নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞানী লোকের কাছে প্রতিনিয়ত শিখছি। অজ্ঞের থেকে শেখার কিছু নেই। সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

দেশের ছায়া

০৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:০৬


আমাদের এই সবুজ খানি আমাদের দেশ,
কত রঙ মিশে আছে সোনার বাংলাদেশ ।
সোনার ফসল তৈরি করে খাঁটি মাটি থেকে,
কত নদী বয়ে গেছে অদূর এঁকে বেঁকে ।

নদীর কুলে পাখির ঝাঁক মুগ্ধ করে খানি ,
কত কন্ঠে বলে গেছে বাংলাই কুলের রাণী।
অথই নদীর ঢেউ রয়েছে বিল রয়েছে তীরে,
কত লোকের বসত করে"নদীর কূলে ঘীরে ।

কত ফুল ফোটে বনে কত ভোমরা গায়,
কত সুরে গাইছে মাঝি ভাটিয়ালি বায়।
ঝোপে ঝাড়ে কত মেঘে বৃষ্টির আনাগোনা,
কত রূপে সাজলে তুমি নেই মোদের জানা ।

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:০৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সুন্দর হয়েছে।





ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

০৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:০৯

এম ডি মুসা বলেছেন: ধন্যবাদ ও শ্রদ্ধা ।

২| ০৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর কবিতা, মুগ্ধ হইলাম

০৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২৫

এম ডি মুসা বলেছেন: আমার ও ভাল লেগেছে ।

৩| ০৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪০

আবু আফিয়া বলেছেন: ভাল লাগল, ধন্যবদা

০৮ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:১৯

এম ডি মুসা বলেছেন: ভাল লাগলে আমার ভাল লেগেছে ।

৪| ০৮ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৩১

মোঃ মাইদুল সরকার বলেছেন: ছবি ও কবিতায় +++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.