|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 

আমল একটি আরবি শব্দ যার অর্থ হচ্ছে কাজ। শরিয়াতের পরিভাষায় সেই সকল কাজ যা ভাল কাজ বলে বিবেচিত, যা করার জন্য মহান আল্লাহ’র নির্দেশ রয়েছে এবং সেই সকল কাজ যা মহান আল্লাহ কর্তৃক নিষেধ রয়েছে তা নবী মুহাম্মাদুর রাসুলুল্লাহর (সঃ)’র তরিক্বা অনুসারে পালন করা ও দূরে থাকাকে আমল বলা হয়। আমল দুই প্রকার। যথা –
                                                           এক) নেক আমল বা ভাল কাজ;
                                                           দুই) বদ আমল বা খারাপ কাজ
ভাল কাজ করলে পুরস্কৃত হওয়া এবং মন্দ কাজ করলে তিরষ্কৃত হওয়া বা শাস্তি দেবার যে বিধান তা সৃষ্টির শুরু হতেই চলমান একটি পক্রিয়া। ভাল-মন্দ কাজের উপর ভিত্তি করে পুরুস্কৃত করা বা শস্তি দেবার যে বিধান তা কোন ধর্মের অনুসারীরাই অস্বীকার করে না। বরং পবিত্র কুরআনে এই উম্মতে মুহাম্মদীকে সবচেয়ে শ্রেষ্ঠ উম্মতের মর্যাদা দেয়া হয়েছে শুধুমাত্র তারা ভাল কাজ করতে আদেশে দেয় এবং মন্দ কাজ করতে নিষেধ করে বা বাধা দেয় বলে। তথাপিও আধুনা শিক্ষার কতিপয় দাবীদারকে দেখা যায় ভাল কাজ করতে বললে কিংবা মন্দ কাজ থেকে বিরত থাকার জন্য বললে তাদের গাত্রদাহ শুরু হয় যদি উক্ত কাজ করার তাগিদ ধর্মীয় আনুকূল্যে উপস্থাপন করা হয়। এরা নিজেদেরকে কোন ধর্মের অনুসারি হিসাবে দাবী করে না বটে তবে ভাল–মন্দ কাজের মাপকাঠি হিসাবে মানবধর্ম নামে একটি মুখরোচক শব্দ ব্যবহার করে যেখানে তারা মন্দ-ভাল’র ফলাফলও নশ্বর এই দুনীয়াতে দৃশ্যমান হিসাবে উপস্থাপন করে এবং আখেরাতে পুরুস্কার বা তিরস্কারের ব্যপারটিকে অযথা হিসাবে প্রচার করতে থাকে যা ইসলাম ধর্মের সাথে বৈরিতা মর্মেই আমার কাছে প্রতিয়মান হয় । এরা যে কোন কিছুকেই যুক্তির নিরিখে বিবেচনা করে এবং যুক্তির ভিত্তিতেই ফলাফল নির্ধারণ করে থাকে। এহেন নাদানদের নিয়ে ভাবনায় ডুবে থাকা অমূল্য সম্পদ সময়ের অপব্যবহার বলেই মনে করি। কিন্তু মনে খুব ব্যথা পাই যখন মুসলমান বন্ধুগণ এদের উদ্দেশ্যমূলক প্রপাগান্ডায় শামিল হয়ে নিজের আখেরাতকে নষ্ট করার দিকে পুনঃপুনঃ ধাবিত হচ্ছে। (চলবে)
 ২০ টি
    	২০ টি    	 +৪/-০
    	+৪/-০  ২৩ শে জুন, ২০২০  সকাল ১১:০৬
২৩ শে জুন, ২০২০  সকাল ১১:০৬
