নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞানী লোকের কাছে প্রতিনিয়ত শিখছি। অজ্ঞের থেকে শেখার কিছু নেই। সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

মেঘনার ভাঙন

০৭ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:২২




মেঘনার পাড় ছোট্ট ঘরটি সাহিদার নিবাস,
ছয় বছর অগে স্বামী হারায় ফেলে দীর্ঘশ্বাস।
নদী মাটি খেলায় কখনো জীবন কে করে নেয় গ্রাস,
কখনো আবার এই নদীতে জুটে পেটের খোরাক,

ছোট ছোট ৩পুতকে ঘীরে গাঙ পাড়ে ঝুঁপড়ি আশ্রয় অনেক বছর তারি বসবাস।
সম্বল বলতে ছিলই শুধু স্বামীর টুকু ভিটেমাটি,
রাক্ষুসে মেঘনা কুড়ে খাইল যা ছিল তার গুটি।
ঘরবাড়ি পুকুর খানা জরিয়ে ছিল যা দেহের বাঁধনে,
সেটুকু এবার চলে গেল মেঘনার কাপন ভাঙনে।
মেঘনার ভয়াল এই ছোবলে গৃহহারা কত পরিবার,
তাদের কান্নার কে কান রেখে বুক চিরে তাদের চিৎকার।
ভেসে যাচ্ছে গাছ পালা বাড়ির উঠান টুকু জল চকিটা যাচ্ছে ভেসে কে রাখবে এইটা কভু,
স্রষ্টা ধারে মিনতি করে হে খোদা ভেঙোনা আমার
ভিটেমাটি ওগো দয়ার প্রভু।
ডুবে যাচ্ছে নদীর মাঝখানে আমগাছ টি কাঁঠাল গাছের ছায়া,
গবাদি পশু যাচ্ছে ভেসে স্রোতে তীব্র প্রবল নির্দয়া কেমন মায়া।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:১৭

আমার আব্বা বলেছেন: আরে এই হারামী পদ্মা ,মেঘনা নদী আর কত খাইবি আরও মানুষ খাইয়া যা আরও কিছু লইয়্যা যা তোর দরিয়া কি ভরেনা ।

২| ০৭ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুবই কষ্টের লেখা...

০৭ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:০৫

এম ডি মুসা বলেছেন: শুভেচ্ছা সত্য কথা।

৩| ০৭ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:১৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভাই, পদ্মা মেঘনা বা অন্যান্য নদী এলাকায় তীরবর্তী এলাকার মানুষদের অন্যত্র বসবাসযোগ্য জায়গা করে দেয়ার কোন ব্যবস্থা মনে হয় এদেশে নাই! কিন্তু, দরকার ছিল এদের নিয়ে ভাবার, আজ পর্যন্ত কোন সরকার এইসব এলাকা নিয়ে ভাবলো না! কত পরিবার প্রতিবছর নিঃস্ব হয়ে যাচ্ছে.... সমবেদনা থাকলেও কোন কার্যকরী পদক্ষেপ আমরা সাধারণ মানুষরা নিতে পারিনা।
প্রত্যাশায় রাষ্ট্রীয় প্রতীক্ষা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.