নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞানী লোকের কাছে প্রতিনিয়ত শিখছি। অজ্ঞের থেকে শেখার কিছু নেই। সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

জন্মভূমির দেশ

০৬ ই জুন, ২০১৭ রাত ১০:১৯

ধন্য মাগো ধন্য
এই দেশে জন্ম আমার হয়ত এরই জন্য
নিবির ছায়া ফেলছে মাগো
কৃষক মজুর জেলে
পাল তোলা নৌকা সিড়ি বাজায় বাসি রাখাল ছেলে।
নদী নালা খাল বিলে চোখ বুলানো দৃশ্য,
পৃথীবির বুকে রানী হয়ে বাধছো বুকে শ্বীষ্য।
বিশ্ব কবি গাইছে তবে দেশটার তরে গান,
তার তরে সোনার হরিণ রয়ে গেছে অম্লান।

রূপ বৈচিএ মেলছে শাখা কানায় কানায় মেলা,
নদীর বুকে শ্বক্ঙা চীল জেলে নৌকা ভেলা।
কোমল বায়ুয় ছোয়া লাগে দেহ করে শীতল,
এই বায়ুতে পরান জোরে মায়ের শাড়ির আচল।
দুঃখ সুখে মিলছে গাথা নয়ন দেশের কথা
ঝরের সাথে করে লড়াই থাকে না কবু ব্যাথা।
চিরতরে ঘুমিয় পড়ে অখুন্যতার নেই রেশ,
এই মাটির বুকে পিট মিশায় জন্মভূমির দেশ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.