নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

DEATH IS BETTER THAN DISGRACE

রসায়ন

রসায়ন › বিস্তারিত পোস্টঃ

টিভি চ্যানেলে এসব কি, রিপোর্ট করে কি আর নিজেরা করে কি । মতামত পোস্ট

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৩

গতরাত ০৩:৩০ এর দিকে কি মনে করে যেন টিভিটা অন করলাম । আমি টিভি দেখি খুব কম । তো আব্বুই প্রায় সময় টিভি দেখে । যার বেশিরভাগ সময়েই খবরের চ্যানেল ।

তো একটা বাংলাদেশী নিউজ চ্যানেলে টিভিটা টিউনড ছিল । বিজ্ঞাপন চলছিল । কিসের বিজ্ঞাপন ?

বাবার বিজ্ঞাপন !!! জাদুকরী তান্ত্রিক হুজুর বাবা এরা । তাবিজ কবজ মন্ত্র তদবির এসব করে মানুষের যেকোনো সমস্যার সমাধান করে তারা !!! লটারি জেতা, প্রেমে সাফল্য, অবাধ্যতা রোধ, ব্যবসার উন্নতি এসব হাবিজাবি জিনিস ছাড়াও যেসব রোগের চিকিৎসা মেডিকেল সায়েন্স এখনো বের করতে পারেনি সেটারও প্রতিকার আছে তাদের কাছে !


অবাক হলাম এটা দেখে যে নিউজ চ্যানেল কিনা অনুসন্ধানি অনুষ্ঠানে ও এমনি রিপোর্টে বিভিন্ন মাজার, বাবা, তাবিজ, তদবির এরকম প্রতারকদের ব্যাপারে অনুসন্ধানি প্রতিবেদন করে তারাই এখন রাতের বেলায় এসব বাবাদের ও তাদের দরবার/প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন করছে !!!

শুধু এটাই না, রিমোট দিয়ে চ্যানেল পরিবর্তন করে দেখা যায় মাঝ রাতে প্রায় সকল বেসরকারি বাংলাদেশি চ্যানেলে ইভেন বিদেশি সাইন্স এন্ড টেকনোলজি রিলেটেড চ্যানেল গুলোয় যেমন National Geographic, Discovery, History, Animal Planet ইত্যাদি চ্যানেলে এসব বাবা, সাধু, দরবার, রত্ন পাথর, লকেট, তাবিজ-কবজ, আবোল তাবোল কোম্পানির ফেয়ারনেস ক্রিম , যৌন ওষুধ , মোটাতাজা করার ওষুধ এসবের বিজ্ঞাপন দেখায় !


কিরকম একটা ভয়াবহ ব্যাপার এগুলো । যে মিডিয়ার কাজ মানুষকে সচেতন করা তারাই কিনা টাকার জন্য এসব উদ্ভট আর ভণ্ডামির পক্ষে কাজ করে চলেছে

যতটুকু জানি এবং নিজেও দেখেছি বাংলাদেশের রাষ্ট্রীয় টিভি চ্যানেলের অর্থাৎ বিটিভির(BTV) একটা বিজ্ঞপন নীতিমালা আছে । তারা এসব বাবা টাবা, তাবিজ কবজ, পাথর লকেট, ঝাড়ফুঁক এরকম বিজ্ঞাপন প্রচার করে না । বেসরকারি টিভি চ্যানেল এর ক্ষেত্রে এমন কিছু নেই । তাই দ্রুতই এইরকম নীতিমালা অন্যসব বেসরকারি চ্যানেলের জন্যও করা দরকার ।


যেহেতু কোটি কোটি দর্শক এসব চ্যানেল তথা বিজ্ঞাপন দেখে কাজেই এসব ভন্ড আবোল তাবোল জিনিস যাতে মিডিয়ার মাধ্যমে সমাজে বিস্তার লাভ না করতে পারে সেটা এখনই রোধ করা উচিৎ ।

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২১

সনেট কবি বলেছেন: বুঝাগেল টাকা পেলে এরা যে কোন বিজ্ঞাপন প্রচার করতে পারে।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩০

রসায়ন বলেছেন: সেটাই । যেসব নিয়ে দিনের বেলায় অনুসন্ধানি রিপোর্ট করে আবার সেসব নিয়েই রাতের বেলায় বিজ্ঞাপন প্রচার করে !

