নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

DEATH IS BETTER THAN DISGRACE

রসায়ন

রসায়ন › বিস্তারিত পোস্টঃ

কোরবানির ঈদ ও দরিদ্রপীড়িত দেশ ? | পর্যবেক্ষণ পোস্ট

১৮ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩


এই বছর বাংলাদেশে প্রায় ১ কোটি ১০ লাখেরও বেশি পশু কোরবানি হতে যাচ্ছে । স্টকে আছে আরো বেশি । ক্রাইসিস হওয়ার চান্স নেই । প্রতি বছর এদেশে ২ কোটি ৪০ লাখ পশু জবাই করা হয় যার অর্ধেকই হয় ঈদ উল আজহার সময়ে ।

বাংলাদেশে প্রায় ১৬ কোটি লোক যার ৯০% মুসলিম । বাংলাদেশ হলো একটি উন্নয়নশীল(দরিদ্রই বলা চলে) । কোরবানি সামর্থ্যবানদের জন্য ফরজ । তো কোরবানির পশুর সংখ্যা যা দেখতে পাই তাতে এই দেশকে গরিব বা দরিদ্র পীড়িত বলতে ইচ্ছে করে না।


পৃথিবীর সবচেয়ে বড় মুসলিম প্রধান দেশ হলো ইন্দোনেশিয়া। এর লোকসংখ্যা প্রায় ২৬ কোটি । এদের অর্থনৈতিক অবস্থা আমাদের থেকেও ভালো। এদের বিপুল জনসংখ্যার অধিকাংশই মুসলিম । এই ইন্দোনেশিয়ায় কোরবানির সময়ে ৬ বা ৭ লাখ পশু কোরবানি করা হয়। গত বছরে ওদের ১৪ লাখ পশু রেডি ছিল কোরবানির জন্য ।


সুতরাং আমরা ইন্দোনেশিয়ার চাইতেও বহু গুনে এগিয়ে পশু কোরবানির বেলায় । তার মানে এত টাকা ওয়ালা লোক আছে এদেশে । এই টাকার উৎস কি ? বৈধ হলে অবশ্যই দেশের অবস্থাও আরো অগ্রগতি সম্পন্ন হতো নিশ্চয়ই। কিন্তু তাতো না । তাহলে এত টাকার উৎস বৈধ না অবৈধ ওই প্রশ্ন আমি করতেই পারি ।

ইন্টারনেটে ঘাঁটাঘাঁটি করে যা দেখলাম বাংলাদেশ হলো কোরবানিতে পশু জবাইয়ে বিশ্ব চ্যাম্পিয়ন । ১১.৪ মিলিয়ন(১ কোটি ১৪ লাখ) পশু আর কেউ কোরবানি করতে পারে না । পাকিস্তান আছে দু'নম্বরে , ১০ মিলিয়ন বা প্রায় ১ কোটি পশু কোরবানি দিয়ে ।

এবার যদি ধর্মীয় দৃষ্টিতে বলি,


মুসলিম সম্প্রদায় কি ভুলে যাচ্ছে কোরবানির আসল কথা ও শিক্ষা ?

আল্লাহ দেখেন তাকওয়া বা আল্লাহর প্রতি ঈমান । কে কতগুলো পশু জবাই করলো, কে কতো দামি আর মোটা পশু কোরবানি করলো এসব আল্লাহ দেখেন না । ইভেন তার থেকেও বড় কথা হলো হারাম বা অবৈধভাবে উপার্জিত টাকায় কোরবানি দিলে কোরবানিই কবুল হবে না আল্লাহর কাছে ।


এনিওয়ে, ধর্মীয় বাদেও
আরেকটা ব্যাপার আছে তাহলো, কোরবানির একটা অর্থনৈতিক দিকও আছে । ওটার আলোকে বললে,

এই ১ কোটি ১০ লাখ পশুর এভারেজ দাম যদি হয় ৩০,০০০ টাকা(আরও বেশি হবে কেননা ৪০ লাখের উপরে গরু মহিষ জবাই হয় এদেশে ঈদের সময়ে) তবে পশু ক্রয়ে মোট টাকা দাঁড়ায় প্রায় ৩৩ হাজার কোটি টাকা(৩৩ লিখার পর ১০ টা শূন্য দিলে যা হয়) ডলারে এটা ৪.১২৫ বিলিয়ন ডলারের মতো !!! এটা তো আমার হিসাব । আসলে এই টাকা আরো বেশিই হবে ।

কোরবানি ঈদ উপলক্ষে এই বিপুল টাকা ধনীদের পকেট থেকে বের হয় । এছাড়া পশু পালন, মাংস প্রক্রিয়াকরণ, চামড়া শিল্প এসবে লাখ লাখ লোকের জীবিকা নির্বাহের সুযোগ হয়। এছাড়া অনেকে দরিদ্র পরিবার হয়তো এই ঈদের সময়টাতেই একবার মাংস খাওয়ার সুযোগ পান । দেশের আমিষের চাহিদা পূরণে এটি অনেক ভালো অবদান রাখে নিঃসন্দেহে।



