নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বর্তমানে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সবচেয়ে অত্যাধুনিক ও মেরুদন্ড খ্যাত হলো এই যুদ্ধসামগ্রীগুলো
বাংলাদেশ বিমান বাহিনীর মেরুদন্ড MiG-29 S/UB ফোর্থ জেনারেশন ফাইটার প্লেন, নতুন Sukhoi SU-35
আর Chengdu J-10 কেনার ব্যাপারে কথাবার্তা চলছে
ট্রেনিং cum অ্যাটাক ফাইটার জেট রাশিয়ার তৈরি Yakolev Yak-130
চেকোস্লোভাকিয়ার তৈরি Aero L-39 Albatross
বাংলাদেশ সেনাবাহিনীর ব্যাক বোন MBT-2000 মেইন ব্যাটেল ট্যাংক ,
সার্বিয়ার তৈরি Nora B-52 হাউৎজার সেলফ প্রপেলড আর্টিলারি কামান
ট্যাংক বিধ্বংসী রাশিয়ান Metis-M মিসাইল ও চায়নার PF-28 মিসাইল
সৈন্য ও পণ্য পরিবহনের জন্য আর্মি এভিয়েশন কোর ও ডেডিকেটেড বিমান ও হেলিকপ্টার ।
প্রথমবারের মতো নৌবাহিনীর জন্য সাবমেরিন BNS Nabajatra (S-161), BNS Joyjatra(S-162)
বিমান বাহিনীর জন্য দেশের প্রথম মিসাইল এফএম-৯০(FM-90) সারফেস টু এয়ার মিসাইল(SAM) ,
বাংলাদেশেই মিসাইল তৈরির প্ল্যান্ট(মডেল FN-16)
বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ বিএনএস সমুদ্র জয়(USA made, BN ship number F-28), বিএনএস সমুদ্র অভিযান(USA made, BN ship number F-29) ও আরো অনেক ।
বাংলাদেশে প্রথমবারের মতো নৌবাহিনীর জন্য জার্মানির তৈরি Dornier Do-228 NG সামুদ্রিক টহল বিমান(MPA) ,
এয়ারফোর্সের জন্য ইতালির তৈরি উচ্চ ক্ষমতাসম্পন্ন থ্রিডি রাডার( Selex RAT 31 DL/M) । এই রাডার জার্মানিও পর্যন্ত ব্যবহার করে ।
সেনাবাহিনীর জন্য আধুনিক হেলমেট ও নাইট ভিশন সামগ্রী ।
চীনের সাথে সামরিক সরঞ্জাম ক্রয় চুক্তি , রাশিয়ার থেকে ১ বিলিয়ন ডলারের সমরাস্ত্র ক্রয় চুক্তি সবই আওয়ামীলীগ সরকারের করা ।
সেনাবাহিনী , নৌবাহিনী ও বিমান বাহিনীর ট্রেনিং ৩ বছরে উন্নীতকরণ, প্রতিটি বাহিনীর ট্রেনিং সেন্টারে আধুনিক একাডেমিক এবং প্রশাসনিক বিল্ডিং বঙ্গবন্ধু কমলেক্স নির্মাণ সবই এই আওয়ামীলীগ সরকারের করা । এছাড়া বেতন ভাতা বাড়ানো, আবাসন ও দেশের উন্নয়নের কাজে সেনাবাহিনীকে সম্পৃক্তকরণ সবগুলোই শেখ হাসিনা আর আওয়ামীলীগ সরকারের করা ।
এছাড়া স্থলসীমায় ছিটমহল সমস্যা ও জলসীমায় সমুদ্রসীমা বিরোধ দুটোই দেশের পক্ষে নিষ্পত্তি করেছে এই আওয়ামীলীগ সরকারই । এখন আর আমাদের স্থল বা জলসীমা নিয়ে কোন বিরোধ নেই ।
বিচ্ছিন্নতাবাদ সমস্যা রোধে পার্বত্য শান্তি চুক্তির কৃতিত্বও এই আওয়ামীলীগেরই । এখন পার্বত্য এরিয়ায় সেনাবাহিনীর এমন শক্তি যে এক ব্রিগেড সৈন্যকে মোকাবেলা করার ক্ষমতা নেই উপজাতীয় বিচ্ছিন্নতাবাদীদের ।
বিএনপি-জামাতও তো অনেক বছর ক্ষমতায় ছিল । তারা বাংলাদেশের সশস্ত্রবাহিনীর জন্য কি কি অস্ত্র বা কি কি উন্নয়ন করেছে জানতে চাই ! খুঁজে দেখেন পান কিনা কিছু । ঐক্যফ্রন্ট বা বিএনপি সমর্থক ব্লগারদের প্রতি ওপেন চ্যালেঞ্জ ।
হয়তো বিডিআর ঘটনার কথা আনবেন কেউ, সেটায় সরকারের সম্পৃক্ততা নেই । কোন তদন্তেই সেটা পাওয়া যায়নি উল্টো পিন্টু সহ অনেক বিএনপি নেতাদের উস্কানি আর অপরাধীদের পালানোয় সহযোগিতা করার রিপোর্ট আছে । আর দোষীদের বিচার ও শাস্তি হয়েছে এটি নিয়ে সামরিক বাহিনীর কোন আপত্তি নেই । থাকলে এতদিন ক্ষমতায় থাকতে পারতো না শেখ হাসিনা ।
বিএনপির সাম্প্রতিক বক্তব্যগুলো শুনলে মনে হয় তারা চাইছে সেনাবাহিনী তথা সশস্ত্রবাহিনীই তাদের প্রচার প্রচারণা করে দিক, তারাই তাদের হয়ে ভোট দিয়ে দিক । হা হা.......!
