নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফানুস

এগিয়ে যাই সম্মুখপানে

নীল তারেক

আমি নীল তারেক। আমি দ্বান্দিক, কাব্যিক একজন মানুষ। শুনেছি দ্বন্দের ফলাফল থেকেই নাকি আমাদের এই সভ্যতা এগিয়ে চলেছে। সন্দেহটা আমার রয়েই গেল।

নীল তারেক › বিস্তারিত পোস্টঃ

আলতো একটা চুমু দিয়ে বলব

২৮ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬

(১)



ভেবেছিলাম তোমায় সাথে করে ভাঙ্গা রাস্তাটির পাশ ধরে হাঁটব,

সাথে করে মানালী যাব বেড়াতে,

বরফের কুচি ছুঁড়ে মারব তোমার শরীরে;

ভেবেছিলাম তোমার হাতে হাত রেখে হেঁটে বেড়াব সিসিলির পথ,

দেখব ভূমধ্যসাগর;

দেখব দুচোখ ভরে যেখানে সমুদ্র মিশেছে পাহাড়ের পাদদেশে।

ভেবেছিলাম কই মাছ কাটতে গিয়ে হাতে কাটা বিঁধে গেলে তোমার ছাই মাখা হাত ধুইয়ে

আলতো একটা চুমু দিয়ে বলব- তুমি ঘরে যাও, আমি কেটে দিচ্ছি তোমার মাছ;

ভেবেছিলাম তোমার অধর-তলের চিকচিক করা ঘাম নিজ হাতে মুছে দিব;

ভেবেছিলাম (তুমি বকবে জেনেও) সেলারির সব টাকা দিয়ে তোমার জন্যে কিনে আনব একটা দামি শাড়ি,

তুমি অবাক চোখে তাকিয়ে থাকবে আমার ঘামে ভেজা মুখপানে।



(২)

অদৃশ্য একটা চৌকাঠ,

রাস্টার পাশে মরে পরে–থাকা গলিত ইঁদুর,

একটা আধ-খাওয়া জামরুল,

বাতাবি-লেবুর খোসা,

পাশে শিশির-ভেজা একটা চিরকুট,

তাতে লেখা- ভুলে যাবে নাতো আমায়?

ছেড়ে চলে যাবে নাতো, কখনও?

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৪৫

প্রোফেসর শঙ্কু বলেছেন: ভালো লাগল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.