সুতরাং কোরবানির মূল শিক্ষা মেনেই আমরা ইদ উদযাপন করি ।


রেফারেন্স

https://www.bdnews24.com/en/detail/economy/1521543?

https://www.independent.co.uk/news/world/asia/eid-2016-indonesia-slaughtered-600000-animals-one-day-to-celebrate-islamic-holiday-a7244611.html

https://www.geo.tv/latest/114495-Pakistanis-to-sacrifice-over-10-million-animals-this-Eid



মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০১৮ রাত ৮:০০

বাকপ্রবাস বলেছেন: আমরা আসলে ধর্মের চাইতে এটাকে সামাজিক ও উৎসব এর মতো আয়োজন করছি। একটা আনন্দ আনন্দ ভাব আসে। বন্ধ থাকে, খাওয়া দাওয়া হয়।

১৯ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৪৫

রসায়ন বলেছেন: ধর্মীয় উৎসব ধর্মের বিধানমতেই পালন করা প্রয়োজন । তামাশা করলে অন্য উপায়ে করুক।

২| ১৮ ই আগস্ট, ২০১৮ রাত ৮:১৩

আখেনাটেন বলেছেন: কুরবানী এখন শুধু একটি ধর্মীয় উৎসবই নয়। এটি এখন অনেক মানুষের জীবন জীবিকারও উপায় হয়ে গেছে।

ভালো লিখেছেন।

*ইন্দোনেশিয়ার জনসংখ্যা বর্তমানে ২৬ কোটির উপরে।

১৯ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৪৬

রসায়ন বলেছেন: হুম । ইন্দোনেশিয়ায় ২৬ কোটি লোক । পোস্ট এডিট করে দেবো । অনেক ধন্যবাদ ।

৩| ১৮ ই আগস্ট, ২০১৮ রাত ৮:২৭

চাঁদগাজী বলেছেন:


ইহুদীদের গল্পে, একজনের স্বপ্নের কথা ধরে, এভাবে পশু নিধন স্বাভাবিক বিষয় নয়।

১৯ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৪৭

রসায়ন বলেছেন: যেটা আছে নিয়ম ঐভাবে করলেও তো চলে এদেশে তো কোরবানির নামে ফাজলামি শুরু করেছে অনেকে।

৪| ১৮ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৪৬

জাহিদুল হক শোভন বলেছেন: উপযোগী পোষ্ট।

১৯ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৪৭

রসায়ন বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য।

৫| ১৮ ই আগস্ট, ২০১৮ রাত ৯:২৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: যারা ভাববার তাদের যে সময় নেই ভায়া!

দু:খজনক এক অন্ধ অনুকরনপ্রিয়তায় মজে আছি আমরা!
আল্লাহর সন্তুষ্টি কে খোঁজে? মহল্লায় সেকি নাম ডাক!
আর তাদের সকল কর্মকে উপহাস করে মৃত প্রানিটি জিভে কামড় দিয়ে!
তাদের মূর্খতায়, অন্যায়ে, অপব্যায়ে, অহমিকায় লজ্জ্বায় যেন প্রাণ যেতে যেতও জিভ কমড়ে থাকে!

+++

১৯ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৪৯

রসায়ন বলেছেন: অনেক দারুন একটি মন্তব্য করেছেন । মানুষ এখন ঈদকে ধর্মীয় ভাবে পালন না করে শুধু উৎসবই ভেবে নিয়েছে ।

৬| ১৯ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৫২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: হজ্জ্ব, কোরবানী, জাকাত - এগুলো ঠিক মত ইসলাম সম্মত ভাবে করলে দেশের অভাব অনেক কমে যেত...

১৯ শে আগস্ট, ২০১৮ রাত ১:৪৯

রসায়ন বলেছেন: সেটাই । মানুষ এখন নিজের ইচ্ছেমতো ইসলাম ধর্ম পালন করছে ।

৭| ১৯ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৪৯

রাজীব নুর বলেছেন: রেফারেন্স এর লিংক সুন্দরভাবে দেন।

১৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪৮

রসায়ন বলেছেন: পরবর্তীতে মাথায় থাকবে।

৮| ১৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:০৫

হাঙ্গামা বলেছেন: এই কোরবানি নিয়া আমার কোন মাথা ব্যথাই নাই। একটা ওয়াজিবে ঘাটতি পড়ে বোধ হয়।
সামর্থ্য সব সময় সমান ও হয় না। আমার আপাতত দুঃশ্চিন্তা ফজরের নামাজ নিয়া। এই নামায কাযা পড়া লাগে প্রতিদিন। উঠতে পারি না।
সবাই বড় বড় গুরু কোরবানি দিতে থাকুক। আমি তামাশা দেখি।

১৯ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১২

রসায়ন বলেছেন: দারুন বলেছেন । মানুষ এখন আসল বাদ দিয়ে সাপ্লিমেন্টারি ইবাদত নিয়ে তাও নিজের মন মতো পালন করতে ব্যস্ত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.