নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।
সূর্য উঠল পুব আকাশে সোনা রোদে মেখে,
খোকন তোরে ডাকে মা ভোর হতেনা দেখে।
কখন ভোর যে হয়ে গেল নাস্তা খেতে আয়,
উঠরে খোকন ফ্রেশ হনা বেলা বয়ে যায়।
সবই দেখ উঠে গেল এখনো থাকবি ঘুমে,
রাত ভরে জাগস কেন জলদি যাসনি রূমে।
ঔ উঠেছে পাখি ডাকছে ফুলনা গেল ফুটে,
চারদিকে ছুটছে মানুষ ছুটছে কেমন ছুটে।
চিকচিক রোদ হাসল জানালা মারে উঁকি,
তোর আগে উঠে গেল ছোট্ট সোনা খুকি।
ভোরের হাওয়া লাগলে গায় দিন ভাল কাটে,
বাবা তুই চোখটি মেল থাকিস না আর খাটে।
আর নেবেনা তুই ল্যাপটপ ফোন হাতে করে ইচ্ছে ,
তুই বুঝিস না ওগুলো তোর শরীর ভেঙে দিচ্ছে ।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:১৭
এম ডি মুসা বলেছেন: ওকে ধন্যবাদ । আপনাকে সঠিক নির্দেশ দেওয়া জন্য
২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৩৪
ইসমাম মাহমুদ বলেছেন: কবিতাটা মার খুব ভালো লেগেছে
২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:২০
এম ডি মুসা বলেছেন: আমার ভাল লাগছে । শুভেচ্ছা ও দোয়া রাখবে ন।
৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৪৩
ভ্রমরের ডানা বলেছেন:
আগে পড়িনি তবে এবার পড়েই ভাল লাগল। ভাল প্রচেষ্টা...
২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪১
এম ডি মুসা বলেছেন: ধন্যবাদ শুভেচ্ছা নিরন্তর ।
©somewhere in net ltd.
১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:০৩
মোস্তফা সোহেল বলেছেন: এই কবিতাটি না আগের দিন পোষ্ট দিলেন?
রিপোষ্ট দিলে অনেক দিন পরে দিতে হয়।
ভাল থাকুন।