নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।
একটি মেয়ে নাম রেখেছে যে স্বপ্নের রাজকন্যা,
মিষ্টি মধুর তাহার হাসি খুব দেখতে অন্যনা।
চঞ্চলতা মুখ ফুটেছে অবাক দিলের নজর।
সকল রঙেই হার মানাচ্ছে বৃথা যাচ্ছে ধুসর।
ছনছনাছন মনটি তাহার থেমে রয়না একটু,
উদাশ মনে ঘুরে বেড়ায় ধার ধরেনা কটু।
ইচ্ছে মতন চলা ফেরা ইচ্ছে মতোন চলে,
তাকে দেখে নিন্দুকেরা কতো কিছু বলে।
আহা ঢঙের এই মেয়েটি আমায় ভাবাচ্ছে,
হাজার মনে সারাবেলা খালি নাচাচ্ছে।
ধ্যাত এই মেয়ে ধরে যদি হবো একটা ভুত।
ডাক্তার টাক্তার কাজ হবেনা মেডিসিন ওষুধ।
এই মেয়েটি ধার ধারিনা যাই না তাহা পিছু,
খুব সাধারণ মানুষ আমি এমন স্বপ্ন কিছু।
কথায় বলে মানান আছে যেমন মনে সহিত,
অর্থ গড়ি খ্যাতা মারি চাইনা পিরিত মোহিত।
স্বরবৃত্ত ছন্দ
১০ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৩৯
এম ডি মুসা বলেছেন: অনেক দিন পর আপনার মন্তব্য জমা পরল
©somewhere in net ltd.
১| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৮
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।