নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একেবারে সোজা সাপটা ভাষায় নিজের সম্বন্ধে কিছু কথা বলতে চাই;আমি একজন মুসলিম;জন্মসুত্রে এবং উত্তরাধিকার সূত্রে।হানাফি,মালিকি,শাফেয়ী,হাম্বিলি কিংবা আহলে হাদিস,সুন্নী,সালাফী কোন পরিচয়ে পরিচিত হতে আমি অভ্যস্ত নই।জানার ইচ্ছা আমার চিরন্তন।জানানোর ইচ্ছাও ব্যাপক।

মু মাহফুজ আজিম

পৃথিবীর সবচেয়ে আনন্দদায়ক কাজগুলোর একটি হল নিজের সম্বন্ধে লেখা।কাজেই বোঝা যায় মিথ্যা আর তোষামোদে ভরপুর।অনেক দিন অপেক্ষা করেছি এই অংশটা লেখার জন্য। কিন্তু লিখি নাই কারণ আমাদের আশেপাশের লোকজন খুবই যন্ত্রণাদায়ক।একটা মানুষকে তারা ভালবাসবে সেটা যে কারণেই হোক কিন্তু কোনদিন বুঝতে দেবে না।খালি এখানেই শেষ না, যেই কারণে ভালবাসা আবার সেই কারণকেই সবার সামনে নিজের কাছে সবচেয়ে ঘৃণ্য কাজ হিসেবে প্রচার করে।

মু মাহফুজ আজিম › বিস্তারিত পোস্টঃ

সাকিবরাই পেরেছে ১৬ কোটি বাঙ্গালিকে এক করতে।

০৭ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:২৮

ছয় মাসের জন্য সকল ধরনের ক্রিকেটে নিষিদ্ধ সাকিব আল হাসান..২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত দেশের বাইরে খেলার জন্য অনাপত্তিপত্র পাবেন না.. !!

অনাপত্তিপত্র নিয়ে সামান্য ভুল-বুঝাবুঝির কারণে এতো বড় শাস্তি !! এই ভুলের কারণে হয়তো ১ ম্যাচ নিষিদ্ধ অথবা এবছর CPL খেলা নিষিদ্ধ করতে পারতো!! সেখানে কালের কণ্ঠ/প্রথম আলোর ভুয়া রিপোর্ট দেখে এতো বড় শাস্তি !! না মেনে নিতে পারছি না!

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৪৪

হরিণা-১৯৭১ বলেছেন: হ্যাঁ, সাকিবের কারণে ১৬ কোটীর ঐক্য হয়েছে, এখন সবাই মিলে মার্বেল খেলুক।

০৭ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৫১

মু মাহফুজ আজিম বলেছেন: সবকিছুই গেছে নষ্টদের অধিকারে।

২| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ৯:১০

রাকি২০১১ বলেছেন: ১। কোচের সাথে বেয়াদবি কি সামান্য ভুল বুঝাবুঝি?
২। গ্যালারী থেকে ইয়ে দেখানো কি?
৩। দর্শক পেটানো কি?
৪। কোচকে " আপনি যেমন টাকার জন্য এসেছেন, তেমনি আমিও টাকার জন্য খেলি"- কেমন ভদ্রতা।
--------------------------------
বোর্ড যোগ্য/অযোগ্য যা-ই হোক না কেন, সাকিব কতগুলো ডিসিপ্লিন ভেংগেছে, কোচের সাথে অশিক্ষিতের মত আচরন করে ঔদ্যত্ত প্রকাশ করেছে তা ভাল করে জানেন। তাকে কন্ট্রোল করা জরুরী। তা না হলে সে অারো বেশি বেয়াদবী করবে। ভালো করেই জানেন গ্যালারী থেকে সে কী করেছিল। ভাল খেলোয়াড় বলে ডিসিপ্লিনারী রুলের ঊর্ধে যেতে পারে না- যেতে দিলে তা হীতে বিপরিত হয়।

আর সে যদি নিজেকে কন্ট্রোল করার মত সংযমী হয়ে উঠতে পারে তাহলে তার মুকুটে সবথেকে ভাল পালকটি যোগ হবে।

সাকিবের উন্নতি কামনা করি।

বিসিবি'র অযোগ্যতার প্রশ্ন সম্পুর্ন আলাদা। বিসিবি যারা পরিচালনা করছেন তাঁদের অনেকেই অযোগ্য এবং এর পরিবর্তন প্রয়োজন জরুরী বলে মনে করি।

কিন্তু এটার সাথে সাকিবের আচরনের শাস্তির যোগসূত্র থাকা উচিত নয়- যদিও ব্যক্তিগত কারনে শাস্তির মাত্রায় তারতম্য করতে পারে বিসিবি।

০৮ ই জুলাই, ২০১৪ রাত ১২:৫৭

মু মাহফুজ আজিম বলেছেন: এই ধরণের শাস্তির নজির পৃথিবীতে নেই। সে যে ৬ মাস খেলতে পারবে না, এই ৬ মাসে কি বাংলাদেশের সাকিবের যে রেকর্ড ও অলরাউন্ডার পজিশন থাকবে? এর পরও যে ৩১ ডিসেম্বর ২০১৫ পর্যন্ত কোন ধরণের লীগ খেলতে পারবেনা তাতেওকি বাংলাদেশ লাভবান হচ্ছে। এই এক সাকিবকে দিয়ে বাংলাদেশ সরকার গত ৪ বছরে রেমিটেন্স আয় করেছে প্রায় ১২০কোটি টাকা। বাদ দিলাম ১২০ কোটি টাকা। কারণ লোটাস কামাল আর পাপন গংদের ১ ঘন্টার কাল টাকাই এর চেয়ে কত বেশি তা জানার আমার ইচ্ছে নেই। তবে ওই টাকা ও শুধুই ওদের। আর বদনামটা বাঙ্গালির। আর সাকিবের অর্জন গুলি আমাদের তথা বাঙ্গালির। আর কষ্ট গুলি সেসব রুই ফিক্সিংকারী আর পপন গংদের।

৩| ০৮ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:১৫

রাকি২০১১ বলেছেন: টাকাটাই সব নয়। সাকিবের আস্কারার মাঝে লুকিয়ে আছে পুরো টীমের সর্বনাশ।

আগেই বলেছি বোর্ডের অযোগ্যতা সম্পুর্ণ ভিন্ন ইস্যু। আমি কখনও বোর্ডের পক্ষে লিখতেছিনা। চাচ্ছি শুধু সাকিবের সংস্কার। প্রিয় সাকিব উন্নতি করুক এটাই কামনা। প্রয়োজনে সাজা পেয়ে হোক না কেন।

৪| ০৮ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:২৪

মুদ্‌দাকির বলেছেন: সাকিবের জন্য আমাদের মাঠে নামতেই হবে



না সাকিবের আগে পরে কেউ আছে , আর না সাকিব কারো পাচাটতে রাজি !!!!!!

ভিন দেশে ক্রিকেটের উচ্চমহলে গুঞ্জন আছে সাকিব নাকি সর্বকালের সেরা অলরাউন্ডারদের একজন হতে যাচ্ছেন..................।

লোটা বা ফাপনের মত চোর বাটপাররা কি আর এই ধরনের ট্যালেন্ট হ্যান্ডেল করতে অভ্যস্ত ??????

ইনাদের দরকার ইনিয়ে বিনিয়ে কথা বলা চাটুকার !!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.