মোঃ খুরশীদ আলম বলেছেন: পাশে থাকুন আর দোয়া করুন যেন আমল করতে পারি শুধু মহান আল্লাহকে রাজি খুশী করার জন্য। প্রথম মন্তব্যে মোবারকবাদ জানবেন।
২|  ২৩ শে জুন, ২০২০  সকাল ১১:৩৬
২৩ শে জুন, ২০২০  সকাল ১১:৩৬
মা.হাসান বলেছেন: কে কি বলল এই বিষয়ে দুশ্চিন্তা করবেন না ,পেরেশান হবেন না। অনেক বড় বড় দাম্ভিক দম্ভ করে গেছে- সবার শেষ ঠিকানা চার ফিট বাই দুই ফিট বাই দুই ফিট; অথবা ছাই হয়ে যাওয়া।
আশা করি হালাল রুজি , পবিত্র চিন্তা এই সমস্ত বিষয় গুলো পরের পর্ব থেকে নিয়ে আসবেন।
  ২৩ শে জুন, ২০২০  সকাল ১১:৪৪
২৩ শে জুন, ২০২০  সকাল ১১:৪৪
মোঃ খুরশীদ আলম বলেছেন: পাশ থাকুন, দোয়া করুন। আশা করি লিখে যেতে পাড়বো যদি সময় ও সামর্থ হয় এবং আল্লাহ সহায় থাকেন।
৩|  ২৩ শে জুন, ২০২০  দুপুর ২:৪০
২৩ শে জুন, ২০২০  দুপুর ২:৪০
নেওয়াজ আলি বলেছেন: ভালো
  ২৪ শে জুন, ২০২০  সকাল ১০:৫১
২৪ শে জুন, ২০২০  সকাল ১০:৫১
মোঃ খুরশীদ আলম বলেছেন: আপনার নেক হায়াত ও দীর্ঘায়ু কামনা করি।
৪|  ২৩ শে জুন, ২০২০  বিকাল ৪:১৮
২৩ শে জুন, ২০২০  বিকাল ৪:১৮
রাজীব নুর বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুক।
  ২৪ শে জুন, ২০২০  সকাল ১০:৪৭
২৪ শে জুন, ২০২০  সকাল ১০:৪৭
মোঃ খুরশীদ আলম বলেছেন: আপনি ভাল থাকবেন।
৫|  ২৩ শে জুন, ২০২০  বিকাল ৪:৩১
২৩ শে জুন, ২০২০  বিকাল ৪:৩১
রাজীব নুর বলেছেন: এবং আমাদের জন্যও দোয়া করবেন।
  ২৪ শে জুন, ২০২০  সকাল ১০:৪৮
২৪ শে জুন, ২০২০  সকাল ১০:৪৮
মোঃ খুরশীদ আলম বলেছেন: সকল মুসিবত দুরে হবে শুধুমাত্র দোয়ার বরকতে।
৬|  ২৩ শে জুন, ২০২০  বিকাল ৫:১৬
২৩ শে জুন, ২০২০  বিকাল ৫:১৬
সাড়ে চুয়াত্তর বলেছেন: আমলের ফলাফল নির্ভর করে নিয়তের উপর। আল্লাহ্তালা নেক নিয়তের কাজ যদি সম্পন্ন করা সম্ভব নাও হয় তার পরও সওয়াব দেন বান্দাকে। পক্ষান্তরে খারাপ নিয়তের কাজ করতে যেয়ে যদি করতে না পারে সে ক্ষেত্রে গুনাহ লেখা হয় না। বান্দা শুধু আমলের দ্বারা জান্নাতি হতে পারবে না তা সে যত বড় নেক্কার বান্দাই হোক না কেন। মানুষ জান্নাতি হবে আমল ওয়ালা লোকদের প্রতি আল্লাহর করুনার কারণে। 
