নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞানী লোকের কাছে প্রতিনিয়ত শিখছি। অজ্ঞের থেকে শেখার কিছু নেই। সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

আজ এলাম আমি

০৪ ঠা এপ্রিল, ২০১৯ বিকাল ৩:৫১

কতোটা মৃত্যুর মাঝামাঝি দাঁড়িয়ে আমি,
আজ আমি এলাম নব প্রভাতেই কিনা,
মানুষের এই যে ক্ষণিকের ক্ষণিক ঘেরে ।
বেঁচে থাকতে হল কঠিনের মাঝারে টিকে
কতোটা নির্দয় হলে চলায় বুকে ছুড়ি।
সকল অবসানে পথ ছিরে এলাম আমি,
নব প্রভাতের দুয়ারের আঁখি তুলে দেখি।
নিজের চেনা মুখ বড় অচেনা মনে হলো
মৃত্যু টি এতোটা কাছাকাছি হলেই কভু
নিজের মাঝে চিনে রাখতে পেরেছি কি তাই
অতোটা পথ আমি পেড়িয়ে শুণ্য যে দেখি।
ও বন্ধু তুমি জেনেছ কি কখনো কুভু,
আজ কোন হেলায় রাখবে এই আমি কিনা,
সকল অবহেলা দ্বার প্রন্তে মায়া জাল,,
কালের যাত্রায় সে কবির ধ্বনিত শুনি 
আজ যেনো ছায়ায় নেমে আসলো কিনা পাড়ে,

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৩৬

ইমু সাহেব বলেছেন: সহজ সরল । বেশ ভালো ।।

০৪ ঠা এপ্রিল, ২০১৯ রাত ৮:০৫

এম ডি মুসা বলেছেন: ছন্দ মাত্রা ৭ দুই তে আছে।।
ধন্যবাদ প্রিয় ভাই ।।আপনাকে অসংখ্য

২| ০৪ ঠা এপ্রিল, ২০১৯ রাত ৯:১৮

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

০৪ ঠা এপ্রিল, ২০১৯ রাত ১১:২৮

এম ডি মুসা বলেছেন: আপনার নিত্য মন্তব্য পেলাম!!
চিরন্তন পরিচিত হলাম ভালো লাগা রাখলাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.