নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।
-- ০১/০৯/২০১৭
ভোলা ।
রাত ১০টা ৩০ মিনিট
প্রিয় --
বন্ধু তুমি তুমি কেমন আছো স্রষ্টার কৃপায় ভালো আছ নিশ্চয়ই ।
ক দিন যাবত আমার মনের সাথে হিমশিম খাচ্ছি
বেশ ভাল লাগছেনা আমার ।বুকের মধ্যে ব্যথাটা কেমন অচিরে কষ্ট লাগছে পৃথিবীর মানুষ গুলো ভুলে যাবে আমায় একদিন আমায় মাঠ ঘাট সমস্ত তৃন্ন লতা আমায় ভুলে যাবে।ভাবি
আমার কথা গুলো অচিরেই অগোচরে থেকে যাবে নিজের সাথে রাখতে না পেরে
ভাবি বন্ধু টা কে যদি একবার হলেও শেয়ার করে জানাতে ইচ্ছে হল
মনের মধ্যে একটা অনূভূতি জাগলো। কি করি কি করি
আমার ঘরের প্রায় সবাই আছে নিজের ভিতর শূন্যতা মনে হয় আমার সবাই আপন জন কিন্তু প্রিয় হয়ে উঠে নাই তার ভিতর। নিজেকে বড় এক মনে হয়।
খেলার চলার বন্ধু দের সাথে বড্ড মিশি
কিন্তু ভুলিয়ে রাখি নিজেকে কেমন জানি তবুও আমি ভাল থাকতে আমার মাঝে লুকিয়ে রাখি শুনেছিছ আমার মুখে প্রিয় মুখটি হারিয়ে আজ
_________আমি ভালবাসতাম কি জানিনা
ভাল বাসা বাসি ভূত মাথায় কখনো চাপেনাই।
জীবন টার একটা পেছাল পরিয়া হয়ত মনের জিত করিয়ে এই প্রথম কাউকে ভালবাসতে গেলাম।
তখন জীবন টার বাড়ন্ত বয়স মনের জোরে নিজে
সইতে না পেরে একটা দৌড়া মারলাম ওই যেমনটা গোল্লা ছুঁচের মাঠে ছেলেরা যেভাবে দৌড়ায়।
মনের ভিতর সংসার দুঃখের একটা অভাব ছিল।
তার ভয়ে ভয়ে কাটত আমার জীবন কাউকে বলতে পারি নাই । দশ পাঁচ টা ছেলে মানুষি মত নয়। তা হলে তো নিজেকে ভাগ্য বান মনে করতাম ।
স্রষ্টা র সুধায় আমি কেবল অবহেলা ভিতর পরেছি।
ও তোকে তো বলাই হয় নাই আমি সুন্দর স্মার্ট হলে ও ভিতরে ছিল ভাঙা ধানের নাড়ার শক্তি ।
কিন্তু কাউকে ভালবাসার আগে জানা ছিল না
ভালবাসার দান প্রতিদান মর্যাদা দিয়ে লেলে পুলে
বড় করতে হয়।
মনের ভিতর একটা জিদ বলছ রাগ বলছ ওসব
কারনে ভালবাসতে গিয়েছিলাম ।
না আমি পারি কাউকে ভালবাসতে আমি ছোট ঘরের সন্তান হলে ও তোদের কাছে কানা হয়ে থাকব নয়ত মানুষ বলবে কোন দুঃখ সুখে মনের উপর চাপিয়ে দিতে চাইবে।
এজন্য সত্যি সত্যি কাউকে এইত ভালবাসা ।
তুই জানতি কি আমার জানা নাই।
তোকে যে এতক্ষণ গল্প শুনলাম বাড়ি র দক্ষিণ পাশে দেমাককি অহংকার কারী লোভী মেয়ে টা। যাক
তোর ভাল বাসা হেলা পেলা অবহেলা কারনে আবার বেশি ভালবাসার জোকারের অবশেষে পশ্চাতে হল আময় হয়ত আমি কতটা এই আছি
খোদা ঠিকই তার ওজনের মাপকাঠি তে মেপে গেছেন বলতে পারবিনা।
তখন যে আমার অকৃত্রিম সেই ভালবাসা পুলক জেগেছিল আমি কিন্তু বুঝতে পারিনাই।
যদি বুঝতাম আর কখনোই বা জানিতাম
ক্ষত বিক্ষত হেলা পেলা ভাঙা পেয়ালা মত অগোচরেই বাড়ির আঙিনার দক্ষিণ পাড়ে পরে থাকতাম না জীবনের আস্বাদন রস ছিল মনে মধ্যে ।