কিছু লোক বলতে চায় কোরআন ঠিক আছে ও মানি। কিন্তু হাদিসের উদ্ধৃতি দিতে গেলে বলে এগুলি আগের দিনের কথা বা বলে যে এগুলো সঠিকভাবে আমাদের কাছে পৌছায় নাই। তারা বোঝে না যে সুন্নাহ অস্বীকার করলে মুমিন থাকতে পারবে না। সব হাদিস ঠিক নাই তা না হয় মানলাম কিন্তু সহি হাদিস কোনগুলো তা তো জানা যায় ও মানা যায়। সব আমলের বিস্তারিত বিবরন তো কোরআনে পাওয়া যাবে না। নামাজ কিভাবে পড়তে হবে কোরআনে কি আছে।
আল্লাহ্ আমাদের দ্বীনের সহি বুঝ দান করুন ও আপনার প্রচেষ্টার মধ্যে বরকত দান করুন।
  ২৪ শে জুন, ২০২০  সকাল ১০:৪৭
২৪ শে জুন, ২০২০  সকাল ১০:৪৭
মোঃ খুরশীদ আলম বলেছেন: সকলের শুভবুদ্ধির উদয় হোক। আপনার দোয়া যেন আল্লাহ কবুল করেন কায়মোনবাক্যে প্রার্থনা করি।
৭|  ২৩ শে জুন, ২০২০  সন্ধ্যা  ৭:৪৩
২৩ শে জুন, ২০২০  সন্ধ্যা  ৭:৪৩
নুরুলইসলা০৬০৪ বলেছেন: ব্লগে বা ফেসবুকে লিখা কি আল্লাহর নির্দেশ আছে?
  ২৪ শে জুন, ২০২০  সকাল ১০:৪৮
২৪ শে জুন, ২০২০  সকাল ১০:৪৮
মোঃ খুরশীদ আলম বলেছেন: আপনার বিবেককে প্রশ্ন করুন।
৮|  ২৩ শে জুন, ২০২০  রাত ১১:২৪
২৩ শে জুন, ২০২০  রাত ১১:২৪
নতুন নকিব বলেছেন: 
যেখানে মানুষ আছে, সেখানে সত্যের আহবান তথা কুরআনের পয়গাম পৌঁছে দেয়াটাই আল্লাহ তাআ'লার নির্দেশ; তা ব্লগ, ফেইসবুক অথবা অন্য যে কোনো প্লাটফরমই হোক না কেন।
  ২৪ শে জুন, ২০২০  সকাল ১০:৫০
২৪ শে জুন, ২০২০  সকাল ১০:৫০
মোঃ খুরশীদ আলম বলেছেন: দাওয়াতি কাজ করার কারণেই অন্যান্য নবীর উম্মতের চেয়ে মুহাম্মাদুর রাসুলুল্লাহর (সঃ) এর উম্মতের মর্যাদা সবচেয়ে বেশী।
৯|  ২৪ শে জুন, ২০২০  সকাল ১০:৩৮
২৪ শে জুন, ২০২০  সকাল ১০:৩৮
তারেক ফাহিম বলেছেন: চলুক। 
পর্বের অপেক্ষায় আছি।
  ২৪ শে জুন, ২০২০  সকাল ১০:৫১
২৪ শে জুন, ২০২০  সকাল ১০:৫১
মোঃ খুরশীদ আলম বলেছেন: শিঘ্রই আসছে পরের পর্ব। দোয়া করবেন।
১০|  ২৪ শে জুন, ২০২০  সকাল ১১:২২
২৪ শে জুন, ২০২০  সকাল ১১:২২
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
ভাল মন্দ মেনে চলাই আমাদের কর্তব্য। কিছু নামদারী মুসলিমদের জন্য আজ ইসলামের নামে অপবাদ দেওয়া হয়।
  ২৪ শে জুন, ২০২০  দুপুর ১২:৩৩
২৪ শে জুন, ২০২০  দুপুর ১২:৩৩
মোঃ খুরশীদ আলম বলেছেন: আপনার যথার্থম মূল্যায়নে মোবারকবাদ জানবেন।
©somewhere in net ltd.
১| ২৩ শে জুন, ২০২০  সকাল ১১:০৫
২৩ শে জুন, ২০২০  সকাল ১১:০৫
জে.এস. সাব্বির বলেছেন: মন্দের বিরুদ্ধে ভালোর মিছিল.......... চলুক।