নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞানী লোকের কাছে প্রতিনিয়ত শিখছি। অজ্ঞের থেকে শেখার কিছু নেই। সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

স্বাধীনতা

১৮ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১৪

স্বাধীনতা মানে কি??
স্বাধীনতা মানে ভয় নেই তোমার
মুক্ত ডানার ডালা,
স্বাধীনতা মানে উচ্চ মঞ্চের
একটি অবারিত যাত্রাপালা।
স্বাধীনতা মানে বৈকালিক বেলার
নীল আকাশের হাতছানি,
স্বাধীনতা মানে মুছে গেল তা কালো
ঝাপসার রাতখানি।
স্বাধীনতা মানে বাজির খেলা
হার জিত একটা হবে,
স্বাধীনতা মানে অবাক সুর্য্যদয়
চিরন্তন উদয় ভাস্কর্য জ্বলে রবে।
স্বাধীনতা মানে ত্রিশ লাখ প্রাণের
রক্তের ছড়াছড়ি,
স্বাধীনতা মানে ছোট্ট ছেলের!
আকাশে উড়া ঘুড়ি।
স্বাধীনতা মানে শামসুরের কবিতার
মহা হুঙ্কারের গর্জনি,
স্বাধীনতা মানে বঙ্গবন্ধুর ডাক!!
------ভাষণে উঠলো তর্জনি!
স্বাধীনতা মানে যুদ্ধে নামান্তরে
----সাত কোটি বাঙালি,
স্বাধীনতা মানে একটি পতাকা
আঁকার লাল সবুজ বৃত্ত আঙুলি।
স্বাধীনতা মানে অত্যাচারিত দরবারে
---নাই কোন নিস্তার,
স্বাধীনতা মানে খোলা জানালা
--একখানা মুক্ত -দরজার বিস্তার।।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৮ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সবাই স্বাধীনতার সুফল পাক। নিজের অধিকার ও কর্তব্যে সচেতন হোক।

১৮ ই মার্চ, ২০১৮ রাত ৯:৪৩

এম ডি মুসা বলেছেন: ধন্যবাদ আপনাকে!

২| ১৯ শে মার্চ, ২০১৮ সকাল ৯:৪৪

রাজীব নুর বলেছেন: বেশ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.