নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞানী লোকের কাছে প্রতিনিয়ত শিখছি। অজ্ঞের থেকে শেখার কিছু নেই। সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

এল বর্ষা এল বর্ষা এল রে

১১ ই আগস্ট, ২০১৭ রাত ১০:২১

ঝরো ঝরো বাদলও দিনে
শন্ শন্ দক্ষিনা বায়ু
রিম ঝিম টুপটাপ বৃষ্টির
বারতা নামে রে
কোনো ওই কাশবনে ঘাসে
নদী জঙ্গলে এর আসে পাশে
মেঘ মালা ছুটে রে
ভর পুরে নদীই নালা
খাল বিল জোয়ারে
কানায় কানায় পূর্ণতা পায়রে
রোদের আনা ঘনা চিক চাক
রোদের ছায়া
মাঝে মাঝে খুজে পাইরে
গগন ডাকে আকাশ কোনে
গুড়ুম কি আহা শব্দ
কি কানে বাজে বুক কেঁপে
উঠে রে মৌসুমি
বায়ু ভিজে ভিজে
জল পাতা কচুরি শেওলা
ভেসে আসে ঘরের দুয়ারে
এক হাঁটু জল কাদা মেখে
মেখে পায় কন্না ঘরে ফেরে রে
জেলে নৌকা ভেলা সারি বেধে
নদীতে থই থই ভরা পানি
ধরে রে
এল বর্ষা এল আষাঢ়
এল ঘন মেঘের আধার
এল টুপটাপ টুপটাপ
জলের বারি ধারা ঝরে রে
এল বর্ষা এল বর্ষা এল রে

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.