একটা মানুষকে ভালবাসব তাকে ঘীরে সপ্ন নয়নে কচি পাতা গুলো যৌবন হেসে
গুলো ফুলে ফুলে মধুর ঘ্রাণে ভরে উঠত।
যখন ই বুঝতে পেরেছি যে তখনই
ভালবাসার জন্য কতটা সিরিয়াস হয়ে পরেছি
তোকে বলে বুঝতে পারব না ।
আমি য সিরিয়াস হতে গিয়ে তোর সাথে
কিছু না বলতে পেরে নিজেকে ক্ষুরে ক্ষুরে খেয়ে
বাঁশ গাছের মত নিজে ভেঙে চুরমার হয়ে লন্ডন বন্ড দু ভাগ ভাঙা কাচ বাঁশ হয়ে বাঁশ ঝাড়ে পড়ে আছি আমাকে কোন মালিক কিনতে ও আসে না
মালিক খোঁজ খবর নেয় না।
মাথা নত হয়ে শত ঝরা বৃষ্টি সহ্য করে করেই যাচ্ছি।
এখনো মাঝে মাঝে নিজেকে অথই হারিয়ে বসিরে।
বাংলাকে আমি ভালবাসি বাংলা মাঠ ঘাট খোলা মাঠে আকাশের নিচে সবুজ ঘাসে আবেগ বেশে
নয়ত দরিয়া সাগর পাড়ে ধু ধু মাখা কুয়াশা চিরে
এক নুপুর পড়া রিনিঝিনি পায় হেঁটে হেঁটে আমার পাশ টায় ঘা ঘেঁসে বসে পড়ল কেউ। এটাই ছিল আস্বাদন রস আমার মাঝে মাঝে ভাবি হবে বুঝি এ পূরণ টা
ভাবতে কি অবাক লাগে মনে হয় এভাবে মাঝে খুঁজে পাই বড্ড খুঁজে পাই।
তোকে পাব তাই বলে আমি সুখী না শুধু একট ঘুম ।
ক্লান্ত এক রাতে যতক্ষণ হয় তোর পাশটায়।
আমার ঘুম ভাঙাতে যদি দেরি হয়
জাগাইসনা আমারে আমি নিজে যখন জাগি।
জীবনের লেনদেন মুছে যাবে আমার তারপর
হয়ত যদি চলে যাস যাবি
বাধা দিবনা আমি নতুন পৃথিবীর সাজিয়ে দুঃখের অবসান ঘটিয়ে আবার হাসব।
আমি বলব অনেক দুর অবস্থায় কে দুর করলো।
খোদার কৃপায় আমি নতুন রঙে সাজিয়ে এক মুঠো হাসব।
মানুষ পদে পদে অপদস্থ করেছে আমায়
কারো প্রতিবাদ করিনি কারো সাথে শত্রুতামি করিনি কারো কারন আমি হেরে গেছি
যুদ্ধের পথিক কিংবা খেলার মাঠ থেকে
চোখে অশ্রু নিয়ে দর্শক যেমন মাথা নিচু করে
কেঁদে রুমাল মুখে চলে আসে ঠিক তেমন টাই।
ভালবাসার মানুষ তুই তোকে না পাওয়ার বেদনা
আমি যে একটা আস্ত মানুষ ভেঙে চুরমার হয়ে
গঙ্গা র জলে ভাসছি কেউ দেখে না আমায় আর কাউকে বলি ও না আমি আমার কথা গুলো কাউকে বলি না হয়ত আমার অজান্তে সামনে সামনে আপসোস করবে পরে আমায় আস্ত ঘৃণা করবে।
আর তোকে অবহেলা আমার মনের বড় আরেকটা যদি সর্বনাশ হয়ে যায়।
আমি তোকে মাঝে জান্নাতের বাগান মনে করি
আসলে তুই একটা জান্নাত শুধু বলাটাই ছিল।
জানিনা কখনো তোর কাছে মাপ পাব বলে জানিনা।
তবে যে ফুলে আঘাত আমি সইতে পারিনা।
লিখতে লিখতে আর পারছি ভাল থাকিস
ইতি মুসা
শশীভূষণ ভোলা
চরফ্যাসন।
২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৫
ত্রিকোণমিতি বলেছেন: দুপুরবেলা,,,ফিলিংস কাজ করলো নাহ
৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৩১
এম ডি মুসা বলেছেন: কাজ করিয়ে ফেলেন
©somewhere in net ltd.
১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:১২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