![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইন ও সচেতনতা
মোঃ খুরশীদ আলম
সড়কে মৃত্যুর মিছিল যেন থামেছেই না। এমন কোন দিন নেই যে দুর্ঘটনায় লোকজন মারা না যাচ্ছে। অচেনা পথিক, নামকরা স্কুল -কলেজের শিক্ষার্থী, বুয়েট-চুয়েট কোথায় না ঘটেছে মৃত্যুর ঘটনা। হাজার মেধাবি প্রাণ শামিল হয়েছে এই মৃত্যুর মিছিলে-ইতিমধ্যে। এমন মুহুর্তে সড়ক দৃর্ঘটনা প্রতিরোধ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রণীত নতুন আইন জনমনে স্বত্বি ফিরিয়ে দিতে সক্ষম হয়েছে বলে অনেকেরই বিশ্বাস।
এই আনের কার্যকর প্রতিফলন দেখাটা বাকী, অপেক্ষা আর ধৈর্য ধরে দেখতে হবে ফলাফল কতটুকু আশানুরুপ হয়।
সংশ্লিষ্ট মহলের অভিমত হলো, শুধু কঠোরতা প্রয়োগ নয় বরং দুর্ঘটনা প্রতিরোধ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এই আইন।
আমাদের সড়কগুলো আসলেই শৃঙ্খলাবিহীন। ফুতপাতে হকারদের দৌড়াত্ব, সড়কে রক্ত গরম কচি বয়সি আনাড়ি চালকের বেপরোয়া কার্যকলাপ, অসাধু পুলিশের অনৈতিক কাজের অনুশীলন, রাস্তা পারাপারে জেব্রা ক্রসিং ধরে না হাঁটা, মোবাইল ফোনের হেড ফোন কানে (স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে বেশী দেখা যায়) লাগিয়ে রাস্তা পারাপার আমাদের সড়কের শৃঙ্খলা কেড়ে নিয়েছে।
আইন হয়েছে-সেটা ভাল কথা। এর প্রয়োগ ও অনুশীলন যেন কাম্য মাত্রায় ঠিক থাকে সেটাও দেখতে হবে। আমাকে-আপনাকে-সকলকে।
►সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইনের দণ্ড কার্যকরও করতে হবে-দল-মত না মেনে।
►ফুটপাত থেকে হকার উচ্ছেদ করে তাদের নিরাপদ ও নিয়ন্ত্রিত স্থানে সরাতে হবে।
►পুলিশ, সাংবাদিক নেম প্লেট লেখা গাড়িগুলো বছরের পর বছর রেজিস্ট্রেশন ছাড়া চলছে। এদিকে নজর দিতে হবে।
► প্রয়োজনীয় বৈধ কাগজপত্র ছাড়া গাড়ি চালানোর ব্যাপারে কোন ছাড় দেয়া যাবেনা।
সবচেয়ে বড় কথা হলো বিধান বা আইনটি তখনই কার্যকর ফল দিবে যখন সচেতনতার পাশাপাশি এর সঠিক প্রয়োগ ঘটবে।
আমি আশা করি আইনটি বা বিধানটি সকলের মাঝে নিয়মানুবর্তিতা ফিরিয়ে দিতে সক্ষম হবে।
২| ০৭ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:৪২
রাজীব নুর বলেছেন: আমাদের দেশের মানুষ আইন না মানাটাকে ফ্যাশন মনে করে।
©somewhere in net ltd.
১|
০৭ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:০১
নুরহোসেন নুর বলেছেন: সড়কে মৃত্যুর মিছিল বন্ধ হোক!
সচেতনতা অবশ্যই দ্রুত প্রয়োজন,
আমাদের দেশের বেশীর ভাগ পথচারী পারাপারের নিয়ম মানতে নারাজ।