| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Md. Khalid Syfullah
ছাত্র এবং ছাত্রই থেকে যেতে চাই
দেখুন,
অামি অাপনি যে খুব ভালো মানুষ বা অাপনার অামার মাঝে কোনো ভুল অার অপূর্ণতা নেই ব্যাপারটা একদমই এমন নয়।মানুষ নামক প্রতিটি প্রাণীর মাঝেই ভুল অাছে অার এই ভুল থাকাটাই মানুষের গুণ(অাপনি এটাকে মন্দ গুণ বললে অামি মোটেই অাপত্তি করবো না)।এই গুণটা যাদের অাছে তারা মানব অার যাদের ভুল করার গুণটা নাই তাদের অামি মানব না বলে মহামানব বলতেই স্বাচ্ছ্যন্দ বোধ করবো।অামি নিজেকে অাপাতত মানব বলেই অভিহিত করতে চাই।কারণ, অামি জানি অামার ভুল করার গুণটা প্রচুর পরিমাণে অাছে।যাহোক ভুল করার এইসব মানবীয় গুণ নিয়ে লিখতে বসেছি নিজেকে নিয়ে নয়।স্যার জন ফিলিপস্ বলেছেন,"যে মানুষ ভূল করে না বস্তুবে সে কিছুই করে না"।ভুল করার মধ্যেই মানুষের সঠিকতার দিকে ধাবিত হওয়ার মূল বিষয়টি নিহিত রয়েছে অার এ বিষয়টি অবশ্যই শর্তযুক্ত। শর্তটি হলো,যে মানুষটি ভুল করবে তার ওই কৃত ভুল উপলব্ধি করার গুণ থাকতে হবে।যদি কেউ একজন ভুল করলো অার যখন তাকে এই ভুল সম্পর্কে কেউ অবহিত করলো তখন সে তা উপলব্ধি করলো না, তাহলে তার জন্য কৃত ভুল থেকে শিক্ষা নিতে পারাটা অসম্ভব অার নিশ্চিতভাবেই তা সঠিকতার দিকে ধাবিত হওয়ার অন্তরায়।এজন্য নিজের ভুলের স্বীকৃতি প্রদানের সাথে এর উপলব্ধি ও সঠিকতার দিকে ধাবিত হওয়া জড়িত।কাজী নজরুল ইসলাম যিনি অামাদের জাতীয় কবি, তিনি তার "অামার পথ" প্রবন্ধে বলেছেন "ভুলের মধ্যে দিয়ে গিয়েই তবে সত্যকে পাওয়া যায় । কোন ভুল করছি বা করেছি বুঝতে পারলেই আমি প্রাণ খুলে তা স্বীকার করে নেব । কিন্তু না বুঝেও নয় , ভয়েও নয় ।
ভুল করছি বা করেছি বুঝেও শুধু জেদের খাতিরে বা গোঁ বজায় রাখার জন্যে ভুলটা ধরে থাকব না । তাহলে আমার আগুন সেদিনই নিভে যাবে। " তিনি এখানে বুঝাতে চেয়েছেন, ভুলের স্বীকৃতি প্রদান সত্য প্রতিষ্ঠা অার সত্যের দিকে ধাবিত হওয়ার অন্যতম প্রধান শর্ত।
হ্যা,এটাও সত্য যে ভুল করে অস্বীকার করা বা ভুলকে সঠিক বলে চালিয়ে দেয়ার প্রবণতা মানুষের মাঝে ব্যাপক।অার এ ধরণের মানুষকে অামি দূর্বল চিত্তের মানুষ বলে অভিহিত করি।এই দূর্বল চিত্তের মানুষেরা মনে করে ভুলের স্বীকারোক্তি শুধুমাত্র তাকে ছোট করে দেয়া ছাড়া ইতিবাচক কিছু বহন করে না।অাসলে এই ধারণাটি মোটেও সত্য নয়।ভুলের স্বীকারোক্তি একজন মানুষকে তার মনের দাসত্ব থেকে মুক্তি দান করে থাকে অার তাকে সঠিকতার দিকে চালিত হতে সহায়তা করে।সে নিজের কাজগুলোর ব্যাপারে বিবেচনা করার যোগ্যতা অর্জন করে,অাগের ভুল এবং তার পরিণাম তার চোখের সম্মুখে দৃশ্যমান হয়।অার এর ফলে সে সঠিকতার পথে চলতে পারে তুলনামূলক কম জটিলতার মুখোমুখি হয়ে এবং বলা যায় এটা তার জন্য সহজ।
মানব জীবনে নিজেকে অতুলনীয়ভাবে উপস্থাপন করে স্মরণীয় হয়ে থাকার বাসনা সবাই লালন করে থাকে।অার এজন্যই প্রয়োজন ভুলের স্বীকারোক্তি অার এ থেকে শিক্ষা গ্রহণ করে সঠিকতার পথে ধাবিত হওয়া।অারেক ধরণের দূর্বল চিত্তের মানুষ অাছে যারা নিজের ভুল বুঝতে পারে,নিজের হৃদয়ে অনুভব করতে পারে কিন্তু তারা নিজেদের ভুলের স্বীকৃতি প্রদান করে না।এই ধরণের মানুষেরা নিজেকে ডুবিয়ে রাখে নিজের গোয়ার্তুমি, অাত্মরম্ভিতা,অাত্ম-অহংকার অার নিচু মানসিকতার মাঝে।অাপনি অাপনার চারপাশে এমন কিছু মানুষ দেখবেন, যারা ভুল করবে কিন্তু এজন্য স্যরি বা দুঃখিত বলবে না।অাপনি তাকে যতই বুঝিয়ে বলুন না কেন যে তার দুঃখ প্রকাশ করা উচিত, দুঃখিত বলা উচিত;সে কখনোই দুঃখ প্রকাশ করবে না।এরা জীবনে হয়তো ভালো কিছু করতে পারে কিন্তু মানুষের ভালোবাসায় সিক্ত হতে পারে না।কিছু মানুষের মনে তার দেয়া দুঃখগুলো রয়ে যায়।অার এটা হয় ভুল করা বা দুঃখ প্রদানকারীর দুঃখগুলো মুছে দেয়ার মতো মানসিকতা না থাকার কারণে।যেটা কোনো মানুষের জন্য ভালো কিছু নয়।এজন্য প্রতিটি মানুষকে নিজের ভুলগুলো অনুধাবন করতে হবে,তার স্বীকারোক্তি প্রদান করতে হবে অার কৃত ভুল হতে শিক্ষা নিয়ে সত্য ও সঠিকতার পথে ধাবিত হতে হবে।তবেই নিজেকে মনের দাসত্বমুক্ত করা যাবে,নিজের কাছের মানুষগুলোর কাছে হওয়া যাবে প্রিয় একজন মানুষ।
#প্রিয়_মানুষ_হতে_চাই
©somewhere in net ltd.