নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে জানে জ্ঞানী গুণী তার কাছে শেখার আছে। মাথামোটার কাছে আমার কিছু শেখার নাই। আচরণে তার বংশের এবং ব্যক্তিক আভিজাত্য প্রকাশ পায়।সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

হে রমজান

২৩ শে মে, ২০১৭ বিকাল ৩:০৪

সিয়াম সংযম আত্ম সংযম সাধনা ؛
দোয়া দুরুদ ফিকির জিকির প্রার্থনা
বাস্‌ উপবাস সংযমী মত
দিন জাপনে তান
দৃঢ় পালনে বৃত নর নারী
অমৃত হে রমজান।
বক্ষিল রুহ যাক দূরে
যাক মুছে যাক ফরমান
দৃঢ় পালনে বৃত নর নারী
অমৃত হে রমজান।
নামাজ কালাম জিকির আজগার
তেলাওয়াত তে কো রান।
দৃঢ় পালনে বৃত নর নারী
অমৃত হে রমজান।
রাগ জিদ হিংসে ক্রোধ
নিন্দা বিন্দে নেমে আন,
দৃঢ় পালনে বৃত নর নারী
অমৃত হে রমজান।
রহমত বরকত সব পরে যাক
গুনার পোজে যাক মুছে যাক
খোদা মেহের বান
দৃঢ় পালনে বৃত নর নারী
অমৃত হে রমজান।
ইফতার সেরি খুল্লো পূজারি
আনন্দে মেতে তান
দৃঢ় পালনে বৃত নর নারী
অমৃত হে রমজান।
সাক্ষাত দিদার মিলবে পথ রি
খোদার দুয়ারি গান
দৃঢ় পালনে বৃত নর নারী
অমৃত হে রমজান।
নরক ছুঁয়া যাক মুছে যাক
স্বর্গ সমিয়ান
দৃঢ় পালনে বৃত নর নারী
অমৃত হে রমজান।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০১৭ বিকাল ৪:৫১

এম ডি মুসা বলেছেন: Post eidit korte parcina

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.