নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।
একুশ আমার চেতনার ঘরে জাগ্রত অধিকার,
একুশ আমার বর্ণ মালার একুশই অহংকার।
একুশ স্মরক বর্ণ মালার আজ পুস্তক পাঠ,
হাজার হাজার বর্ণ মালার অক্ষর সমাহার।
যেই গান লিখি মন খুলি যার বিছাই বর্ণ মালা,
রবী ঠাকুরের সংগীত রচনা ভাবনার অবকাশ,
একুশ হইল শিশুর হাতের প্রথম লেখা বর্ণ,
চকের খড়িত হাতটি ঘুরানো অলংকৃত স্বর্ণ।
একুশ আমার প্রাণের দোলা কথা বলবার ভাব,
একুশে আমার মাতৃভাষার রক্তক্ষরণে ছাপ।
লালা রঙে সেই ভরাট হয়েছে অলি গলি সেই পথ,
বায়ান্নর ঐ রক্তিম পথ কতো হলো হতাহত।
নিজের ভাষায় ব্যক্ত প্রকাশে তুচ্ছ খুঁইজে পায়,
তারা কেহ তাই আমাদের দল কেউ আমাদের নয়।
সঠিক শুদ্ধ ভাষার রচনা বসুক সবার মন,
ভুলে আবারও লাভ ইউ বলা খুঁজনা আত্ন ধন।
একুশে একটি কবিতার পাতা একুশে একটি গান,
একুশ আমার ঐ মাতৃভাষা একুশ বাংলার প্রাণ।
সকলের তরে খুঁইজে পাইছি সদালাপী মুখ বান
যেই ভাষারই প্রাণ জুড়িয়ে মধু বাক্যর আন।
©somewhere in net ltd.
১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৪
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।