নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।
একুশ আমার অমরিত ভাবনা,
মাতৃকার মুখ্য ধ্বনি;
একুশ সেতো বায়ান্নর রক্ত-
জবর- দস্তের কুলখানি ।
একুশ আমার মায়ের মুখরিত আহ
প্রথম কথা বলা,
একুশ সেতো নবজাতক শিশুর
উচ্চারিত ---অ-আ-----বর্ণমালা
একুশ আমার পথ চলার অবকাশের
স্বাধীনতার পূর্বাভাস,
একুশ সেতো একাত্তরের বাণী
বহুল বিজয়- সংখ্যার একরাশ।
একুশ আমার জন্মভূমির মর্ম
উচ্চাস কন্ঠ- বুলির বাক,
একুশ সেতো নীড়ের পাখি-
মুক্তর স্বাদের সুত্রপাত নু ডাক।
একুশ আমার খ্যাত ন্যায় মুক্তি ও
ঐক্য প্রতিবাদী নম নম শীষ্য,
একুশ আমার অম্লান রক্ষিত ধন
অলংকৃত প্রসাদের মঞ্চায়িত,
এক বিশ্ব।
একুশে আমার বাংলার মিছিলের
রাষ্ট্রভাষা দাবির হেলি খেলা,
একুশে ওযে সালাম রফিক জব্বার
আর বরকতের,
রক্ত স্লানের মিলন মেলা।
বিঃ দ্রঃ কবিতাটি একুশে বইমেলা ২০১৮ বাংলা মায়ের কাব্য ঠাঁই পেতে পার।
©somewhere in net ltd.
১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৪৯
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।