নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।
বাঙালিরা খেলেছে কেমন মাঠের খেলা,
ভরদুপুরে গড়ায় সন্ধ্যের বেলা।
নাকের কোটায়, মেখে ঘুমায় খাটি সরিষার তেল,
হরতালে সব পথ আটকে গেছে বন্ধ গাড়ি রেল।
তোরা দেখরে চেয়ে দেখ
কারো কভু শোক দিনে কাটে জন্মদিনের কেক।
দেখরে তোরা দেখ বিক্ষুব্ধরা করল লুটপাট,
ক্ষমতা লাগি উতলা হয়ে বন্ধ করল রাস্তা ঘাট।
রূপ বদলের রূপান্তরে মানুষ গুলো বিপাকে পড়ে
বাংলা কে চুষে নেওয়া ।
এর চেয়ে স্বাধীনতা মোদের কি আর পাওয়া ।
কেউ বলে ওদের কেউ বলে মোদের দেশের তরে দেশ ,
ক্ষেপাক্ষেপি চলছে তুমুল ঝড়
হবে ঘারে সুযোগে মেলে যদি
ওদের রক্ষা মাটির নেই পদের দুলি,
পাটা পুতা ঘষামাজা মরিচের দফা শেষ এইটা গ্রাম
গন্জের বাংলা মায়ের বুলি।
যারে দিল পৃষ্ঠপোষক,
সে নাকি স্বাধীনতার ঘোষক।
কোথায় মিলবে সাড়া,
যারা দেশের জীবন দিল তারা আবার কাড়া।
যাদের রক্তে যুদ্ধ হল তাদের আজ খুঁজি
প্রানের দামে দেশ পেয়েছি মুল্য কোথায় বুঝি।
হাহা হা কবিতাঃ
বিঃ দ্রঃ এই কথা গুলো কারো খারাপ লেগে গেলে ক্ষমা প্রাথী
©somewhere in net ltd.