নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।
মোহাম্মদ মুসা
বাংলাদেশ তোমাকে দেখতে চাই
পর্বতের উচ্চ শৃঙ্গে,
বাংলাদেশ তোমাকে দেখতে চাই
বিশ্ব উঠুন আঙ্গিকে।
বাংলাদেশ তোমাকে দেখতে চাই,
মুক্ত বিরাঙ্গনে,
বাংলাদেশ তোমাকে দেখতে চাই
সরল সহজ মানুষের অঙ্গনে।
বাংলাদেশ তোমাকে দেখতে চাই
গুনি জ্ঞানীর কদলে,
বাংলাদেশ তোমাকে দেখতে চাই
সুপ্ত নগরীর কল্লোল অদলে।
বাংলাদেশ তোমাকে দেখতে চাই
জোয়ার জোয়ার মিছিলে,
বাংলাদেশ তোমাকে দেখতে চাই
নিম্মস্থল পতিত পায়ের না পিছিলে।
বাংলাদেশ তোমায় দেখতে চাই
একতার ঐক্যর ঐক্যতনে।
বাংলাদেশ তোমাকে দেখতে চাই
যন্ত্রণা বেদন দুঃখ দুর্দশার উর্ধে,
বাংলাদেশ তোমাকে দেখতে চাই
উজ্জ্বল প্রতিভার বৈপ্লবিক অনুর্ধে।
বাংলাদেশ তোমাকে দেখতে চাই
মঞ্চায়িতের রনপ্রচ্চাস ভোজ্যে,
বাংলাদেশ তোমাকে দেখতে চাই
মহত্তের সততাকে নৈরাজ্যে।
বাংলাদেশ তোমাকে দেখতে চাই
প্রশংসা মাখার মুখে,
বাংলাদেশ তোমাকে দেখতে চাই
ভূগোলের আকা নামক বুকে।
বাংলাদেশ তোমাকে দেখতে চাই
উচ্চ শেকড়ের অনন্ত শক্তে কবলে,
বাংলাদেশ তোমাকে দেখতে চাই
যৌবনের যোয়ান তরুণের সবলে।।
বাংলাদেশ তোমাকে দেখতে চাই
নক্ষত্র গ্রহ উপগ্রহের মহাকাশে,
বাংলাদেশ তোমাকে দেখতে চাই
অবাঞ্ছিত শাপে মোচন অবকাশে।
১৬ ই মে, ২০১৮ রাত ১:১২
এম ডি মুসা বলেছেন: ☺☺
২| ১৬ ই মে, ২০১৮ রাত ১:২১
অর্ক বলেছেন: হা হাা হা মজাদার ইমোজি!
১৬ ই মে, ২০১৮ বিকাল ৩:৫৪
এম ডি মুসা বলেছেন:
৩| ১৬ ই মে, ২০১৮ সকাল ১০:০৯
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
১৭ ই মে, ২০১৮ ভোর ৬:৪০
এম ডি মুসা বলেছেন: ভাই অনেক ধন্যবাদ রাখি।
৪| ১৬ ই মে, ২০১৮ সকাল ১০:২৫
সোহাগ তানভীর সাকিব বলেছেন: দেশকে নিয়ে যেকোন ইতিবাচক লেখাই ভালো লাগে। এটা তার ব্যতিক্রম নয়।
১৬ ই মে, ২০১৮ বিকাল ৩:৫৫
এম ডি মুসা বলেছেন:
৫| ১৬ ই মে, ২০১৮ বিকাল ৪:০৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনাকে প্রথম আলোচিত পাতায় দেখলাম ভাললাগলো।
১৭ ই মে, ২০১৮ ভোর ৬:২৭
এম ডি মুসা বলেছেন:
৬| ১৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪
সনেট কবি বলেছেন: খুব সুন্দর।
১৭ ই মে, ২০১৮ ভোর ৬:২৮
এম ডি মুসা বলেছেন:
৭| ১৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯
সাদা মনের মানুষ বলেছেন: আমরা সবাই দেখতে চাই, তবে দেখার জন্য যা করনীয় তা করিনা, এখানেই যত সমস্যা
১৭ ই মে, ২০১৮ ভোর ৬:২৮
এম ডি মুসা বলেছেন: ☺
©somewhere in net ltd.
১| ১৬ ই মে, ২০১৮ রাত ১২:৪৯
অর্ক বলেছেন: খুবই সুন্দর এই চাওয়া! আমাকেও পাশে রাখুন, আমিও চাই এই আলোকিত বাংলাদেশ। দেশপ্রেমে ভাস্বর কবিতায় নিটোল ভালো লাগা! একটু বানান ও যথাযথভাবে বাক্যগঠনগত ত্রুটি বোধহয় রয়ে গেছে! আমারও ছিল, এখনও আছে, তবে নিঃসন্দেহে আগের চেয়ে কম। চর্চা চালিয়ে যান। কবিতাকে ভালবেসে কবিতাতেই থাকুন এম ডি মুসা!
অজস্র শুভেচ্ছা। এমন কবিতা লেখা আরও লেখা হোক আপনার আলোকিত হাতে।