![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নবীপুত্র ঈসমাইল
===== মোঃ খুরশীদ আলম
ঈসমাইল তুমি দেখিয়ে দিলে
বিশ্ববাসী উম্মতেরে,
কেমন করে প্রভুর হুকুম
মানিতে হয় নতশীরে ।
যোগ্যপিতার পুত্র তুমি
নবীর সহিহ বংশধারা
তাইতো মুমিন তোমা হতে
শিক্ষা নিতে পাগল পারা।
পশুর গলায় নয়তো ছুরি
চালাই তাহা বিবেক মাঝে
কোরবানি দি হিংসা বিভেদ
দূর করিতে সকল কাজে।
বিশ্ববাসী মুমিনগণে
রাখবে স্মরন তোমার শান
নয়তো মোরা কিসের মুমিন
কেমনে হব মুসলমান।
©somewhere in net ltd.