নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞানী লোকের কাছে প্রতিনিয়ত শিখছি। অজ্ঞের থেকে শেখার কিছু নেই। সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

সন্ধ্যার কবিতা

০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:১১

১ম।
• গোধূলি নীল বর্ন বেকে দুয়ারে,
• একটু পরে সন্ধ্যা নামবে খানিক ক্ষন পরে।
• পশু পাখি হাল ছেড়ে গলা টানা দেওয়ার ছুটেছে ধীরে রাত্রি যাপনে যার যার প্রান্ত যার।
• কৃষক নাঙল কাঁদে লয়ে ধরছে বাড়ি পথ ফেরার।
• তেজস্ক্রিয় সূর্য্য রক্তিম লালে যাবে যাবে ঘরে দিবে
• ডুব,
• তার মাঝে বেলা ঘনিয়ে এল আধার সন্ধ্যার আচ্ছন্ন খুব।
• মুয়াজিন কন্ঠ ধ্বনি ভেসে ভেসে মাগরিবে সন্ধ্যা ধীর আযান,
• নতুন প্রদীপ দিল জ্বেলে চমকে ঘরে চেরাকি লন্ঠন দীর্ঘ রাত্রিরে অভিযান।

• সাঁঝের বেলা কৃষান বধু হেলে হেলে কুঁড়ে উঠুন পাহাল আন্ত প্রান্ত তদ্র কুড়য়।
• ততক্ষণে ভাস্কর্য রক্ত বর্নতা ডুব ডুব অদুরে টুপ করে ডুবে যায়।
ভয় ভয় নিস্তব্ধকার চারদিকে একাকার নেই কেহ সঙি সাথী বুক ধু ধু করবার পথ চলার পথ হাটবার ঘেনিয়ে এল সন্ধ্যা এক অদৃশ্য অন্ধকার ।

• তিমির রাত ঘেনিয়ে ধেয়ে ধেয়ে আসছে আঁধারের ছায়ার ঢালা,
• কালো ঝাপসা রেখা টেনে গেছে কালো রূপ পূর্ব আকাশ মিলে ও গাছপালা।
• চারদিকে একলা মাঠ ঘাট শুন্য স্তব্ধ নিরস্ত্র নিরাকার,
• ব্যাঙের ঘ্যাং ঘ্যাং ডাকন কীটপতঙ্গের গুন গুন শব্দে একাকার।।
এসেছে সন্ধ্যা নিস্তব্ধ একাকার । চিত্রঃ সংগ্রহ করা।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:১৮

দীপঙ্কর বেরা বলেছেন: বাহ। ভাল লাগল ।

০৯ ই অক্টোবর, ২০১৭ ভোর ৬:৩৪

এম ডি মুসা বলেছেন: শুভেচ্ছা আপনাকে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.