নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঢাকার এককালের মাদক ব্যবসায়ী ও দুর্ধর্ষ শীর্ষ সন্ত্রাসী ছিল পিচ্চি হান্নান । খুন করা ছিল তার কাছে মুরগি জবাই করার মতো কাজ । এটা ছাড়াও মাদক, অস্ত্র , চোরাকারবারী, চাঁদাবাজি , অপহরণ, হুমকি এমন কোন অপরাধ নেই যেটা সে ও তার দল করতো না ।
এই পিচ্চি হান্নানের ভয়ে উত্তরা ও কারওয়ান বাজার এরিয়ার মানুষের ঘুম হারাম ছিল ।
২০০৪ সালে RAB এর সাথে গোলাগুলির সময়ে ক্রসফায়ারে নিহত হয় সে । সে নিহত হওয়ার পর ঢাকার লোকজন মিষ্টি বিতরণ ও উল্লাস করলেও শোকের ঝড় বয়ে যায় তার জন্মস্থান চাঁদপুরে তার গ্রামে ! এই পিচ্চি হান্নান ঢাকায় সন্ত্রাসী হলেও তার এলাকায় ছিল দানবীর । তার গ্রামের লোকেদের আর্থিক সাহায্য, বিয়েতে টাকা পয়সা দান, অন্যান্য যত ভাবে পারা যায় সাহায্য সহযোগিতা করতো সে । মানে ঢাকায় সে শীর্ষ সন্ত্রাসী আর তার গ্রামের বাড়িতে হাতেম তাই !
তো পিচ্চি হান্নান মরার পরে তার গ্রামবাসীরা শোকে মুহ্যমান হয়ে পরে, বিরাট মিলাদ হয় তার জন্য এছাড়া আরো অনেক হা হুতাশ করে তার গ্রামের লোকজন ।
উদাহরণটা সন্ত্রাসীর জীবন থেকে হলেও শিক্ষাটা আমার কাছে খুবই ভালো লেগেছে ।
কখোনই নিজের এলাকার বা নিজের রুট(root) এরিয়ার লোকজনকে শত্রু বানানো যাবে না । তাদের সাপোর্ট অনেক বেশি দরকার সবার । আমরা যে যেখানে আছি ওখানের কারো সাথে আমাদের গ্যাঞ্জাম থাকবে না, সবার সাথে সৌহার্দ্য থাকবে । কারণ বিপদ হলে এরাই সবার আগে এগিয়ে আসবে , আর তাদের সাথে খারাপ কিছু করলে বিপদে পড়লে বা এমনিও তারাই সবচেয়ে বড় ক্ষতির কারণ হবে ।
২| ২৫ শে জুলাই, ২০১৮ রাত ১১:৩৫
নীলপরি বলেছেন: এরকম হয়তো এধরণের মানুষেরা হয় ।
৩| ২৬ শে জুলাই, ২০১৮ রাত ১২:০৪
আকিব হাসান জাভেদ বলেছেন: অপরাধীর ও মন আছে , আছে পরিবার। শুধু সংশোধনের সময় নাই ।
৪| ২৬ শে জুলাই, ২০১৮ সকাল ৯:২৯
রাজীব নুর বলেছেন: বিদায় পরিচিতা, আকাশ নিঃসঙ্গ তার কাছে যাই...
©somewhere in net ltd.
১| ২৫ শে জুলাই, ২০১৮ রাত ১১:২৬
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: অনেক ঘুষখোর কর্মকর্তা নিজের এলাকায় অনেক দান খয়রাত, স্কুল, মসজিদ বানায়।