৩৭
রসায়ন বলেছেন: জানা নাই ভাই । এটা কি জোকস ছিল ?
৬| ১৯ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:২১
ঋতো আহমেদ বলেছেন: @পদাতিক চৌধুরি : চাঁদগাজী uncle এর মতো বলতে হচ্ছে- কবি ও কবিতা বিষয়ে আপনার ধ্যানধারনায় মৌলিক কোনো সমস্যা আছে
১৯ শে জুলাই, ২০১৮ রাত ৯:৩৮
রসায়ন বলেছেন: হে হে
৭| ১৯ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:২৯
ফেনা বলেছেন: চমতকার লাগল+
১৯ শে জুলাই, ২০১৮ রাত ৯:৩৮
রসায়ন বলেছেন: চমৎকার লাগারই কথা , অনেক ধন্যবাদ আমার ব্লগে মন্তব্য করার জন্য ।
©somewhere in net ltd.
১| ১৯ শে জুলাই, ২০১৮ সকাল ৯:২২
রাজীব নুর বলেছেন: অসাধারন কবিতা পড়লাম।