নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।
আকাশ খালি নাই আছে অনেক মেঘ
তারার মেলা ভিড় জোসনা জ্বলা চাঁদে কিরন!!
মাটির কাছাকাছি দেখেছি খুব তার
হাজার ফুল গুলো সবুজের মাঝেও নীড়েক।
নদীর কাছে আছে অথই পানি ঢেউ
আছে পাল নৌকার ভাসার মতো তার কেউ।
আকাশ খালি নাই জমিটা খালি নাই
খালি নাই কোথায় সীমানার দিকটি ওহ,
খালি নাই না থাকা পড়ে থাকা মাঠটি ওহ
খালি নাই ঘরের থাকার ঘর খাঠ টিও
কথা চাই মানুষ সাথ ভাগের ভাগটিও
নিজের সাথে দেখা ভালো লাগার রাগ টিও
খালি নাই জনতা ভীরের নিররতা পাশ
খালি নাই খাতার শুন্য খাতা পাতা দাগ
খালি আছে এইত আমার নিরবতা ভাগ
একলা থাকা থাকি সঙিহীনতা অনুরাগ
৭+৭+৭+৭/৩/২
২| ২৪ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩১
মাহমুদুর রহমান বলেছেন: ভালো কবিতা।
©somewhere in net ltd.
১| ২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:৪০
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।