নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।
একদিন হবে স্বপ্নের বাংলাদেশ
যেখানে থাকবে না রেষারেষ,
কৃষকের চোখে ভাসবে ছবি,
একটা পটভূমির বানাবে অবি।
মানুষে মানুষে নাই ভেদাভেদ,
হিংসা বিদ্বেষ থাকবেনা জেদ।
বাঙালি বাঙালি ভাই ভাই,
অপরের বিপদে সকলে ছুটে আই।
এমন হবেনা দলভুক্ত রাজনীতি,
বাধাগ্রস্থ হবেনা কভু ন্যায় নীতি।
বাংলাদেশ হারিয়ে ফেলেছে
এক সত্য দর্পণের মহাবীর নেতা,
দেশ সৃষ্টির এনেছে যে বারতা।
কাড়াকাড়ি ঠোটের ঠোকাঠুকি,
কোন্দলে রেখে অপরকে বকাবকি।
আমারা কেবল একটি বাঙালি জাতি,
অন্য পরিচয় নেই দল গুষ্টি জ্ঞাতি।
আমাদের দেশটা অনেক বড় হবে,
একসাথে মিলেমিশে সবে কন্ঠ দেবে
ছবি- ইন্টারনেট
২২ শে মে, ২০১৮ রাত ২:৪৪
এম ডি মুসা বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
২| ২২ শে মে, ২০১৮ রাত ২:৪৬
কাইকর বলেছেন: সময় পেলে আমার ব্লগে গিয়ে ঘুরে আসবেন।ধন্যবাদ ভাইজান আবারো
২২ শে মে, ২০১৮ রাত ২:৪৯
এম ডি মুসা বলেছেন: অবশ্য ভাই সতত।
৩| ২২ শে মে, ২০১৮ রাত ৩:৪৪
হাফিজ বিন শামসী বলেছেন: সেই আশায় বুক বেঁধে আছি।
২৪ শে মে, ২০১৮ রাত ১০:১৭
এম ডি মুসা বলেছেন: আমাদের সকলে উচিত যে আমরা,
বাংলাদেশকে অনেক দুর এগিয়ে নিয়ে
প ৌছে দেওয়ার দায়িত্ব যেমন, যার কাছ থেকে
দেশ পজিটিভ কাজ করলে মনে হয় পারা যাবে,
৪| ২২ শে মে, ২০১৮ রাত ৩:৪৬
অর্থনীতিবিদ বলেছেন: অনেক স্বপ্ন নিয়েই বাংলাদেশের জন্ম হয়েছিলো। কিন্তু সব স্বপ্ন এখন হারিয়ে গেছে। তবে হ্যা, মিলেমিশে থাকলে অবশ্য স্বপ্নগুলো বাস্তব হয়েই ধরা দেবে। কবিতার শেষে উদাত্ত আহবান। মিলেমিশে সবে কন্ঠ দেবে। এটাইতো দরকার আসলে।
২৪ শে মে, ২০১৮ রাত ১০:২৪
এম ডি মুসা বলেছেন: সত্য বলছেন সবে মিলে করি কাজ,
হারিয়ে জিতি নাই লাজ, সবাই মিলে কাজ করলে
হারিয়ে জিত নাই সবার কাজ করা উচিত,
৫| ২২ শে মে, ২০১৮ সকাল ৭:৫৮
সুমন কর বলেছেন: সুন্দর লিখেছেন।
২৪ শে মে, ২০১৮ রাত ১০:২৩
এম ডি মুসা বলেছেন: ধন্যবাদ ভাই,
৬| ২২ শে মে, ২০১৮ সকাল ৮:০৭
সনেট কবি বলেছেন: সুন্দর কবিতা।
২৪ শে মে, ২০১৮ রাত ১০:২০
এম ডি মুসা বলেছেন: সনেট ভাই ভালো লাগছে,
আপনা র লেখা আমার খুব ভালো লাগে।
৭| ২২ শে মে, ২০১৮ সকাল ৯:০৩
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
২৪ শে মে, ২০১৮ রাত ১০:২১
এম ডি মুসা বলেছেন: রাজীব নুর ভাই আপনার জন্য
আন্তরিক ধন্যবাদ দিয়ে গেলাম।
৮| ২২ শে মে, ২০১৮ দুপুর ১২:২৮
তারেক_মাহমুদ বলেছেন: সুন্দর লিখেছেন, আমাদের একে অপরের বিপদে আপদে ছুটে আসা উচিত।
২৪ শে মে, ২০১৮ রাত ১০:২২
এম ডি মুসা বলেছেন: এটা হলে মনে হয় সভ্যতা ফিরে আসবে পুরোটা,
মনে হয়,
৯| ২৬ শে মে, ২০১৮ রাত ৯:৫৩
হবা পাগলা বলেছেন: সুন্দর পোস্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ব্লগে আমি নতুন। আমার ব্লগটা একটু ঘুরে আসার নিমন্ত্রণ রইলো।
©somewhere in net ltd.
১| ২২ শে মে, ২০১৮ রাত ২:৪২
কাইকর বলেছেন: আমিও এই আশা করি। একটা সোনার বাংলাদেশ চাই। ভাল লিখেছেন মুসা ভাই।ধন্যবাদ আপনাকে।