২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩৮

সোনালী ঈগল২৭৪ বলেছেন: বেসরকারি টিভি চ্যানেল গুলোর কোনো সম্প্রচার নীতিমালা নেই , এমনকি দেশের শীর্ষস্থানীয় সংবাদপত্র গুলো এদের বিজ্ঞাপন প্রকাশ করে থাকে

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৪

রসায়ন বলেছেন: সেটাই । এগুলো রোধের জন্য দ্রুত সম্প্রচার নীতিমালা করা দরকার

৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪২

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: জিওগ্রাফি তে দেখায় ব্রাজিলে কোব তান্ত্রিক গিনিপিগ মেরে চিকিৎসা করে দেহের রোগ ভালো করে
আবার সেটা যে মনের ভুল তারাই বলে দেয়। বুঝিনা এটা কি?


একদিন কলেজে একটা কেম্পেইন হচ্ছিল, নেশা, মাদক দ্রব্য এসবের বিরুদ্ধে ।
অথচো তারা যে কাগজ বিলি করছিলো তাতে ছবি সহ দেয়া আছে কিভাবে নেশা করার উপাদান তৈরি করা যায়।
যেমন আপনি যদি একটা নেশা করার জন্য গাজা না পেলেন। কিসের কাঠাল না কি


ভিটামিন বি আর ঘুমের ঔষদ সাথে কাশির সিরাপ। মিশালে ওইটা হয়।।
এখন আমার এক বড় ভাই বলল তারা নেশা করতে নিষেধ করতেছে? নাকি শিখাইয়া দিতেছে।
যে এলাকায় গাজা আমদানি না হলে ঘরে বসে কি করে নেশা করা যায়।
তাও আবার নিজে তৈরি করে।।।
এটা কি?

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৫

রসায়ন বলেছেন: ঠিক বলেছেন , কিছু মিডিয়া জেনে হোক বা না জেনে হোক এভাবে মাদক প্রোমোট করছে ।

৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৩

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: একদম সত্য কথা তুলে ধরেছেন । প্রায় বেসরকারি চ্যানেল গুলোতে সকাল বেলায় ও এসব দেখা যায় । কোন নীতি নেই ।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৬

রসায়ন বলেছেন: হ্যা সকালের দিকেও এসব চলে । দ্রুত নীতিমালা ও সেটার বাস্তবায়ন প্রয়োজন ।

৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৬

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: মিডিয়া একটা ব্যবসা। মিডিয়া চ্যানেলের যারা মালিক তারা গরীবের হক মেরে আঙুলফুলে কলাগাছ হয়েছে। এরা এক সময় রাজনৈতিক গড ফাদার ছিলো কিংবা আছে। এরা টাকার জন্য সব করে।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৭

রসায়ন বলেছেন: দিনের বেলায় অনুসন্ধানি রিপোর্ট আর রাতের বেলায় বিজ্ঞাপন । আসলেই এদের নীতি নেই !

৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২০

কিশোর মাইনু বলেছেন: দূঃখজনক। এখন টাকার খেলায় চলতেছে।

আমার ব্লগে পুনরায় আমন্ত্রণ রইল।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০৪

রসায়ন বলেছেন: যাবো ।

৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:০৯

কাওসার চৌধুরী বলেছেন:



শুধু বাবার উপস্থিতি যে থাকে তা কিন্তু নয়; এসব বাবাদের হয়ে তাবিজ, কবজ আর আংটির বিজ্ঞাপনে তো নাটক, চলচ্চিত্র তথাকথিত সুপারহিরো, হিরোইনরা অভিনয় করে সাধারন মানুষকে এসব কিনার আহ্বান করে৷শেইম X((

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০৫

রসায়ন বলেছেন: সেটাই । নামি দামি তারকারা যখন এসব আউল ফাউল জিনিসের বিজ্ঞাপন করে তখন অবাক হয়ে যাই ।

৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫৭

রাজীব নুর বলেছেন: অনেক টিভি চ্যানেল। টিভি চ্যানেলের অনেক খরচ। এত টাকা যোগাড় করতে গিয়ে এরা যা-তা বিজ্ঞাপন প্রকাশ করে।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০৬

রসায়ন বলেছেন: খরচ মেটাতে যেয়ে এসব উদ্ভট আর নীতি বর্জিত কাজ , আসলেই দুঃখজনক ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.