নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

DEATH IS BETTER THAN DISGRACE

রসায়ন

রসায়ন › বিস্তারিত পোস্টঃ

রাজাকার কাব্য | কাব্য পোস্ট 

০১ লা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৭

পুরান ঢাকার কুট্টি ভাষায় একটি কবিতা রাজাকারদের নিয়ে । এই বিজয়ের মাসে রাজাকার ও পাকি দোসরদের ব্লগীয় ভাষায় ছাগুদের পুটুতে আগুন জ্বালিয়ে দেয়ার জন্য যথেষ্ট ।


১৯৭১ এ যেসব কুলাঙ্গার বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে লড়েছিল, ফাকিস্তানি বাপদের পক্ষ নিয়ে নির্মমভাবে খুন ও ধর্ষণের খেলায় মেতেছিল আমার পূর্বপুরুষদের উপরে সেসব বেজন্মা রাজাকার ছাগুদের খুব সুন্দর ভাষায় বর্ণনা দেয়া আছে কবিতাটিতে । পুরান ঢাকার লোকজন হয়তো কবিতাটির সাথে পরিচিত থাকতে পারেন আগে তাও সবার জন্য পোস্ট করলাম ।



আবে হালায় বাইড়া গেছস

তালগাছ ভি ছাইড়া গেছস

আব্বে রাজাকারের পোলা

দেখতে তোরে লাগছে ঠোলা

তুই বি হালায় মন্তী হয়্যা

সিংহাসনে আছস বয়্যা

একাত্তুরে চামচা ছিলি

খাইতি তখন পানের খিলি

খান সেনাদের লগে নিয়া

ফূর্তি তুমি করতা গিয়া

সেই তুমি আইজ জিগিড় পারো

সুযোগমত মানুষ মারো

দেশ দরদী নেতা সেজে

ঘুইরা বেড়াও ডবল তেজে

চামচা তোমার হাজার হাজার

ভাবটা এখন মহারাজার

লাত্থি ওষ্ঠা খায়া খায়া

নাইক্যা তোমার সরম হায়া

একাত্তুরে ছিলা খুনী

তুমি হালায় বহুত গুণী

যতই তুমি হও না টেডি

তোমার লেইগ্যা দোজখ রেডি।।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২১

রাজীব নুর বলেছেন: হা হা হা---
মজার।

০১ লা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩১

রসায়ন বলেছেন: ধন্যবাদ ভাই ।

২| ০১ লা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

নজসু বলেছেন:


কবিতাটা সেই হয়েছে।

৩| ০১ লা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩৪

চাঙ্কু বলেছেন: =p~ =p~

৪| ০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১:০২

ইলি বলেছেন: আবে জোস্ হইচে বাইজান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.