নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞানী লোকের কাছে প্রতিনিয়ত শিখছি। অজ্ঞের থেকে শেখার কিছু নেই। সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

মুক্তির দিবস

২৬ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:২৪


স্বাধীনতার আবির্ভাব ঘটেছে
দিগন্তের পূর্বে উঠেছে অবাক সূর্যোদয়,
বাংলাদেশ তুমি স্বাধীন,
আজ নেই শত্রুহানার নয় ভীতি ভয়।
তোমার উঠেছে একটি অবাক সূর্যোদয়।।
মুক্ত সচ্ছলে কোমল প্রাণে গড়া
আমরা আর নিচু করে মাথা
কখনো হাত তুলবনা,
স্বদেশকে এনে দিয়েছ যাহারা
কখনো তাদের ভুলবনা।
মা সন্তান স্বজন হারিয়ে ৭১রক্ত
অনেক পেড়িয়ে আসে বাংলার স্বাধীনতা।
নয় মাস যুদ্ধে মৃত্যু, জখম, রক্ত,
উপর! পা রেখে জোটে মুক্তির বারতা।
আমরাই মুক্ত ভোগী এদেশের পাই
স্বাধীনতা,
শহীদের কথা যদি কেউ না রাখে মনে;
গরিব দুঃখী আর কৃষকের ঘরে,
গল্প আকারে থাকবে চির গাঁথা।
আজ বহমান ধারার প্রশান্ত
বাংলার জাগ্রত জনতার
আপমার দোলনা দোলে,
আজ শহীদের মুনাজাতে যেন যথা
স্বর্গের দরজা যাক খুলে।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৬ শে মার্চ, ২০১৮ দুপুর ১:০৭

পদাতিক চৌধুরি বলেছেন: এমন স্বাধীনতা আনুক মনের সহৃদয়তা,দূর হোক সংকীর্ণতা।
শুভেচ্ছা নিরন্তর।

২৬ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৪৩

এম ডি মুসা বলেছেন: স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালাম।

২| ২৬ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:১৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: শহীদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি।

২৬ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৪৪

এম ডি মুসা বলেছেন: পাতায় সুন্দর মন্তব্যে ভালো লাগছে।

৩| ২৬ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:০৭

রোদ্দূর মিছিল বলেছেন: "দিগন্তের পূর্বে" কথাটা নিয়ে ভাবতে পারেন। দিগন্ত (দিক+অন্ত) মানে হচ্ছে যেখানে আকাশ মাটিতে মিশে গেছে বলে মনে হয়। এবার আপনি পূর্বদিকে যতদূর চোখ যায় তাকিয়ে, যেখানে আকাশ মাটিতে মিশে গেছে বলে মনে হয়, সেখানে সূর্যোদয় দেখতে পারেন। এটা পূর্ব দিগন্ত (দিক+অন্ত), দিগন্তের পূর্ব নয়। দুঃখিত বিষয়টা নিয়ে আলোকপাত করার জন্য। শুভেচ্ছা।

২৭ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৫৮

এম ডি মুসা বলেছেন: মন্তব্যে করার জন্য ধন্যবাদ ।
আলোকচিত্র উপস্থাপন করার জন্য ধন্যবাদ ।
দেখুন একটি গান আমার সবাই জানি।
আমার ক্ষুদ্র আনুষঙ্গিক নিয়ে পরে আলোচনা বসছি।
এদেশের স্বাধীনতা গান ও জানি এক গীতিকার একটি
গান শুনেছি জানি । পূর্ব দিগান্তে সূর্য্য উঠেছে রক্ত লাল
রক্তে সেই গীতিকার কি এই ভুল করছে। নাকি আমি ভুলে পা রাখছি। জানাবেন?

২৭ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:০৫

এম ডি মুসা বলেছেন: আরেকটি কথা জানাই দাদা ।। যে আপার সূর্য্য তো দিগন্ত উঠে কথা তো ঠিক আছে ধরেন আপনি বললেন। দিগান্ত অর্থাত দিগের শেষ । সূর্য্য তো দিকের শেষ থেকে উঠে।
কিন্তু মনে হয় হঠাত্ করে মাথার উপরে তো না দাদা।
সূর্য্য নতুন করে অবাক সূর্যোদয় হয়। দুঃখিত মন্তব্যে বিশ্লষণ করার জন্য ।।

৪| ২৭ শে মার্চ, ২০১৮ দুপুর ২:১৭

রোদ্দূর মিছিল বলেছেন: সূর্য পূর্ব দিকেই উদিত হয়। সুতরাং "পূর্ব দিগন্তে সূর্য উঠেছে" গানটায় কোনও ভুল নেই। কিন্তু "দিগন্তের পূর্বে সূর্য উঠেছে" বলা হলেই খটকা লাগতো। এই ব্যাপারটা নিয়েই ভাবতে বলেছি। যেহেতু কবিতাটা আপনার, সুতরাং সাজেশন্স গ্রহন-বর্জন করাটাও আপনার ব্যাপার। "কিন্তু মনে হয় হঠাত্ করে মাথার উপরে তো না দাদা" - এ মন্তব্যে প্রচ্ছন্ন শ্লেষ আছে। তার কোনও প্রয়োজন ছিলো বলে মনে করিনা। ভালো থাকবেন।

২৮ শে মার্চ, ২০১৮ ভোর ৬:৩৯

এম ডি মুসা বলেছেন: আচ্ছা ধন্যবাদ রাখি। ভালো থাকবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.