নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।
জন্ম থেকে ছুড়ে ফেলা বস্তি গৃহে বসবাস,
খাবার বেলায় কিছু কথা মনে পড়ে একরাশ।
বাবা আনিত সন্ধ্যা বেলা ঘরে পাঁকের চাল,
মায় তার সাথে আরও রাধীত কিছু মোটা ডাল,
দু মুঠো মুখে দিয়ে কেটে যেত দিনক্ষণ যাত্রী,
মা না খেয়ে দিত খাবার সন্তান কুলের ধাত্রী ।
বাবা মোদের ছুটে যেত একটু কাজের লাগী ,
ফজর নামাজ পড়িতে যেতে যে উঠত আগে জাগি।
গামছা কাঁদে লয়ে বের হত দুটো অর্থ যে কুড়ে।
কোন দিন যে কাজ পেতনা আসত ঘরে ফিরে।
দুপুর বেলা যে যেত বয়ে রুজি খাদ্য না জোটে,
বাবা যে কখন কেঁদে দিত ধার লাগী যেত ছুটে।
বুঝতে পারা ভাই বোনটি থাকত চুপে মুখ ভার,
ছোট্ট বোন টি না বুঝে খুদায় করল যে চিৎকার।
ছিরা কাঁথা আর ফুটো ঘর কেটে যেত দিনকাল,
বর্ষার ঝরে কখনো বা আবার করত যে বেহাল।
ঘন বসতি ভিটের জায়গায় লইয়া থাকি জুড়ে,
গ্যাস পানি বিদৎ মোদের না চাইতে যেত ফুরে।
২২ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৫০
এম ডি মুসা বলেছেন: ধন্যবাদঃ
২| ২২ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৫১
মাহবুবুল আজাদ বলেছেন: সুন্দর লিখেছেন।
২২ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৫১
এম ডি মুসা বলেছেন: আমার কিন্তু অনেক ভাল লেগেছে
৩| ২২ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৩৮
ফেরদৌসা রুহী বলেছেন: বস্তির বাস্তবতা, ভালো লিখেছেন।
২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ২:৫৩
এম ডি মুসা বলেছেন: শুভেচ্ছা প্রীতি ভালবাসা
৪| ২২ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৮
আখেনাটেন বলেছেন: বস্তির কথোপকথন। চীরায়ত ব্যথা।
২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ২:৫৪
এম ডি মুসা বলেছেন: সত্য বলছেন
৫| ২২ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:০২
কবি হাফেজ আহমেদ বলেছেন: কলমে ফুটেছে আজ সত্য কথন
দু'চোখে ভেসেছে অতীত কবিতার মতন।
ভালো লাগলো। শুভ হোক আপনার আগামী।
২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ২:৫৫
এম ডি মুসা বলেছেন: ধন্যবাদ শুভেচ্ছা নিরন্তর কবি
©somewhere in net ltd.
১| ২২ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:১২
মরুচারী বেদুঈন বলেছেন: