নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞানী লোকের কাছে প্রতিনিয়ত শিখছি। অজ্ঞের থেকে শেখার কিছু নেই। সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

ডাকি মা তোকে

২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮




ওই যে আমার মা মনি কোথায় রইলি পড়ে ,
তোর ছেলে ডাকছে তোকে ডাকছে কেমন করে।
খাবার বেলা কেউ ডাকে না আয়রে খেতে আয়,
মাগো তো রি ছোট্ট ছেলে তোর মমতা চায়।
ঔই গগনে চলে গেলি ওই না মেঘের পরে,
মেঘের কোনে লুকিয়ে গেলি রইব কেমন করে।
মা তুই কেমন আছিস মা আছছ কেমন মা বড় জানতে ইচ্ছে করে,
মেঘের পরে বাড়ি আছে নাকি মা রইছিস সেখান ঘরে,
সেই বাড়ির নামটি কি মা স্বর্গ স্বপন দুলে,
তাই না পেয়ে তাইত মাগো গেছস আমায় ভুলে।
লাল পরী নীল পরি সেখান উরা উরি করে ,
তুই কি মা তাদের সাথে রইছস মিশে জুরে।
অনেক দিন মা তোকে ডাকি না ডাকতে ইচ্ছে করে,
এত করে ডাকছি রে মা সারা দিছনা ঘরে।
মা তুই বলেছিলি কভু তবে একটুখানি হেসে,
ওই পারের মানুষ তো আসে প্রজাপতির বেসে।
মাকে ডাকি কেমন করে পাইনা মার সুর,
ওই গগন থেকে বলল যেন আমি অনেক দুর।
দেখব আমি কেমন করে মারে তো রি ছায়া,
তোরি মত কেউ করেনা মা আদর সেহ্ন মায়া।
কাব্য গ্রন্থঃ বাধন।
বিঃদ্র ০৭/০৯//১৭ তারিখ মা না ফেরার দেশে গেছেন ।
তার জন্য লেখা ।।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:১৪

নির্বাসিত কবি বলেছেন: আবেগ, অনুভূতি আর ব্যথারা যেন গড়াগড়ি খেয়েছে শব্দে শব্দে। এ ব্যথা এখনো অনুভব করার দুর্ভাগ্য হয়ে ওঠেনি। জানিনা এ ব্যথা কিভাবে কেমন করে সহ্য করা যাবে।

ভাল লেগেছে। সুন্দর শব্দমিল কবিতাকে পূর্ণতা দিয়ে গেছে লাইনে লাইনে।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৪২

এম ডি মুসা বলেছেন: কবি আপনাকে আমার শুভেচ্ছা । কবিতা ককটেল প্রকাশ করার কথা একটু ভাবি মন্দ হবে?? অনান্য তে কিছুট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.