নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞানী লোকের কাছে প্রতিনিয়ত শিখছি। অজ্ঞের থেকে শেখার কিছু নেই। সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

শরতের কবিতা (১)

০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ২:০২




নীল আকাশে ভেসে শরতের সাদা সাদা মেঘের ভেলা,
কাশবনের ফুল ফোটে ফোটে বাতাসে খেলে তরঙ্গ খেলা।
পাগলা হাওয়া মাতাল করা আঁচল ছুঁয়ে ছুঁয়ে উড়ে,
এক পলক অচেনা ছেলে মেয়ে কাশফুল ছিড়ে মুঠো ভরে।
গাছের তলায় বিছিয়ে পড়া শিউলির গন্ধ অকুল করা ঝর,
শ্রবণের ধারায় মুছে কাপুন বিটপি শ্রেণীর দুয়ার সস্তিধর।
ভাদ্র আশিন দুয়ে মিলে শ্রাবণ বিদায় লগ্নে শরৎ হেতু রাজত্ব,
গাঢ় ঘন নীল আকাশ খন্ড খন্ড মেঘে ভেসে আসা
রানীর শাশ্বত।
দিনভর সোনা ঝরা রোদ মৃদুমন্দা নদীতে বাতাস ঢেউ খেলে ,
গাছ পালা নদী নালা প্রকৃতিতে যেন ছড়া ছড়ি
বইয়ে মেলে।
রোদ মেঘের ছায়া লুকোচুরি পাহারা দেয় খ্যাত মাঠে কোনায়,
পাখি কুলের উড়া উড়ি কিচির মিচির ডেকে হারায় দুর অজানায়।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ সকাল ৮:৩৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সুন্দর হয়েছে।






ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

০৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫১

এম ডি মুসা বলেছেন: শুভেচ্ছা বিনিময় ।

২| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: এক প্রকার ভাল।

০৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫২

এম ডি মুসা বলেছেন: আমার খুব ভাল লেগেছে শ্রদ্ধা সালাম নিবেদন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.