নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞানী লোকের কাছে প্রতিনিয়ত শিখছি। অজ্ঞের থেকে শেখার কিছু নেই। সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

বিজয় হে জন্মভূমি

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:২০



- মোঃ মুসা ইসলাম
সৃজিলে তুমি মোর চরনভূমি
ফিরিলে নতুন ধারায়_
অভিনব নব পুষ্প মুখরিত,
উচ্চাস জোয়ারে সেজেছ ফুলের বন্যায়।
কতো রক্ত বয়ে গেছে কতো স্বজন হারা-
লাশ পড়েছে কচুরি নালা নর্দমায়,
আর্তনাদ অশ্রু ঝরা আজো না ফুরায়।
তোমার পদধুলিতে মুক্ত ভোরের_
খোলা হাওয়ায় উড়ছে লাল সবুজ পতাকা,


কখনো ভুলবনা যা মুল্য রক্ত রঞ্জিত
অর্জিত হল যার এ বৃত্ত আঁকা।
ধানের গন্ধ গানের সুরে কন্ঠ মাধুলীতে
কৃষকের মুখে ফুটল হাসি,
অমর মৃত্যুঞ্জয়ের সোনালী স্বপ্ন উচ্চ-
শিহরনে গেথেঁ আজো চির ভালবাসি।
হে মোর জন্মভূমি হে মোর এক মুঠো বিজয়,
লাখো শহিদের রক্ত মিছিলে স্বাধীনতা আজ সঞ্চয় ।
তোমার বিজয় হে জন্মভূমি তোমারি আজি বিজয়।।

কবিতাটি ৪৭ বার

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:২৬

চাঁদগাজী বলেছেন:


জন্মভুমির মালিকানা বদলায়েছে

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৩০

এম ডি মুসা বলেছেন: পূর্বানুমান! লেখা। পাক থেকে বাঙালি

২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৪৬

রাজীব নুর বলেছেন: ৪৭ বার পঠিত মানে কি?

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:১৭

এম ডি মুসা বলেছেন: দুঃখিত দাদা ভুল টাইপিং

৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৫৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: @ রাজীব নূরঃ ৪৭ বার পঠিত মানে ৪৭ বারের বেশি কবিতাটি ব্লগে পড়া হবেনা।

কারণ নতুনদের লেখা যতই ভাল হোক তা বেশি বার পঠিত হয়না। পুরনোদের নিম্নমানের যে কোন লেখাই হিট।


কবিতায় ভাললাগা রইল।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:০৯

এম ডি মুসা বলেছেন: অনেক শুভেচ্ছা!!

৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫২

কামরুননাহার কলি বলেছেন: ভালো লেগেছে ।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:১০

এম ডি মুসা বলেছেন: বিজয় মাসে বিজয় শুভেচ্ছা ।

৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৮

ধ্রুবক আলো বলেছেন: কবিতা ভালো হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.