নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে জানে জ্ঞানী গুণী তার কাছে শেখার আছে। মাথামোটার কাছে আমার কিছু শেখার নাই। আচরণে তার বংশের এবং ব্যক্তিক আভিজাত্য প্রকাশ পায়।সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

মা

২৩ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৫৮


মার পাঁকের ঘরের থালা বাটি নাড়ার এখনো শব্দ পাই , ভাবছি ওই তো মা বুঝি দু হাত নেড়ে নেড়ে
পিয়াজ মসল্লা গুলো বাটছে, মাঝে মাঝে বাজার কিংবা কোন আড্ডা খানা থেকে ঘরে এসে মা বলে ডাক দিয়ে ফেলি, মা--- কই আমনে তখনই থমকে যাই তখনি বুকের মধ্যে একটা ক্ষত সৃষ্টি হয় ,
মা বুঝি নেই প্রথম কয়টা দিন বিশ্বাস হচ্ছিল না
মা নেই কথাটা ----- তবু ঘরে এসে মা মা আমার চার্জার টা কই মোবাইল চার্জ নেই একটু চার্জ দেব, -----ওই চা কই রাখছোছ না আরে একটু খুঁজলে কি হয় তখনই মা খুঁজে বের করে আনল, ----- মাঝে মাঝে কোথায় যাওয়ার সময়,
মা মা কলেজ যামু আমার কালো শার্টটা কই, ওই মা চাবিটা কই ,মা জুতা জোড়া কই, মা গোসল করব তোয়ালে আনতে ভুলে গেছি,
তাড়াতাড়ি নিয়া আহেন, মা মা বাজারে যামু টাকা আছে কয়টা টাকা দেন না, মা কাল পরীক্ষা আছে সাতটায় জাগিয়ে দিও ওই কিরে ঘুম থেকে উঠবিনা আজ তোর পরীক্ষার সময় যায় ।
মা ওই ছেলেটা আমাকে এমন বলছে বিশ্বাস কর মা আমি কোন দোষ করিনি।
পিঠা বানিয়ে বানিয়ে টেবিলে হাজির করত মা জানে পরীক্ষা দিন কিছু খাইনা। পিঠা আমার খুব শখ তা অবশ্য খাই।
ওই কিরে সকালে কিছু খাস নাই এখানো খাবিনা দুপুরের টা খেয়ে
ওই জলদি করে রাতে ফিরিছ ঘরের রান্না তরকারি নষ্ট হয়ে যায়। এ গুলো গরম করতে কষ্ট হয়
আর বাপু একলা বাড়িত কেমন কেমন ভয় লাগে তুই দ্রুত বাসায় ফিরিছ আমি একলা ঘরে এখন থাকতে পারিনা।
এসব কেউ বলছে না যত ডাকছি ফিরছে না মা মা মা---- জানি সে বুঝি আর ফিরে আসবে না।
জীবনের কত জন্ঞাল ঝামেলা ছিল পরিপূর্ণ
কোন দিন সস্তি বোধ করে বলা হয় নাই মা তোকে অনেক ভালবাসি মা গলাটি জরিয়ে ধরে বলা হয়নি,
মা তোকে ভালবাসি ,মার সেই জায় নামাজ টি ঠিক সেখান টায় পড়ে আছে। ঠিক তার গোছানো কাপড় গুলো শুধু মা টি নেই।
একটু দাঁড়িয়ে যাই নিরবতা চোখ জল ঝরলো। মা নাই এই কথাটা শুনলে কেমন জানি মাথাটা নুইয়ে নুইয়ে ঝিমিয়ে পরে আকাশ ভরা একটা চিৎকার না করেই থেমে যাই আমি।

মন্তব্য ১১ টি রেটিং +২/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২৭

সুমন কর বলেছেন: হুম, মা ছাড়া আমরা অচল !! লেখা আরো একটু গুছিয়ে লিখতে পারতেন।

২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:০৯

এম ডি মুসা বলেছেন: পৃথিবীর সকল মাকে শ্রদ্ধা আর মা
গেছে যার জন্য দোয়া করবেন

২| ২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর লিখেছেন মা' নিয়ে, ভালো লাগলো পোষ্ট।

মা'য়ের অভাব যার নাই সেই জানতে পারে ...