এনিওয়ে, বিএনপি জামাত তথা ঐক্যফ্রন্ট আওয়ামীলীগের বদনামকে ভোট চাওয়ার ইস্যু করেছে । আরে হেডম থাকলে নিজেরা যতদিন ক্ষমতায় ছিল ঐগুলোর সাথে আওয়ামীলীগের কাজের তুলনা করে ভোট চাক ।
২৬ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩৪
রসায়ন বলেছেন: তাহলে পার্বত্য চট্টগ্রাম আর বাংলাদেশের ম্যাপে থাকবে না ।
২| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৩৫
কলাবাগান১ বলেছেন: বিএনপি জামাত তথা ঐক্যফ্রন্ট আওয়ামীলীগের বদনামকে ভোট চাওয়ার ইস্যু করেছে ।নিজেরা যতদিন ক্ষমতায় ছিল ঐগুলোর সাথে আওয়ামীলীগের কাজের তুলনা করে ভোট চাক ।
২৬ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩৫
রসায়ন বলেছেন:
৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৪৯
রাকু হাসান বলেছেন:
ভালো বলেছন। কিছু তথ্য একদমই জানতাম না । ধন্যবাদ । লীগ উন্নয়ন করেছে ,সেটার জন্য ধন্যবাদ পেতেই পারে ,আমিও দিই । কিন্তু সু-শাসন ,আইনের শাসন ধ্বংস করে দিয়েছে । যদিও আগের সরকার যে এগুলো ঠিকভাবে করছে তাও বলছি না। চাঁদগাজী স্যারের মন্তব্যের সাথে একমত
২৬ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩৫
রসায়ন বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ।
৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৩৪
ইমরান আশফাক বলেছেন: অস্ত্র সংগ্রহের ব্যাপারে আপনার ধারনা নিখুত নয় তবে চলনসই। আর চাঁদগাজীর সমাজতান্ত্রীক সৈন্য-সামন্তের ধারনা এই যুগে অচল। এখন দ্রুত ও কার্যকরী আঘাত বা প্রত্যাঘাত করতে সক্ষম এমন সুসজ্জ্বিত উচ্চ প্রশিক্ষিত সসস্ত্র বাহিনী রাখার হিড়িক পড়ে গেছে। যুদ্ধ এখন আর শুধু সসস্ত্র বাহিনীর মধ্যে সীমাবদ্ধ নেই। পরাশক্তিগুলি ছাড়া এখন আর দীর্ঘমেয়াদী যুদ্ধে কেউ জড়াতে চায় না। সৌদি আরবের মত ধন্যাঢ্য দেশ গরীব ইয়েমেনের সাথে অনর্থক যুদ্ধে জড়িয়ে এখন দেউলিয়াপ্রায়।
তবে ব্যাকআপ হিসাবে সৈন্যসামন্তের পর স্কুল,কলেজ, বিশ্ববিদ্যালয়ে শাররিক ও অন্যান্য প্রশিক্ষন ক্রমান্বয়ে বাধ্যতামূলক করা উচিৎ। তবে এই মহুর্তে তার জন্য প্রয়োজনীয় অবকাঠামো আমাদের নেই। প্রতিটা স্কুল কলেজে প্রয়োজনীয় মাঠই তো নেই এখন।
২৬ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩৬
রসায়ন বলেছেন: ওকে ফাইন ।
৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:২৭
রাজীব নুর বলেছেন: নিরবতা।
২৬ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩৭
রসায়ন বলেছেন: নিরবতাই সম্মতির লক্ষণ
৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৪৯
প্রামানিক বলেছেন: অনেক কিছু জানা ছিল না জেনে খুশি হলাম। ধন্যবাদ
২৬ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩৮
রসায়ন বলেছেন: প্রামানিক ভাই আপনাকেও ধন্যবাদ ।
৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৩
গরল বলেছেন: সামরিক বাহিনীর উন্নতি দিয়েতো আর দেশের উন্নতি মাপা যায় না তার প্রমাণ হল পাকিস্তান আর উত্তর কোরিয়া।
©somewhere in net ltd.
১| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৯
চাঁদগাজী বলেছেন:
৩০ হাজার সৈন্য ও ১ হাজার অফিসার রেখে, বাকীদের রিজার্ভে নেয়ার দরকার; ১৬ বছর বয়স থেকে ৫০ বছর বয়সীদের বছরে ১ মাস মিলিটারী ট্রানিং দেয়ার দরকার।