নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞানী লোকের কাছে প্রতিনিয়ত শিখছি। অজ্ঞের থেকে শেখার কিছু নেই। সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

মা,

১৩ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৮

যতদূর যাই ছুটে ফিরে আসি
শৈশবের ঘারে সকল ক্ষেত্রে জড়িয়ে,
বানিয়েছি তোমারে মোদের দাসি।
মুখ ফুটে বলিনি মা,
মা তোমাকে অনেক ভালোবাসি।
সময় অসময় করেছি জালাতন,
একটিবার ফেরে ভাবেনি মনে
মাযে মোদের কতখানি আপন,
একমাত্র তিনি আছেন যাঁর কেউবা
তিনি অতুলনীয় মানুষ এই ত্রিভুবন।
জনম দুঃখ মায়ের মুখখানা ,
কখনো ভাবেননি বিষম যন্ত্রণার জড়া
সন্তান লাগি সারাক্ষণ থাকেন বসে
অসুখের রাতে জেগে দেন পাহারা।
মায়ের ভালবাসা খোদার পরে
এই জগত সংসার তরে
মায়ের দরজা রাখে খোলা চিরতর,
অনেক রাগনিত্ন মা যদিবা ,
একবার ডাকি ব্যাথার অহুসারে
অচিরে আসবে ছুটে কাছের অনুচর।
স্বর্গে আবাস পাই মায়ের পাশে
তাহারে দেখিলে সকল দুঃখ মুছে
মায়ের পদতলে বেহেস্ত নসীব;
জানি এই জগতে এমন পাব নাযে
মা তো শুধু মা যেন তিনি দেবতা,
সন্তানের অপেক্ষকে সর্বত্র উদগ্রীব।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৩ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:২২

তারেক_মাহমুদ বলেছেন: মায়ের জন্য সুন্দর ভালবাসার কবিতা

১৩ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩১

এম ডি মুসা বলেছেন: মায়ের ভালবাসা থাকুক!

২| ১৩ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:৪০

হাফিজ বিন শামসী বলেছেন:
মায়ের স্মরণে কবিতায় ভাললাগা রইল।

৩| ১৩ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:২৬

নাঈম আশফাক বলেছেন: মা

৪| ১৪ ই মে, ২০১৮ সকাল ১১:০৬

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.