শুভ হোক আপনার

২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:১২

এম ডি মুসা বলেছেন: গত এক মাস আগে চলে যাওয়ার অনুভব করছি

৩| ২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৩৬

রানা আমান বলেছেন: খুব সুন্দর লিখেছেন । ভালো লেগেছে ।

২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:১২

এম ডি মুসা বলেছেন: মা মত আপন কেহ হতে পারে না

৪| ২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৫৪

শৈবাল আহম্মেদ বলেছেন: ধন্যবাদ, যথেষ্ট সুন্দর মনমানসিকতা নিয়ে মাকে উপলব্ধি করেছেন এবং মনের প্রকৃত্ব ভাব প্রকাশ করেছেন। আমার মা এখনও বেচে আছেন। তবু আগাম ভেবে খুবই কষ্ট পেলাম,দুক্ষ পেলাম। এবং ভাবলাম জগতের এসকল চিরসত্য ব্যপারগুলো আমাদের মেনে নিতেই হয়।

আসলে আমরা যে একটি অপরাহেৃর মত ক্ষণস্থায়ী যাদুর নাট্যমঞ্চে চরম অসহায় ও একা জিবন যাপন করছি প্রত্যেকেই-সেকথা কখন যে মনের অজান্তে ভূলেগেছি বা জগতে আমাদের অপুরন ও কাল্পনিক চাহিদা,আসা,আকাঙ্খা এবং প্রতিশোধ,ঘৃণা ও আপেক্ষিক মান-অভিমান,লাভ-লস,ভাল-মন্দ,চিত্ত-বিনোদনের লক্ষে কর্ম-ব্যস্ততায় ও জ্ঞানের তারতর্মে কখন যে ভূলে যায় বা বুঝতে পারিনা যে,আমাদের নিয়ন্ত্রক ও পরিচালকের কোন স্পষ্টতা জগতে সঠিক ভাবে নেই। বিভিন্ন ধর্ম গুরুর আবিস্কার বা আস্তিক ও নাস্তিকদের কথাবার্তা উপর ভিত্তি করে যে যেমন সিন্ধান্তে উপনীত হতে পারে। কিন্তু পিতা বেচে থাকতে সন্তানরা যেমন তার অনুরোধ ও অভিযোগ উপস্থাপন করতে পারে ঠিক তেমনি পিতা ও তার উপদেশ,আদেশ ও পরিচালনায় সন্তানকে গড়ে তুলতে পারে-এমন কোন স্পষ্টতা নেয় এখানে। এমনকি আমাদের নিজেদের মন ও শরীরের কন্ট্রোলও আমরা ইচ্ছামত করতে পারিনা। যানিনা শরীরের কখন কোন অংশ নষ্ট হচ্ছে,কোন খাদ্যের বা পদার্থ ও কেমিক্যালের প্রভাবে শরীরের ধাতুর তারতর্মের পরিবর্তন হয়ে-শরীর ও মনের উপর কেমন প্রভাব সৃষ্টি করে কেমন কর্ম সাধন করে কেমন পরিস্থিতির শীকার হতে হয়। এবং কেমন পরিবেশে কার কথায়, আচরনে ও সঙ্গে কেমন প্রকৃত্বিতে আমাদের শরীর,মন ও মস্তিস্কে কেমন কর্ম ও ক্রিয়ার সৃষ্টি হয় সেগুলো সম্পের্কেও আমরা সঠিক ভাবে অবগত হতে পারিনা। আমরা যেন জগতে নামে মাত্র কোন কিছু বোঝার অনুভূতিতে-অনুধাবন,অনুশ্মরণ-অনুকরণ করে জীবন টিকিয়ে রাখার জন্য সম্পুর্ণ অজানা কোন এক দিকে চলেছি। কোথায় এর শুরু বা শেষ কেউ যানিনা।

২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:১৪

এম ডি মুসা বলেছেন: ধন্যবাদ শুভেচ্ছা

৫| ২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:১৫

এম ডি মুসা বলেছেন: মা থাকিতে জীবন জাগরণ,
মা বুঝতে পারে সন্তানের ক্রন্দন ।

৬| ২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:২৮

মোঃ মােজদুল ইসলাম বলেছেন: আমার ভাই মা শব্দটা উচ্চারণ করলেই কান্না চলে আসে।

২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৫০

এম ডি মুসা বলেছেন: মা শেষ দিন বলে গেছে বাবা তুমি আমার হারিয়ে যাবেনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.