নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে জানে জ্ঞানী গুণী তার কাছে শেখার আছে। মাথামোটার কাছে আমার কিছু শেখার নাই। আচরণে তার বংশের এবং ব্যক্তিক আভিজাত্য প্রকাশ পায়।সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

একুশের পথ চারনা

২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪৬


একুশ উনিশত বায়ান্নের একটি সকাল,
৫২নয় একুশ জুড়ে রবে বিশ্ব স্মৃতি বহাল।
একুশ মানে ভাষা কুলের মাঝির গুনটান,
একুশ হল শহীদের প্রতি স্মরণের পিছুটান ।
একুশ আমার বহুল কাহিনীর বিলাপ বর্ণনা,
একুশ হল শহীদ স্মৃতির চরনে পথ চারনা।
একুশ ভাইয়ের রক্তক্ত একটি ভেজা জামা,
ফেব্রুয়ারির একুশ তারিখ হতাহতি অঙ্গ ঘামা,
একুশ মাতৃভাষার লাগি রোপিত একখানা বীজ,
একুশ মুখের উপর জবরদস্তি বাকবুলি খারিজ।
একুশ সালাম রফিক জব্বার প্রাণ গেল বরকতে,
রূপক বর্ণমালীর আলংকারি মাখরাজ হরকতে ।
একুশ তো বাংলা মায়ের অহংকারি অনুপেরনা,
একুশ নব যৌবনের রৌদ্রজ্বলে তরুণের তারনা।
একুশ অকাল শোকার্তে পদার্পণ কবি সুকান্তে
আঠারো বছর নব সাধনা পরে একুশে ঘুমান্তে।
ঢাকা বিশাল ছাত্র সমাজের মিছিলের ঐক্যতান।
ভাষা শহীদের শ্রদ্ধা রেখে বাজে একুশেরি গান

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৯

রাজীব নুর বলেছেন: সুন্দর।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:২১

এম ডি মুসা বলেছেন: শুভেচ্ছা একুশ । সালাম নেবেন।

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:২১

সামিয়া বলেছেন: ভালো লাগলো ।।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:২২

এম ডি মুসা বলেছেন: আমার র ভালো লেগছে। ভালো লাগা চিরন্তন বয়ে চলুক।

৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

সেলিম আনোয়ার বলেছেন: একুশের শুভেচ্ছা ।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৪৮

এম ডি মুসা বলেছেন: লেখক শুভেচ্ছা একুশ মাতৃভাষার ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.