নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞানী লোকের কাছে প্রতিনিয়ত শিখছি। অজ্ঞের থেকে শেখার কিছু নেই। সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

বসন্ত

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:০৩

পথের দুয়ারে উঁকি দিল বসন্ত ঋতুরাজ,
শিমুল তলের লোহিত ডাল পূর্ণতায় বিরাজ।
হাঁফ ছেড়ে প্রাণীকুলে টেনে টেনে নেয় নয়া শ্বাস,
শুভ আগমনীতে গেল শীতের যত অবকাশ।
কালো কুকিলের মিষ্টি সুরে কুহর কুহরে ডাক,
ভোমরা শুনা গুনগুনাগুন মধ্য দুপুর ঝাঁক ঝাক।
গাছ গাছালির কচি কুঁড়ি ডালে ভরা তৃণগুল,
চারদিকে ফের! গজে উঠল বৃক্ষরাজির মুকুল।
রাঙা রঙে হন হনে তবেই হৃদয়ে পথ খোলা,
প্রেমিকের মন দেয় ভরাট উচ্চাস প্রাণে দোলা।
পাখি গায় বনের বায় দক্ষিণের বাতাস বয়,
নীল নীল ঐ আকাশে আজ আজব মনে হয়।
হরেক ঋতুর মাঝে তুমি মাথার মুকুটের তাজ,
তাহার নীড়ে শোভাভূত ওগো বসন্ত ঋতুরাজ ।
যাত্রাপালার রঙধনুতে দেখে শিল্পের কারুকাজ,
গ্রামগন্জে ছায়াছবিতে আজযেন বসন্ত ঋতুরাজ।
ফাগুন মাসে আগুন লেগে কৃষ্ণচূড়ার ডালে,
সেই দহনের নেইরে তাপ ঝলক ঝলক জ্বলে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:১৮

রাজীব নুর বলেছেন: অতি মনোরম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.